নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

জীবন থেকে নেওয়া (রম্যরচনা-১) :) :) :)

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২


১. বদনার ইংরেজী কি হবে???
বলুন তো বদনা ইংরেজী কি হবে??? :D :D :D
নাম সঠিক জানি না তবে আমরা টেন্ডুল বলে ডাকি।
পেশায়: চুল ছাটানো। বয়স: ২০-২২। লেখাপড়া: নেই
একদিন আমি বসে আছি তার দোকানে চুল ছাটানোর জন্য। কিছু সময় পরে আমাদের এলাকার দুজন সিনিয়ার ছেলে আসলো। একটাও এসএসসি পাশ করেনি। তাদের কাজ সারা দিন বাজারে বসে আড্ডা দেওয়া। তারা এ গল্প সে গল্প করতে করতে এক দু কথায় টেন্ডুলরের পিছনে লেগে গেল...
বলতো টেন্ডুল আমের ইংরেজী কি??
জানি না ভাই।
পানির ইংরেজী??
জানি না।
মানুষের ইংরেজী??
জানি না।
কি শিখেছিস সারা জীবন??? তোর দোকান থেকে কোন দিন বের হতে ও পারলি না, আর কাচিঁ, মলম, খুর ছাড়া কিছুই চিনলি না।
কথা শুনে টেন্ডুল একটু হতাশ হল মনে হল। কাজ করতে করতে নিচে একটা বদনা ছিল, ওটা হাতে নিতে নিতে কি মনে হলো টেন্ডুল বললো আপনারা এতো পারেন বলেন তো বদনার ইংরেজী কি??
দুজনেই হকচকিয়ে গেল!!! :( :( :( দুজন দুজনের দিকে তাকাঁচ্ছে বার বার আমার দিকেও তাকাচ্ছে। আমার বুঝার বাকি নেই যে টেন্ডুলের কাছে আজ ধরা খেয়ে গেছে =p~ =p~ =p~ আমিও মুচকি হাসচ্ছি যদিও বদনা ইংরেজী আমিও জানি না :P :P :P
কথা না বাড়িয়ে একটু পরে তারা দোকান থেকে প্রস্থান করলো =p~ =p~ =p~
এরপরে আমি বাড়িতে গিয়ে ডিকশনারী খুজে দেখে নিলাম। মজার ব্যাপার আমার খুব কাছের একটা লোক মিশিগানে (আমেরিকা) থাকে তার কাছে একদিন আমি বদনার ইংরেজী জানতে চেয়েছিলাম। সে বলতে পারেনি =p~ =p~ =p~ । পরে একদিন সে আমাকে বললো তোমার বদনার ইংরেজী আমি অনেকের কাছে জানতে চেয়েছি। কেউ উত্তর দিনে পারেনি =p~ =p~ =p~

২. বিপিএল দেখতে যাওয়া...
রাফিজ, অপু!!!
আমার কাছের যত গুলো বন্ধু আছে তাদের ভিতর এরা দুজন অন্যতম।
আমি ক্রিকেটের সেই রকম ভক্ত। দেশের খেলা হলে ঘুম খাওয়া বাদ দিয়ে খেলা নিয়ে পড়ে থাকা আমার প্রধান কাজ।
আমার বন্ধু দুটা তার বিপরীত। মাথায় বন্দুক ধরে দেশের ক্রিকেটের ১১ জন খেলোয়ারের নাম বলতে বললে ওরা গুলি খেতে রাজি হয়ে যাবে!!! :D :D :D
বিপিএল-২০১৫ তিন জনে একসাথে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবো বলে স্থির করলাম।
আমি যথারীতি ২.৩০টার ভিতর স্টেডিয়ামে গেলেও অন্য দুজনের খবর নেই!!!
কিছু সময় পরে অপুকে ফোন দিলাম।
অপু কোথায় তুমি???
আমিতো স্টেডিয়ামের রাস্তার সামনে। কিন্তু কোন মানুষ জন তো দেখিনা।
মানে??? কোথায় তুমি বলতো???
এইযে রাস্তা থেকে স্টেডিয়াম দেখা যায়। রাস্তার সামনে ফ্লাইওভারও দেখা যায়.....
আমার বোঝা শেষ অপু আর্মি স্টেডিয়ামে বিপিএল দেখতে চলে গেছে :P :P :P
আশাহত হয়ে রাফিজের কাছে ফোন দিলাম। রাফিজ বললো: কোন গাড়িতে ওঠলে তাড়াতাড়ি গুলিস্থান যাওয়া যাবে বলো।
বুঝলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামের যাওয়ার প্রিপারেশন রাফিজের হয়ে গেছে :P :P :P
সব মিলে ভালই হলো। তিনজন তিন স্টেডিয়ামে বসে বিপিএল খেলা দেখবো =p~ =p~ =p~
যদিও শেষেমেষ অপু রাত ৮টায় মিরপুর স্টেডিয়ামে পৌছাতে পারলেও রাফিজ আর আসতে পারেনি.....

