নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

আমাদের বর্তমান রাজনীতি অবস্থা থেকে ভবিষ্যৎ নিরুপন করি।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪


রাস্তার পাশে এমন ব্যানার দেখলে হয়তো আমরা প্রথম প্রথম একটু চমকে যেতে পারি কিন্তু প্রতিনিয়ত সবখানে যদি দেখি তাহলে কি আস্তে আস্তে স্বাভাবিক মনে হবে না???

হ্যাঁ, কোন কাজ একজন দিয়ে শুরু হলে আস্তে আস্তে তার ধারাবাহিকতায় সেটি পূর্নরুপ পেতে শুরু করবে। আজ শুরু হয়েছে "শিশু লীগ" দিয়ে আগামীকার "শিশুদল", "শিশু শিবির" ইত্যাদি দেখতে পাবেন। তখন আর অস্বাভাবিক লাগবে না।

এমন একটি ব্যানার দেখলে বুঝা যায় আমাদের দেশের কর্ণধার রতনেরা কত বড় র্নিবোধ। একটি শিশুর যখন খোলা মাঠে সহপাঠীদের সাথে খেলার কথা, বই নিয়ে স্কুলে যাওয়ার কথা। শিশুদের কি এমন বয়সে রাজনীতি করা বা বোঝার কথা?? তার নিয়ে রাজনীতির পোষাক পরার কথা এ বয়সে???

দেশে ছাত্র রাজনীতির রাজত্ব চলছে। যাদের কলম, বই নিয়ে ব্যস্ত থাকার কথা তারা আজ দা, ছুরি, পিস্তল, চাদাঁবাজী, টেন্ডারবাজী ইত্যাদি নিয়ে ব্যস্ত। নিজের অবস্থান থেকে উন্নতি করতে হলে এগুলো অবশ্যক। এছাড়া যারা এগুলো বেশি করতে পারবে তারাই আগামীদিনে শীর্ষে অবস্থান করবে। মফস্বল থেকে শহর, ছোট থেকে বড় সবখানে একই অবস্থা।

ছাত্রদের কি রাজনীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী করার কথা??? কলম বই রেখে যারা ক্ষমতার পিছনে ছুটে বেড়াচ্ছে তারা কি শিখবে আর জাতি, দেশ তাদের দিয়ে কি আশা করবে??? আগামী ২০-৩০ বছর পরও কি তাহলে খালেদা, হাসিনা, মখা আলমগীর ইত্যাদি মার্কা নেতা দেখতে হবে আর তাদের মত বিখ্যাত কাজ ও উক্তি শুনতে হবে। লেজ বিহীন শেয়াল চাইবে অন্যদেরও যেন লেজ না থাকে। আমাদের নেতারও কি তাই করছে??? তারা যেমন আছে ভবিষ্যৎতে তাই তৈরি করে যাচ্ছে।

সুযোগ্য নেতৃত্ব বড় অভাব হয়ে যাচ্ছে দিন দিন। একজন যোগ্য নেতার কাছে সাধারণ মানুষের যে চাওয়া সেটি হারিয়ে গেছে। নতুন করে স্বপ্ন দেখার প্রায়স সবার মনে। জানি না সে দিন আদৌ আসবে কিনা!!!

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালী মায়ের পেটে থাকতেই রাজনীতি শিখে ফেলে!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

খোলা মনের কথা বলেছেন: আমাদের আগাছা মার্কা নেতা গুলো আবর্জনা দিয়ে দেশটা ভরাট করার চেষ্টা করছে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সামনে যা পাচ্ছে ব্যবহার করে যাচ্ছে। মায়ের পেটে আছে যারা তাদেরও রক্ষা নেই।

ধন্যবাদ চাঁদগাজী ভাই

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইহা এক ধরণের মগজ ধোলাই।
এই সমস্ত টোকাইদের যারা আশ্রায়ন না করে শিশু বয়সে রাজ নৈতিক ভন্ডামী শিক্ষা দেয় তারা জাতির কুলাঙ্গার সন্তান।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

খোলা মনের কথা বলেছেন: জাতির কুলাঙ্গারেরা নতুন কুলাঙ্গার পয়দা করে যাচ্ছে। বাপ কা বেটা তৈরি করে গেলে তো ইজ্জত থাকবে না। ভুক্তভোগী আমলারা। এনিয়ে তাদের চিন্তা কোন দিন ছিল না, আজও নেই, আগামীদিনে কেউ করবে না।

ধন্যবাদ আপনাকে

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

শিখণ্ডী বলেছেন: আর দেরি নাই, কয়দিন পর দেখতে হবে-- চোর-ছ্যাচ্চর, পকটমার/লীগ বা দল। জাতিয়তাবাদী সর্দি দল, শিশু সর্দি লীগ...

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৮

খোলা মনের কথা বলেছেন: গতকাল শিশু লীগ হবে এমন আশা করতো। আজ বাস্তবায়ন হয়েছে। আপনার গুলো আগামীকাল বাস্তবায়ন হবে। কাউকে মাহরুম করা হবে না।

ধন্যবাদ শিখণ্ডী....

