![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
# গরীব মায়ের ঘরে আজ দুপুরে রান্না হয়নি। ছোট ছোট বাচ্চাগুলো গেছে খেলা করতে। মা রাগ রাগ মুখ করে আছে, যেন বাচ্চাগুলো এসে খাবার চাওয়ার সাহস না পাই। মায়ের ভয় বাচ্চাগুলো ফিরে এসে খাবার চাইলে কি বলবে? আর বাচ্চাগুলো মায়ের রাগ দেখলে আর খাবার চাইবে না। এতে যদি একবেলা পার করে দেওয়া যায়....
# গ্রাম থেকে এক বাবা তার প্রতিবন্ধী সন্তান নিয়ে মাঝে মাঝে ঢাকা শহরে ভিক্ষা করতে আসে। প্রতিবন্ধী সন্তান কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, মুখ দিয়ে সবসময় লালা ঝরে, মাঝে মাঝে জোরে চিৎকার দিয়ে ওঠে ইত্যাদি। বাবা তার সন্তানকে কোলে বসিয়ে শহরের বড় বড় মসজিদগুলোর সামনে সাহায্য চাই। তারা নামাজ না পড়লেও বাবা তার প্রতিবন্ধী সন্তানকে টুপি পাঞ্চাবী-পাজামা পাগড়ী পরিয়ে দেয়, বাবাও সেগুলো পরে তারপর মসজিদের সামনে বসে....
# অফিসের ম্যানেজার বা বস লেভেলের যারা থাকে তারা সবসময় একটু কঠিন ধরনের হয় (সকলে না তবে অধিকাংশ)। কখন তার অধীনস্থ কর্মচারী, কর্মকর্তাদের সাথে হেসে কথা বলতে হয়, কখন কঠিন মুখ করে বিভৎস চেহারা তৈরি করে কথার গুলি ছুড়তে হয় তারা এই ব্যপারে খুবই দক্ষ। তাদের নিজেদের সর্বেসর্বা মনে করে, তারা ভাবে আমাদের কোন ভুল নেই। অফিসে একটি ফালতু প্রবাদ বাক্য আছে "boss is always right".....
# যারা গনতন্ত্রের কথা বারবার বলে তারা বিরোধীদল, আর যারা আইন আর সংবিধানের কথা বারবার বলে তারা সবসময় সরকারীদল হয়। আইন আর সংবিধানের কথা বলে সরকারীদলগুলো সব সময় বেআইনী কাজ করে বেড়ায়, কোনোটা আইনের বাইরে চলে গেলেও তারা নতুন আইন বা সংবিধান তৈরি করে সেটা বিশুদ্ধ করে নেয়। অনেকটা পাপ করে গঙ্গা স্নান এর মত। আর বিরোধীদলও গনতন্ত্রের কথা বারবার বলে সরকারীদল হতে চাই। সরকারীদল হলে তারাও আইন আর সংবিধানের কথা শুরু করে। সাধারন জনগন বিভ্রমের মত ঐ চক্রের ভিতর ঘুরপাক খায়। তারা জানে না গনতন্ত্র, আইন, সংবিধান এই তিনটি জিনিস কোনদিন একসাথে হয় না......
০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
খোলা মনের কথা বলেছেন: এগুলোই আমাদের জীবন.... সহজ জীবনে কঠিন অবলম্বন.....
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: এইসব নিয়েই সমাজ। এভাবেই আমাদের বেঁচে থাকতে হয়।