![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
এরশাদ সাহেব রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার মামলায় ঢাকার বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার অভিযোগ ওঠে এরশাদের বিরুদ্ধে। যদিও হাইকোর্ট পরে মামলা বাতিল করে দেয়।
আমাদের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের ঘড়ি নিয়ে বর্তমান সময়ে খুব তোড়পাড় চলছে। যদিও কাদের সাহেব নিজের অর্থে ক্রয় করেনি দাবী করে বলেছেন ঘড়িটি তিনি উপহার পেয়েছেন। ২০১২ সালের জুনে হালনাগাদকৃত তোশাখানা বিধি ১৯৭৪ অনুযায়ী উপহারসমূহ যথাসময়ে তোশাখানায় জমা দেওয়া বা ঐ পরিমান অর্থ জমা দেওয়া আইন আছে। যদিও টিআইবি এই প্রশ্ন করেছেন কাদের সাহেবের কাছে। দেখা যাক এখন কাদের সাহেব কি জবাব দেন ও আইনত সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের মত কোন মামলা বা কারাদন্ড হয় কিনা।
সব থেকে বড় কথা বর্তমানে প্রধানমন্ত্রী দূর্নীতিতে জিরো টলারেন্স ঘোষানা দিয়ে শুদ্ধি অভিযানে নেমেছেন। সেই শুদ্ধি অভিযান কাদের সাহেবের প্রতি কেমন আচরন করে এটা দেখার বিষয়....
লিংক
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
খোলা মনের কথা বলেছেন: সরল মন্তব্য....
মহা হাইজাকারদের ও হাইজাকারেরা ভয় পায়.... হাইজাকারেরা কাদের সাহেবদের নাগাল কোনদিন পায় না
২| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই
অপেক্ষায় পুরো জাতি
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
খোলা মনের কথা বলেছেন: টিআইবি জানতে চেয়েছে...দেখি কাদের সাহেব কি উত্তর দেন
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘড়ির দাম কত? আইনে একটুখানি ফাঁক আছে। ৩০ হাজার টাকা পর্যন্ত মূল্যের গিফট ব্যক্তিগতভাবে নেয়া যাবে। সবগুলো গিফটের মোট মূল্য, নাকি আলাদা আলাদা গিফটের মূল্য ধরা হবে, এটা আইনে উল্লেখ নেই মনে হয়। সে কারণে তিনি ওগুলো ব্যক্তিগত সংগ্রহে রেখে থাকতে পারেন। তবে, তার প্রাপ্ত ঘড়ির মূল্য নিশ্চয়ই অনেক বেশি হবে।
সরল বিশ্বাসে এগুলো জমা না করে থাকলে (হয়ত-বা ভুলে গিয়ে থাকতে পারেন, এমনও হতে পারে যে আইনটা হয়তা তাঁর জানা ছিল না) এখন জমা দিয়ে দিলেই বিতর্ক শেষ হয়ে যাওয়া ভালো। অথবা, তিনি হয়ত আইন অনুযায়ী ৩০ হাজার টাকার অতিরিক্ত টাকা তোশাখানায় জমা দিয়ে দেবেন, যদি তিনি ঘড়িগুলো নিজের সংগ্রহে রাখতে চান।
আমার ধারণা, আমি যা লিখলাম, তার ব্যাখ্যা বা অ্যাকশন- এর মধ্যেই হবে; এর বাইরে হওয়াটা ঠিক হবে না।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮
খোলা মনের কথা বলেছেন: ঘড়ির দাম ৩০ লাখের নিচে না মনে হয়... কাদের সাহেব আইন কানুন সবই জানেন তারপরও এতো টাকার উপহার তোশখানায় জমা না দিয়ে বা ঐ পরিমান অর্থ জমা না দিয়ে হাতে পরে আছেন। তিনি একজন মুন্ত্রী ও একটি বড় দলের সেক্রেটারি হয়ে এমন ভুল কেমন করে করলেন। তোশখানায় উপহার জমা দিক আর না দিক বড় মাপের রাজনীতিবিদ হয়ে এমন ভুল করার জন্যই বড় শাস্তি হওয়া উচিৎ
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩২
একাল-সেকাল বলেছেন:
হু মু এরশাদের কিন্ত কারাদণ্ড হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন ।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯
খোলা মনের কথা বলেছেন: ৩ বছর হয়েছিল। যদিও পরে তা হাইকোর্ট বাতিল করে দিছিল....কাদের সাহেবের বেলায় কি হয় দেখা যাক
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: দেখাযাক কি হয় !