(বি:দ্র: উপরের ছবিটি আমি বিপিএল-২০১৫ দেখতে গিয়ে ঐদিন তুলেছিলাম)

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০

কালো গুপ্তচর বলেছেন: মজা পেলুম।। B-) B-)

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

খোলা মনের কথা বলেছেন: বদনার ইংরেজীটা জেনে নিবেন। আপনিও চিপায় পড়তে পারেন B-) B-) B-)

২| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

জাহিদ অনিক বলেছেন: শেষ দিকে এসে মজা পাওয়া গেল ।
তিনজন তিন স্টেডিয়ামে এসে বিপিএল দেখা । হা হা হা

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

খোলা মনের কথা বলেছেন: হাহাহা,
হয়নি তো B-) B-) হলে খুশি হতাম। অন্যরকম ইতিহাস রচনা হতো.....
ধন্যবাদ আপনাকে

৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালো লাগা থাকলো

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো জেনে প্রীত হইলাম। ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো...

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

খোলা মনের কথা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে...

৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালই হলো। তিনজন তিন স্টেডিয়ামে বসে বিপিএল খেলা দেখবো =p~ =p~ =p~

+++

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

খোলা মনের কথা বলেছেন: হাহাহ।
দেখতে পারলে মন্দ হতো না...
ধন্যবাদ আপনাকে...

৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক মজা পাইছি

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

খোলা মনের কথা বলেছেন: জেনে ভাল লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য। ভাল থাকবেন সবসময়

৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

জাহাজী বলেছেন: হাহা, সবারই এমন দু-একটা বন্ধু থাকেই

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

খোলা মনের কথা বলেছেন: ঠিকই বলেছেন।

আপনার নামের সমস্যা সমধান তাহলে মডুরা এখনো করেনি??? :( :( :(
বড়ই বিপদজনক অবস্থা...

৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার টুকরো স্মৃতি ভাল লেগেছে।

তবে, আপনার বন্ধু দুইটি খেলাধুলা থেকে এক হাত পিছিয়ে রয়েছে সেটা আপনার লেখা থেকে উপলদ্ধি করা যায়।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

খোলা মনের কথা বলেছেন: তা পিছিয়ে আছে। এক এক জনের ভাল লাগা এক এক রকম। তাদের হয়তো খেলা ভাল লাগেনা।

ধন্যবাদ আপনাকে শাহাদাৎ ভাই

৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর! জীবনে এমন বহু ঘটনা ঘটে যা কৌতুককেও হার মানায় B-)

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

খোলা মনের কথা বলেছেন: ঠিক বলেছেন লিটন ভাই। জীবনের এক একটা উপভোগ্য ঘটনা আসলে সকল কৌতুকের উপর.... ধন্যবাদ ভাই আপনাকে

১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: দু'টোই মজা পেলাম। +।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

খোলা মনের কথা বলেছেন: একটু আনন্দ দিতে পারলাম জেনে ভাল লাগলো। ভাল লাগা রইল আপনার জন্য

১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: খোলা মনের কথা ,




খোলা মনের জীবন থেকে নেওয়া এমন কথায় , দিল খোলা হাসি ..................... =p~

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

খোলা মনের কথা বলেছেন: মিলিয়ে দারুণ বলেছেন। আপনার লেখায় উৎসহবোধ করলাম। ধন্যবাদ ভাই আপনাকে

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিপিএলেরটা বেশি জোস ছিলো! হাহ হাহ হাহ হাহ হাহ হা হা!

