নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

কখনো কখনো বনের জানোয়ারের থেকে মানুষের মূল্য কম হয়!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৪


আজ একটা অনলাইল পত্রিকায় চোখে পড়লো, কক্সবাজার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, 'অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য। যেহেতু যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে তারা অনুপ্রবেশে রোহিঙ্গাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উৎসাহিত করছে।'

এমন কঠোর উদ্দ্যেগ নেওয়ার অর্থ রোহিঙ্গাদের কোন ভাবেই সাহায্য না করা এবং যারা সাহায্য করতে চাই তাদের কঠোর হাতে দমন করা। সাধারন নজরে, মানুষ বা প্রানী কষ্টে থাকলে আমাদের মানবিক দিক দিয়ে সে যেন ভাল থাকে তার জন্য চেষ্টা করবো এটাই স্বাভাবিক। রোহিঙ্গাদের ওপর যে বর্বরতা চলছে আমরা কম বেশী সবাই জানি। তারপরও কি আমাদের মানবিক দিক দিয়ে তাদের সাহায্য করা উচিত নয়???

কিছু দিন আগেও আমাদের দেশে ভারত থেকে প্রবেশ করা হাতির যে মুল্যয়ন করা হলো এবং মারা যাওয়ার পরও সর্বোচ্চ মুল্যয়ন করা হচ্ছে তার কঙ্কাল জাতীয় জাদুঘরে রেখে। একটা বনের পশু তার যথাযথ মূল্যয়ন করা হলেও মানুষ গুলো কি অপরাধ করলো। একটা পশুর থেকে মানুষের মূল্যয়ন কেন কম করে দেখা হবে।

আমিও বিশ্বাস করি রোহিঙ্গাদের আমাদের দেশে লাগামহীন প্রবেশ করতে দিলে আমাদের দেশের ভিতর নানা সমস্যা তৈরি হবে। তাই তাদের একটা ব্যবস্থা না হওয়া প্রর্যন্ত অনন্ত তাদের কিছু সীমাবদ্ধতার ভিতর রেখে জীবনটি বাঁচিয়ে রাখার মত সাহায্য তো আমরা করতে পারি।

আমরা কেন ভুলে যায় যে আমরা ও এক সময় তাদের মত শরনার্থী ছিলাম। আর বিশ্বের যে অবস্থা তাতে সামনে যে আবার আমাদের শারণার্থী হতে হবে না তার নিশ্চয়তা কি???

একসময় আমাদের দেশের মানুষও শরণার্থী ছিল সেখানে আমাদেরও মানুষ সাহায্য করেছিল । কাজেই রোহিঙ্গাদের সহযোগিতা করা কোন অন্যায় নয়। হাতির জন্য দরদ হয় রোহিঙ্গা মুসলিমদের জন্য দরদ হয় না। ভাবতেই মনে হয় আজ আমাদের মানবতা আর মনুষ্যত্ব বলতে কিছু নেই......

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

খোলা মনের কথা বলেছেন: চোখের পরেও এত নির্যাতন দেখার পরও কি আমাদের মানবিকতা জাগ্রত হয়না?? আমরা কোথায় আছি??

ধন্যবাদ ফরিদ ভাই

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


যেসব রোহিংগা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের সাহায্য করতে হবে; তাদের জন্য আন্তর্জাতিক সাহায্য আসছে সরকারের মাধ্যমে; এবং সরকার জাতি সংঘের রিফউজী সংস্হা থেকে সাহায্য পেয়ে আসছে বরাবরই।

আগে জামাতী ও বিএনপি'র লোকেরা সেখানে ভাগ বসায়ে ছিল। এখন নিশ্চয় সরকার ও আওয়ামী লীগ ওখানে ভাগ বসাচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯

খোলা মনের কথা বলেছেন: ওদের ভাগে কেউ হাত দিবে না। বাংলাদেশের সাধারণ মানুষ যে সাহায্য করার হাত বাড়াচ্ছে তাতে তারা বেচেঁ থাকবে। তাদের বেচেঁ থাকতে দিন অনন্ত।

কেমন আছেন চাঁদগাজী ভাই?? আপনার লেখা মনে হয় এখনো প্রথম পাতায় যাচ্ছে না। তার পরও লিখুন....

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি, ধন্যবাদ; লিখছি।

আওয়ামী লীগ সরকার অজান্তেই নিজের নিস্ঠুরতা প্রকাশ করছে; উনারা মানুষের কথা না শুনে, নিজের নিস্ঠুরতা মানুষের মাঝে ছড়াচ্ছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

খোলা মনের কথা বলেছেন: নিস্ঠুরতার কর্মফল ভাল হয় নি কোন দিন। ইতিহাস ক্ষমা করেনি কাউকে.....