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪১
খোলা মনের কথা বলেছেন: কিছুই হবে বলে মনে হয় না.... কিছু দিন কানাঘুষা তারপর লাউ কদু
৬| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৯
কনফুসিয়াস বলেছেন: আইনের রক্ষক সেই কবে থেকেই ভক্ষক হয়ে গেছে। এখানে বিষ্ময়কর কিছু প্রত্যাশা করলে তা বোকামি বই আর কিছুই হবে না।
উনি যদি এতটাই সৎ ও যোগ্য হতেন, তাহলে সিংগাপুর থেকে আসার পর দেশের মানুষের দায় মেটাতেন, সংবাদ সম্মেলনে ফাঁকা বুলি আওড়াতেন না।
ফাটাকেষ্টগিরি রাস্তায় দেখানো যায় যেখানে পরিবারের কেউ থাকেনা, ঘরে ফাটাকেষ্টগিরি দেখাতে নিজের আত্মসম্মানবোধ, মনুষ্ত্ববোধ ও সঠিক মানবিক শিক্ষা থাকা লাগে, যার অভাব এদের প্রতিটি পদক্ষেপে দেখতে পাই।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
খোলা মনের কথা বলেছেন: তোশখানায় উপহার জমা দিক আর না দিক বড় মাপের রাজনীতিবিদ হয়ে এমন ভুল করার জন্যই বড় শাস্তি হওয়া উচিৎ। কারন তিনি বর্তমান সরকারী দলের সেক্রেটারি ও একজন মুন্ত্রী।
ফাটাকেষ্ট ফোকসে আসার জন্য একসময় বারবার খবর তৈরি করতো। বাংলার মানুষ তাকে জনদরদী ভাবা শুরু করেছিল। আস্তে আস্তে মুখোশ উম্মচন হয়েছে যদিও ফাটাকেষ্ট তার লক্ষ্য পৌছে গেছে
৭| ১১ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ঘটা করে কেউ রাষ্ট্রীয় উপহার দেয় নি।
রাষ্ট্রীয় উপহার হিসেবে পদ উল্লেখ করেও ওনাকে দেয়া হয় নি।
সে রকম কিছু হলে রাষ্ট্রের তোষাখানায় জমা দিতে হয়।
ওনাকে দিয়েছে বিদেশ ফেরত নোয়াখাইল্লা কেউ, বা দলের পান্ডা কেউ। রাষ্ট্রীয় উপহার হিসেবে তো দেয় নি।
উনি নিজেই আগ বাড়িয়ে বলেছেন তাই সবাই জানতে পারলো।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬
খোলা মনের কথা বলেছেন: বিদেশ ফেরৎ বা দলের গুন্ডা পান্ডা এতো টাকার ঘড়ি উপহার দেওয়ার মত সামর্থ রাখলে গুন্ডা পান্ডার আয় কতো?? এমনি এমনি দিয়েছে বলে মনে হয় না
৮| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে ক্ষমতায় থেকে উপঢৌকন গ্রহণ করার কারণে কারাদণ্ড বা শাস্তি হয় একমাত্র বেকুবের | ওবায়দুল সেই রকম বেকুব বলে কি আপনার মনে হয় ?
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
খোলা মনের কথা বলেছেন: এখন রাস্তার টুকায় থেকে শুরু করে সাংসদ সবাই চতুর। কাদের সাহেব সেই দিক থেকে চতুরদের উস্তাদ। তার আলমারি খুজলে এমন ঘড়ি আরও ডজন খানেক পাওয়া যেতে পারে। পেলেও তিনি সুফি হয়ে থাকবেন....
৯| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: শুদ্ধি অভিযান তো কবেই থেমে গেছে।
আর এরকম ঘড়ি সবার কাছে ৮/১০ টা আছে।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫১
খোলা মনের কথা বলেছেন: তাহলে তো কাদের সাহেবের আর ভয় থাকার কথা না.....