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

উম্মে সায়মা বলেছেন: ব্যানার টা দেখে প্রথমে ভেবেছিলাম কেউ মজা করেছে। পরে সত্যি দেখে কেমন যেন লাগল।
আমাদের দেশ কোন দিকে যাচ্ছে!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

খোলা মনের কথা বলেছেন: এগুলো যারা বন্ধ করবে তারাই আজ সেগুলো করে বেড়াচ্ছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। আজ যে সমস্ত গবেট মার্কা নেতা নেত্রী আছে আগামীতেও তাই তৈরি করার চেষ্টা হচ্ছে। তারা যে দিকে যাবে জনগন সে দিকে যাবে। দেশও রেল লাইন চ্যুত হবে না....

ধন্যবাদ সায়মা আপু...

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বরাবরই ছাত্র রাজনীতির বিপক্ষে। তবে সরকারের চাইতেও আমার মনে হয় উপাচার্যগুলো বেশী দায়ী। এরা এক হয়ে যদি ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য পদত্যাগ করতো তাহলে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির মৃত্যু হতো...

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

খোলা মনের কথা বলেছেন: দেশে ছাত্র রাজনীতিতে যত ভাল করার কথা তার থেকে কয়েকগুন খারাপ করছে তারা। এদের এগিয়ে দিচ্ছে আমাদের দেশের নির্বোধ নেতারা। উপাচার্যগুলোও প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সাথে জড়িত। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। সামনে ভয়ানক অন্ধকার অপেক্ষা করছে....

ধন্যবাদ ভাই আপনাকে

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০

আখেনাটেন বলেছেন: অর্থ ও ক্ষমতার মোহে কিছু মানুষ এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা তাদের বোধশক্তিই হারিয়ে ফেলেছে। একবারও ভেবে দেখে না-- তারা জ্ঞাতসারে কীভাবে একটি জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে টেনে নিয়ে যাচ্ছে।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

খোলা মনের কথা বলেছেন: রাজনীতি এখন একটি লাভজনক ব্যবসা। সাধারন মানুষ তাদের প্রোডাক্ট। তাদের ধর্ম, কর্ম সব কিছুই রাজনীতি। রাজনীতির বাইরে তাদের চিন্তা না করলেও চলে। দেশপ্রেম, জনগনপ্রেম বুলি আওড়ালেও এগুলি শুধু মাত্র বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে... সব মিলে ব্যবসা এখন জমজমাট অবস্থা.....

ধন্যবাদ আখেনাটেন আপনকে....

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২

মামুন সাখী। বলেছেন: রাজনীতি নিয়ে দলাদলি আর নির্বাচন নিয়ে মারামারি, সব সমস্যার সমাধান দিবে 3G-Exam Election Plan (3G-E.E.P.)
( অর্থাৎ তৃতীয় প্রজন্ম পরীক্ষার মাধ্যমে নির্বাচনী কৌশল গ্রহন করবে।)
বিস্তারিত জানার জন্য এখাণে ক্লিক করুন < Click This Link

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

খোলা মনের কথা বলেছেন: ব্লগে ও ফ্যান পেজ, গ্রুপ পেজ খোলা গেলে আপনাদের জন্য ভাল হতো।

ভন্ডামী করার জন্য ফেসবুক সবথেকে নিরাপদ ও আদর্শ জায়গা। আপনি ফেসবুকে আবার ফিরে যান......

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: চাঁদগাজী বলেছেন:



অনেক বাংগালী মায়ের পেটে থাকতেই রাজনীতি শিখে ফেলে!

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

খোলা মনের কথা বলেছেন: কিছু দিন পর ভুমিষ্ঠ হওয়ার সময় কান পেতে থাকবে নবজাতকের মুখের কাছে। প্রথম ”জয় বাংলা” না ”বাংলাদেশ জিন্দবাদ” বলে। এখন সেটার অপেক্ষায় আছি...

ধন্যবাদ বাবু ভাই

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭

মাকার মাহিতা বলেছেন: আগামীদিনের শিশু গাঞ্জাখোর,ডালখোর,বাবাখোর...ইত্যাদি ইত্যাদি।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

খোলা মনের কথা বলেছেন: ওগুলোর ও লীগ টিগ হয়ে টয়ে যাবে। একটু অপেক্ষা টপেক্ষা করুন....

ধন্যবাদ আপনাকে

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮

শূণ্য পুরাণ বলেছেন: শিশুলীগ! ব্যপক বিনোদিত হইলাম। এদের কষে দুইটা থাপ্পড় দেয়া দরকার অার এদের নেতাদের শিশু নির্যাতন মামলায় ফাসানো দরকার।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

খোলা মনের কথা বলেছেন: মামলার ভয় পায় না ওরা। এগুলো মানুষের মুল্যবোধের চরম অবক্ষয়।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

মাকার মাহিতা বলেছেন: হবে হয়তো...?

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

খোলা মনের কথা বলেছেন: হয়তো!!!