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: সমস্যার সমাধানে না গিয়ে সব দেশ জোর-জুলুম করে সবকিছু দমিয়ে রাখতে চাচ্ছে। পুর্ব থেকে পশ্চিম সবখানে একই অবস্থা। রাজনীতির কাছে মানবনীতি মার খেয়ে যাচ্ছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

খোলা মনের কথা বলেছেন: মানবনীতি, গনতন্ত্র, দেশপ্রেম ইত্যাদির সাফাই গেয়ে যে যার মত স্বার্থ হাসিল করে যাচ্ছে। রাজনীতি এখন শুধু মাত্র একধরনের গেম ছাড়া কিছুই মনে হয় না। সাধারন জনগন শুধু তার ভুক্তভোগী....

ধন্যবাদ আখেনাটেন আপনাকে। ভাল থাকুন সবসময়

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা কি শুনলাম

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১

খোলা মনের কথা বলেছেন: সরকার রোহিঙ্গাদের সাহায্য না করলেও তারা বেচেঁ থাকবে। কিন্তু দয়া করে তাদের প্রতি কঠোর হবেন না। তাদের বেচেঁ থাকার অধিকারটুকু দেন অনন্ত।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আন্তজাতিক অঙ্গনে রিফিউজি ভাল একটা ট্রাম্পকাড। সেটা সরকার ব্যবহার করছে।
কিন্তু আমরা চাই সেটি আন্তর্জাতিক অঙ্গনে বিরাজমান থাকুক, দেশে নয়।
আর, সেটি স্হানীয়ভাবে প্রয়োগ করা হলে মানুষের মধ্যে হুদয়হীনতা সৃষ্টি হবে, যার ফলে মানুষত্য লোপ পেয়ে পশুর দিকে ধাবিত হবে, তা আমাদের কাম্য নয়।

আমরা চাই বাংলাদেশে অবস্হানকারী সকল রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরন করা হউক।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

খোলা মনের কথা বলেছেন: আর্ন্তজাতিক ভাবে আলটিমেটলি রিফিউজিদের জন্য সাহায্য দেওয়া হচ্ছে। জানি না সেটা কোথায় বন্টন হচ্ছে আর সেটা নিয়ে মাথঅ ব্যাথাও নেই। তবে যেটাই হোক বাংলাদেশের জনগন যে সাহায্য করতেছে তাতে তারা বেচেঁ থাকবে। তাদের বেচেঁ থাকার অধিকার এভাবে আমরা কেড়ে নিতে পারি না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০

আমিই মিসির আলী বলেছেন: বাঙ্গাল খুব তাড়াতাড়িই তার অতীত ভুলে যায়।
হয়তো এজন্যই .......

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

খোলা মনের কথা বলেছেন: কথাটি একদম খাঁসা বলেছেন।

অতীত ভবিষ্যৎ বাদ দিলাম। চোখের সামনে এমন কষ্ট দেখার পরও তো আমাদের মানবিক হওয়া উচিতৎ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০১

ধ্রুবক আলো বলেছেন: এগুলোই এখন দেখতে হবে চোখে! ভাবতেই খুব কষ্ট হয় মানুষের চাইতে একটা হাতির কঙ্কাল এতো দাম হয়ে গেলো!? উফফ
মানবতা আজ বিপন্ন!!! এ কি মানসিক বিপর্যস্ততা? অসহায় মানুষ গুলোর পাশে কি কেউ দাড়াবে না?

এই দূর্দশা দুঃখ দেখার ছিলো কি আমাদের!?

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৪

খোলা মনের কথা বলেছেন: দূর্দশা দেখার সময় শুরু হয়েছে। মানুষের উপর যখন অমানুষদের অধিপত্য হয় তখন এগুলো দেখতে হয়....

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ওদের জন্য কিছুই করতে পারলাম না। নিজেকে বড় অপরাধী মনে হয়।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১

খোলা মনের কথা বলেছেন: যাদের করার দরকার তারা বাধা দিচ্ছে আর যাদের করার ইচ্ছা আছে তারা কিছু করতে পারছে না।

ধন্যবাদ ফরিদ ভাই

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার। এভাবে মানুষ বাঁচতে পারে না।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯

খোলা মনের কথা বলেছেন: তাদের এক একটা দিন কেয়ামতের মত যাচ্ছে। কবে যে সমস্যা সমাধান হবে। দ্রুত সমস্যা সমাধান হতো এটাই চাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.