১০| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
মোঃমোজাম হক বলেছেন: সরকারী লোক যে টপ টু বোটম অনাচারে নিমজ্জিত, এটা তার জ্বলজ্যান্ত উদাহরন।
এগুলো উপহার ছিলোনা,
ছিল কোন কাজ বা পদ ভাগিয়ে নেয়ার জন্য ঘুষ।
তার নেত্রী শেখ হাসিনা কাঠের চশমা দিয়ে এগুলো কখনো দেখতে পায়না।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
খোলা মনের কথা বলেছেন: কাজের বিনিময়ে উপহার, অনেকে এমন মনে করছে। এগুলো বাংলাদেশে সাধারন ব্যাপার
১১| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮
নীল আকাশ বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে ক্ষমতায় থেকে উপঢৌকন গ্রহণ করার কারণে কারাদণ্ড বা শাস্তি হয় একমাত্র বেকুবের | ওবায়দুল সেই রকম বেকুব বলে কি আপনার মনে হয় ? - ১০০০% স হ ম ত।
এর চেয়ে ত্যাঁদর দেশে আর কেউ আছে নাকি?
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
খোলা মনের কথা বলেছেন: রাজনীতিতে ত্যাঁদড় বাদ দিলে নেতা কত জন পাওয়া যাবে?? সময়ের সাথে সাথে ত্যাঁদড়ামী পরিবর্তন হয়ে ডিজিটাল স্মার্ট ত্যাঁদড়ামীতে এসে দাড়িয়েছে
১২| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩
নূর আলম হিরণ বলেছেন: উনি ঘড়ি দিয়ে কি করেন? উনার সময় বলে দেওয়ার জন্য আশেপাশে অনেক লোক থাকে।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩
খোলা মনের কথা বলেছেন: এদেশে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসে মানুষ গুরুত্ব দেয় বেশি।
১৩| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাহলে তো কাদের সাহেবের আর ভয় থাকার কথা না.....
এইসব সামান্য ব্যাপার নিয়ে উনি মোটেও ভয় পাবেন না। ভয় পাওয়ার কি আছে। বিদেশে গাড়ি বাড়ি আর টাকা যাদের আছে তাদের চোখে দেখেন না?
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬
খোলা মনের কথা বলেছেন: এখন দেশে অনেক কিছু দেখে ও না দেখে থাকতে হয়, অনেক কিছু বুঝে না বুঝে থাকতে হয়, শুনে ও না শুনে থাকতে হয়। সাধারন মানুষের বেলায় এগুলো মেনে চললে ঠিক আছে, অসাধারনদের বেলায় আলাদা....
১৪| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩
ঢাবিয়ান বলেছেন: ক্যাসিনো সাইদ ও তার স্ত্রী নির্বাচন করছে!!! এই হল এই দেশের শুদ্ধি অভিযান এর ফলাফল।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯
খোলা মনের কথা বলেছেন: গত ১০-১৫ বছরে কাদেররা যে দূর্নীতি করেছে সেটা ১০০ বারও শুদ্ধি অভিযান করলেও শুদ্ধি হবে না। শুদ্ধি অভিযান হলো সাগরে বড়শি ফেলে চুনোপুটি ধরার মত.....
১৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫২
সোহানী বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: উনি ঘড়ি দিয়ে কি করেন? উনার সময় বলে দেওয়ার জন্য আশেপাশে অনেক লোক থাকে।.
হাহাহাহাহাহা.................
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২
খোলা মনের কথা বলেছেন: ঘড়ি শুধুই সময় দেখার জন্য না ঘড়ি একটি মানুষের ব্যক্তিত্ব বহন করে। তবে ঘড়ি যদি আদিক্ষেতার রুপ নেয় তাহলে মানুষ সেটা ভাল চোখে দেখবে না এটা স্বাভাবিক। যে দেশের মানুষ না খেয়ে থাকে, দু বেলা খাওয়ার জন্য সকাল থেকে ছেলে মেয়ে উভায় গার্মেন্টস ফ্যাক্টারি রাস্তার ইট ভাঙ্গা দিন মজুর কাজ করে সেই দেশে যদি কাদের সাহেব লাখ টাকার ঘড়ি হাতে দিয়ে দেশপ্রেম, জনগনের প্রতি অগাত ভালবাসা, মানুষের উন্নয়নের জন্য দিনরাত কাজ করছি ইত্যাদি কথা গুলো আওড়ায় তাহলে সেগুলো বেশ বেমানান.....
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
উনি হাইজাকার হাতে পড়বেন