সবুর করুন। সবুরে মেওয়া ফলে......আমাদের কি ফলে সেটি দেখার বিষয়। ধন্যবাদ আবার আসার জন্য

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: খোলা মনের কথা ,



"নেতা" কাদের বলছেন ? যারা আমাদেরই ভোটে , আমাদেরই অবিমৃশ্যকারীতায়, আমাদেরই পৃষ্ঠপোষকতায় , আমাদেরই অজান্তে এক একটি ফ্রাঙ্কেনষ্টাইন হয়ে উঠেছে ?

নতুন করে স্বপ্ন দেখার কিছু নেই । সব স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে দেশের ভবিষ্যত ফকফকা করে ছাড়বে ।
দোষ নেতাদের (?) নয় , দোষ তাদেরকে নেতা (?) বানানো জনগণের ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

খোলা মনের কথা বলেছেন: আপনার কথা ফেলে দেওয়ার মত না। বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি প্রবেশ করেছে। এদের সকল রক্ত বের করে নতুন রক্ত দিলেও দূর্নীতি করবে। আর এগুলো করেছে একসময় মানুষ অভাবগ্রস্ত হয়ে আর এখন করে স্বভাবে। দেশের কোন নেতৃত্ব এ মানুষগুলো সুধরানোর জন্য কখনো কাজ করেনি। কারণ তাদের সুধরালে সে নিজেও বিপদে পড়ে যাবে।

দোষ আমাদের সাধারণ জনগনের ও নেতৃত্বদান কারীদেরও। তার স্বপ্ন দেখায় আর আমরা স্বপ্ন দেখি। তার বাস্তবায়ন করবে না সেটা জানার পরও স্বপ্ন দেখি.....

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

মাকার মাহিতা বলেছেন: আপ্নে কিতা কচ্ছেন?
দেশে নিম্নলিখিত লোকের অভাব নাইঃ-
এক) সিভাস,ব্লাক-রেড-ব্লু লেভেল, ভদকা ইত্যাদি পানকারী।
দুই) গাজা, ইয়াবা, আগে হেরোয়িন ছিল এখন বেইল নাই, এখন বাবা।
তিন) ফেন্সি। বন্ধু রাষ্ট্র থেকে আগত।

আরও অনেক জাতীয় খোর থাকতে পারে।

আমার কথা যদি মিথ্যা হয় তবে হাতে চুরি পরমু।

আর কিছু কমু না...
এবার ঘুমাই।
স্বপ্নে দেখমু পরজনমে আমি শিশু লীগ হয়ে জন্মায়ছি।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

খোলা মনের কথা বলেছেন: এক দুই তিন আমি আপনি বন্ধ করতে পারবো না। জাতীয়খোর, জাতীয় মাথা মোটা লোকগুলো এগুলো করেই যাবে....

স্বপ্নে দেখমু পরজনমে আমি শিশু লীগ হয়ে জন্মায়ছি। সুন্দর বলেছেন। পারলে মনে করে ভুমিষ্ট হওয়ার সময় জয় বাংলা বলে একটা হাঁক দিয়েন.....

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

কালীদাস বলেছেন: দেইখ্যা মনটা ফুরফুরা হয়া গেলু। আজকের শিশু, কালকের....

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

খোলা মনের কথা বলেছেন: রাজনীতি নেতা.....

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

মাকার মাহিতা বলেছেন: কি বলে হাক দিমু সেটা কইতারছিনা-

তবে জয়বাবা কমু...

না হয় আইটি বাবা...

বি:দ্র" আমি কিন্তু রিজার্ভ চুরি করি নাই"

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

খোলা মনের কথা বলেছেন: তথ্য বাবাও খারাপ না......

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

মাকার মাহিতা বলেছেন: তথ্যবাবা...লুল!

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

অতৃপ্তচোখ বলেছেন: এই শিশুলীগের কথা ফেসবুকে যখন প্রথম দেখি সেদিন মনে হয়েছিল এইদেশে এখন আর কেউ নেতা হওয়ার জন্য রাজনীতি করে না। কেবল ক্ষমতা আর জনগণের কষ্টের উপার্জিত অর্থ মেরে খেয়ে নিজে টাকাওয়ালা বনে যাওয়াই ধান্ধা সবার। নয় তো শিশুলীগের ব্যানার যেদিন প্রথম কোন নেতার চোখে পড়েছে সেদিন থেকেই এটি বন্ধ হয়ে যেতো। নিষিদ্ধ হয়ে যেত। কিন্তু হয় নি! দেশটাতে এখন নেতার বড় ছড়াছড়ি। কিন্তু জনগণের কথা ভাববার মতো নেতা খুঁজতে সার্চার লাইট ব্যবহার করতে হবে, তবুও চোখে পড়বে না! ধিক্কার জানাই এমন নেতাদের, যারা জনগণের কথা না ভেবে দেশের ভবিষ্যৎ চিন্তা না করে নিজের স্বার্থসিদ্ধ করতে ব্যস্ত থাকে।

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

খোলা মনের কথা বলেছেন: দেশে এখন নেতার খুব অভাব!!! তাই শিশু লীগ দিয়ে ঘটতি পূরন করা হচ্ছে। তাছাড়া বর্তমান নেতাদের ভাল উত্তরসূরি রাখতে হলে এর থেকে উপয় আর কি হতে পারে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.