![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব। এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাছে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন।
তিন বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি দমন কমিশন (আকসু) কে না জানানোয় এই সাজা পেলেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। সুত্র: দি ডেইলি স্টার
রাজনীতির বলি হলো বলে মনে হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশের সকল স্তরের মানুষসহ প্রতিটা ক্রিকেট খেলোয়াড়ের উচিৎ সাকিবের পাশে দাঁড়ানো। ক্রিকেট মানে আমরা সাকিব, তামিম, মুশফিক বুঝি। বিসিবিতে পাপনের জন্ম এদের হাত ধরে। পাপনের জন্ম প্রতিদিন হয় কিন্তু একজন সাকিব আল হাসান শতবছরে একজন হয়। বাঙ্গালীরা পাপনকে চাইবে না কোন কালে, সাকিবকেই চাইবে।
ছবি: ইন্টারনেট
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
খোলা মনের কথা বলেছেন: বিশ্বের অসংখ্য ক্রিকেটারদের কাছে ম্যাচ পাতানোর অফার যায় কতজনই বা এগুলো আইসিসি কে জানাই। অধিকাংশ এগুলো ইগনোর করে খেলায় মন দেয়। সকল দেশের ক্রিকেট বোর্ড নিজ ক্রিকেটারদের বাচাঁনোর চেষ্টা করে আর বিসিবি স্বয়ং পাঠার বলি দিয়ে দিলো। খুবই দু:খজনক
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
Sujon Mahmud বলেছেন: এভাবেই দেশের ক্রিকেট নষ্ট হয়ে যাবে।আশরাফুল গেছে,এখন সাকিব যাচ্ছে।
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
খোলা মনের কথা বলেছেন: রাজপথের নোংরা রাজনীতি মাঠে আসলে যে ফলাফল হয়। নেতারা যেখানে যাবে সেখানেই তো এগুলো করবে। রক্তের স্বভাব। কয়লা ধুলে ময়লা যায় না
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
আরোগ্য বলেছেন: লীগে যাওয়ার প্রতিফল।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪
খোলা মনের কথা বলেছেন: দু:খজনক....
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: সাকিবের জন্য আমার ভীষন খারাপ লাগছে।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬
খোলা মনের কথা বলেছেন: এটি শুধু সাকিবের নয় দেশের ক্রিকেটের উপরও প্রভাব পড়তে পারে।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০
কিরমানী লিটন বলেছেন: শিকারী যখন শিকার.... শিকারী যখন শিকার....
https://m.facebook.com/story.php?story_fbid=435159790473679&id=155708098418851
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭
খোলা মনের কথা বলেছেন: ওটা সাকিবের নিতান্ত ব্যাক্তিগত ব্যাপার....
৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩
ইশতিয়াক হাসান বলেছেন: খুব মিস করবো ,সাকিব কে
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
খোলা মনের কথা বলেছেন: আমি আপনি বা শুধু আমাদের দেশ নই সারা ক্রিকেট বিশ্ব তাকে মিস করবে
৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: অপ্রত্যাশিত ।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২
খোলা মনের কথা বলেছেন: সাকিবের মত অভিজ্ঞ প্লেয়ারের দিয়ে আমরা কেউ এমন আশা করেনি... দু:খজনক
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
জুন বলেছেন: খুবই দুঃখজনক ।