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩২

খোলা মনের কথা বলেছেন: ঐদিন আমি নিজেই মজা পেয়েছিলাম।
ধন্যবাদ আপনাকে।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বদনা ইংরেজীতো দেখি আমিও জানি না।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

খোলা মনের কথা বলেছেন: হাহাহা, ভাগ্যিস কোন টেন্ডুলের পাল্লায় পড়েন নি.... ইজ্জত যাওয়ার উপক্রম হতো তা হলে ;) ;) ;)

ধন্যবাদ ফরিদ ভাই....

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

পবন সরকার বলেছেন: গোগুল মামারে কইলাম মামা বদনার ইংরাজী কী? গোগুল মামা এক জায়গায় কইল vessel অন্য জায়গায় কইল water-pot কিন্তু আমি সন্তুষ্ট হইতে পারলাম না।
মনডারে কইলাম মনরে এত বছর লেখা পড়া কইরা এখন দেখি বদনার ইংরাজীও জানি না।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

খোলা মনের কথা বলেছেন: গুগল মামা ও হার মানছে ;) ;) ;)
ব্রিটিশরা বদনার ইংরেজীর হালনাগাদ করতে ভুলে গেছে।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

মোস্তফা সোহেল বলেছেন: দুইটাই খুব মজা লাগল। আশা করি আপনি ভাল আছেন?

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো শুনে প্রীত হলাম। শুভকামনা রইল আপনার জন্য

আমি ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন.....

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: দু'টাই ভালো লাগল। ধন্যবাদ

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

খোলা মনের কথা বলেছেন: আপনাদের কথায় উৎসহ পায়। শুভেচ্ছা রইল আপনার জন্য প্রামানিক ভাই

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল। ইংরেজরা বদনা বলে কিছু ব্যাবহার করেনা, পানি ভরা ছোট পাত্রকে জাগ বা মাগ বলে, বদনা খাঁটি বাংলা শব্দ। ধন্যবাদ ।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

খোলা মনের কথা বলেছেন: হাহাহ দারুণ বলেছেন আপনি....
খাঁটি বাংলা ভাষা ওরা ইংরেজীতে রুপান্তর করতে পারেনি...

শুভেচ্ছা নিবেন

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

জীবন সাগর বলেছেন: সত্যিই রসের গল্প। প্রথমডাতে একটু বোকা হয়েছি (বদনার ইংরেজি জানিনা বলে) শেষেরটা হেসেছি কতক্ষণ।
ভাল লাগলো ভাই আপনার রম্যরচনা।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

খোলা মনের কথা বলেছেন: বদনার ইংরেজী সচারাচর তেমন কেউ জানে না। আপনিও এটাকে কাজে লাগাতে পারেন B-) B-) B-)

২য় গল্পটি আমার বন্ধুদের সাথে এটা ছিল আমার অন্যরকম অভিজ্ঞতা। আমিও সেদিন খুব মজা পেয়েছিলাম..
ধন্যবাদ সাথে থাকার জন্য

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


২ টি ঘটনাই বেশ উপভোগ্য, লেখার স্টাইল ভালো হয়েছে

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

খোলা মনের কথা বলেছেন: নিজের মত করে চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ভাল তো ভাল না :P

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

খোলা মনের কথা বলেছেন: এক ক্রিকেট খেলা তিন স্টেডিয়াম, ভাল তো ভাল না??? B-) B-) B-)

ধন্যবাদ আপনাকে

২১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

শামীম সরদার নিশু বলেছেন: বাহ আপনার জীবন থেকে নেওয়া রম্যরচনা খুব ভালো লাগল

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

খোলা মনের কথা বলেছেন: জীবনে অনেক ঘটনা ঘটে যায় যেগুলো সমস্ত কৌতুুককে হার মানায়। কেউ মনে রাখে কেউ রাখে না। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.