নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ন হি সর্ববিদ: সর্বে \"

খোলা মনের কথা

স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!

খোলা মনের কথা › বিস্তারিত পোস্টঃ

প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ার সেরা স্বর্ণ জিতলেন হাসিব হলি। অভিনন্দনবার্তাও কিছু সমালোচনা!!!

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯


সমালোচনা দিয়ে শুরু: বাংলাদেশী বংশভুত ওমুক, ওমুক দেশের পার্লামেন্ট মেম্বার, ওমুক দেশের বড় বিজ্ঞানী, ওমুক দেশের শিল্পী ইত্যাদি ইত্যাদি এমন খবর প্রায় পত্রিকায় বা টিভি চ্যানেলগুলো দেখা যায় আর এমন একটি বিস্ময়কর খবর তেমন চোখেই পড়লো না কোন পত্রিকায় বা টিভি চ্যানেলে। যারা অধিকাংশ বাংলাদেশী বংশভূত বিভিন্ন দেশে বড় বড় কাজ করে, তারা অধিকাংশ এদেশের কোন খবরই রাখে না আর তাদের নিয়ে পত্রিকা বা টিভি চ্যানেলগুলো মাতামাতি করলেও যারা দেশের ভিতর থেকে দেশের মুখ উজ্জল করছে তার নিয়ে কোন মাথা ব্যাথা নেই।

মুল খবর: ‘ফিটনেস ফেডারেশন ও নাববা’ আয়োজিত সিঙ্গাপুরের ডাউন গ্রাউন্ডে সম্প্রতি বিশ্বের ১২টি দেশের প্রতিযোগিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বডিবিল্ডিং জুনিয়র ওপেন চ্যাম্পিয়নশিপ। সেখানে সবাইকে বিস্ময় করে দিয়ে দেশের মুখ উজ্জল করে সকল প্রতিযোগীকে টপকিয়ে এশিয়ার সেরা হলেন হাসিব হলি। বিস্ময়ের কারন এর আগে কোন বাংলাদেশী এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেনি। প্রথমবারের মত শরীরগঠন প্রতিযোগীতায় অংশ নিয়েই সবার সেরা হলেন তিনি।

এবার তার লক্ষ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মি.ইউনিভার্স খেতাব জয়ের। তবে তার জন্য পৃষ্ঠপোষক ও সরকারী সহযোগিতা দরকার হাসিবের। কারণ এশিয়া জয়ী এই তারকা নিজ উদ্দ্যেগ ও নিজ খরচে এশিয়া সেরা হয়েছেন তিনি। নিজ খরচেই শরীর গঠন ও তা ধরে রাখেন হাসিব। যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে জাতীয় ফেডারেশন থেকে কোন সহযোগিতাই পান নি বলে অভিযোগ এই বডিবিল্ডারের।

বাংলাদেশী বংশভুত ওমুক, ওমুক দেশের পার্লামেন্ট মেম্বার, ওমুক দেশের বড় বিজ্ঞানী, ওমুক দেশের শিল্পী ইত্যাদি ইত্যাদি প্রায় খবর চোখে পড়ে। আমাদের দেশের খবরের চ্যানেল বা কাগজগুলো তাদের নিয়ে যত মাতামাতি করে। আসলে কি তারা আমাদের দেশের যে বংশভুত সেটা কখনো মনে করে??? সবাই করে না বা তারা হয়তো কখনো আমাদের দেশের কাজেই আসে না ইত্যাদি। আমি চাই দেশের ভিতর যারা আছে তারা কিছু করে দেশের মুখ উজ্জল করুক আর বিশ্বের দরবারে প্রকাশ করুক। হাসিব হলি দেশের উজ্জল নক্ষত্রের মত। তার জন্য আজ আমাদের দেশ চিনতে পারলো অনেকে। কারন বাংলাদেশের ক্রিকেট ছাড়া এমন অর্জন খুবই কম আছে। আমি চাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীতার জন্য সারকারীভাবে তাকে সম্পূর্ন সহযোগীতা দেওয়া হোক। তাকে বিশ্বের দরবারে চেনানো হোক, দেশকে চেনােনো হোক।

তার স্লোগানটিও চোখে পড়ার মত ‘MY Body is for my Country’।
সবশেষে, বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাসিব হলিকে অভিনন্দন।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অভিনন্দন। সন্ধ্যায় চা,চু খেতে চাইলে বলতে পারেন.... :P

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটা ভালো কথা বলেছেন। একটু আগে যদিও চা খেলাম, তবু আর এক কাপ হলে মন্দ হয় না। দুনিয়াতে চায়ের চেয়ে আর মায়ের চেয়ে আপন কেহ নাই। হাঃ হাঃ হাঃ।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

খোলা মনের কথা বলেছেন: চা এতো আপন আগে জানতাম না তো :( :(

এতো করে বললেন যখন তখন চায়ের সাথে টা ও দিলাম। পেট ভরে খেয়ে চান্ডিছিলা-২য় পর্ব কেমন করে বের করা যায় সেটা ভাবুন মশায়। অপেক্ষায় থাকলাম.. :P :P :P

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



ছেলেটি দেশের মানিক রতন! এসব সম্পদ আমাদের মাথায় তুলে রাখা উচিত। ক্রিকেট ক্রিকেট করে গোটা দেশ পাগল। তাই এই প্রতিযোগীর মুল্যায়ন হবে কিনা সন্দেহ আছে। এর আগেও কিছু অর্জন ধুলায় মিশে গেছে!

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

খোলা মনের কথা বলেছেন: গত ২১ তারিখ দেশে ফিরেছে হাসিব হলি। মা, বাবা, বন্ধুবান্ধব'রা আভ্যর্থনা জানিয়েছে। নেই কোন সরাকারী আভ্যর্থনা।
দেশের ভিতর সকল প্রতিভাকে সমানভাবে দেখা হোক।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য। শুভ কামনা রইল

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: থ্যাংক ইউ খোলা মন ভাই। নতুন লেখা ব্লগে দেব। তবে এখন প্রিন্ট মিডিয়ার কয়েকটা লেখা নিয়ে ব্যস্ত আছি তো। একটু দেরি হতে পারে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

খোলা মনের কথা বলেছেন: অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আবুহেনা ভাই। ভাল থাকবেন সবসময়...

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।

:)

আর জানানোয় আপনাকে শুভেচ্ছা

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

খোলা মনের কথা বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


হলি'কে অভিনন্দন।

"তার স্লোগানটিও চোখে পড়ার মত ‘MY Body is for my Country’। "

-এটা কি ঢাকা মেডিক্যালের উদ্দেশ্যে বলেছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

খোলা মনের কথা বলেছেন: হাহাহা দারুণ বলেছেন ভাই।

একটি কথার উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে। শরীরগঠন প্রতিযোগীতায় যে অবদান সেটি দেশের জন্য করতে চাই, অর্থটি মনে হয় এটা। ভিন্নও হতে পারে। ধন্যবাদ আপনাকে

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

জগতারন বলেছেন:
‘MY Body is for my Country’
দেশ প্রেম ও দেশের জন্য এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে!
অভিন্দন হাসিব হলি-এর প্রতি ও সুভেচ্ছা খোলা মনের কথা-এর প্রতি।
এ খবরতি আমাদের সামনে আনার জন্যে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

খোলা মনের কথা বলেছেন: আপনাকে ও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। স্লোগানটি তার ফেসবুক থেকে সংগ্রহ....

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

জগতারন বলেছেন:
-এটা কি ঢাকা মেডিক্যালের উদ্দেশ্যে বলেছেন?

বাকা কথা ও ন্যাকামো কথা কি আর যাবে না? @ চাঁদগাজী

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

খোলা মনের কথা বলেছেন: হাহাহা। সবাইকে বলতে দিন.... সকলের কিউরিসিটি এক রকম না

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাংলাদেশের একজন কিন্তু মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা জিতেছিলেন। কুমিল্লায় জন্ম এখন কলকাতায় থাকেন। সবচেয়ে কম হাইটে মিস্টার ইউনিভার্স হবার রেকর্ড উনার দখলে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৮

খোলা মনের কথা বলেছেন: তার সম্পর্কে বিস্তারিত লিখলে ভাল হতো। জানতাম না।

বাংলাদেশী বংশভুত নিয়ে অনেক কথা বলেছি আপনি মনে হয় দেখেননি। তিনি বাংলাদেশের কথা মনে করে??? যদি না করে তাহলে আমাদের তার নিয়ে মাথা ব্যাথা করার মানে হয় না....ধন্যবাদ আপনাকে

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-)) হাসিব ভুল স্লোগান দিয়েছে সেই জন্য সে কোন সহযোগিতা পায়নি। তার স্লোগান হওয়া দরকার ছিল "I'm donating my body to the Great Father" জানিনা স্লোগান ঠিক মত হয়ছে কিনা কিন্তু বিশ্বাসীদের জন্য ইহা নিদর্শণ স্বরুপ।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১২

খোলা মনের কথা বলেছেন: আপনি হাসিবের সাথে দেখা করে স্লোগানটি মুখস্থ করায় দিতে পারেন। তাতে যদি কিছু সরকারী কিছু অনুধান পাওয়া যায়।

ধন্যবাদ মজার মন্তব্য করার জন্য

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১১

সুমন কর বলেছেন: বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।

যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

খোলা মনের কথা বলেছেন: কর্তৃপক্ষের সুদৃষ্টি উদয় হোক। ধন্যবাদ আপনাকে

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বিষয় অালোচনা করেছেন।

শুভেচ্ছা

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

খোলা মনের কথা বলেছেন: আপনার প্রতি শুভকামনা রইল। ভাল থাকবেন সবসময়

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
অনেক সুন্দর পোষ্ট দিয়েছেন সে জন্য এটা আপনাকে দিলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

খোলা মনের কথা বলেছেন: সাথে ঐ গুলো গ্যাং দিয়ে দিয়েন। ওটা বয়ে নিয়ে যাওয়ার মত শক্তি আমার নেই।

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।এখন বিষয়টি যাদের চোঁখে পড়া দরকার তাদের চোঁখে পড়লেই হল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১

খোলা মনের কথা বলেছেন: কর্তৃপক্ষের সুদৃষ্টি উদয় হোক। ধন্যবাদ আপনাকে

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: হাসিব হলিকে অভিনন্দন!:)

১০ নং মন্তব্যে সত্যের ছায়া ভাই দারুন একটা স্লোগানের কথা বলেছেন!:):)

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

খোলা মনের কথা বলেছেন: হাহাহা। উনার স্লোগানটি নাইস মার্কা। আমার ও ভাল লেগেছে আর তার জন্য একটা দায়িত্বও দিয়ে দিলাম জোর করে। আশা করি তিনিও সে দায়িত্ব যথাযথ পালন করবেন....

সুন্দর মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ ভাই

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

ভাবুক কবি বলেছেন: অভিনন্দন এমন পতাকাধারীকে

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০১

খোলা মনের কথা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুসংবাদটি জানানোর জন্য ।
বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জল করার জন্য হাসিব হলি'কে আন্তরিকভাবে অভিনন্দন।

শুভেচ্ছা রইল

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

খোলা মনের কথা বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আলী ভাই। ভাল থাকবেন

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

ধ্রুবক আলো বলেছেন: দেশীয় পৃষ্ঠোপোষকতার কারনে মূল্যায়ন হলোনা জলন্ত প্রতিভার,..!!!

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৬

খোলা মনের কথা বলেছেন: এর আগে অনেক প্রতিভা নিভে গেছে সুদৃষ্টির অভাবে। দেশের এই প্রতিভার দিকে সুদৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

ঢাকাবাসী বলেছেন: হাসিব হলিকে আমাদের অভিনন্দন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৯

খোলা মনের কথা বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.