![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন জীবনের সন্ধানে যুদ্ধ চালিয়ে যাচ্ছি জন্মলগ্ন থেকে কিন্তু সে আমায় এতটায় অপছন্দ করে যে আমার থেকে ১০০ কিমি দূরে থাকে। জানিনা তার সন্ধান পাবো কিনা। তবে আমি তার পিছু নিয়েছি, তাকে যে আমার পেতেই হবে!!!
আইইডিসিআর জানিয়েছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। আক্রান্ত দুইজন একই পরিবারের। তারা ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। অন্যজন মাত্র ৯৯ডিগ্রী তাপমাত্রায় সন্ধেহে আইসল্যুশনে রাখার পর করোনা ধরা পড়ে। সকলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের জন্য এটি একটি ভয়ানক খবর। বিশেষ করে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য। সকলেই খুব সতর্ক হওয়া জরুরী হয়ে পড়েছে। সচেতনার সাথে সাথে মহান সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য প্রার্থনা করি
সাবধানতার জন্য যা করতে পারি:
★ প্রত্যেকে সাবান পানি দিয়ে বারবার হাত পরিষ্কার করুন।
★ প্রয়োজন ছাড়া হাত মুখে ,চোখে, নাকে লাগাবেন না।
★ হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করুন ।
★ অধিক মানুষ আছে এমন স্থান পরিহার করুন।
★ মাস্ক ব্যবহার করুন। যদিও এই ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করলে খুব বেশি ফায়দা হয় না , যতটা কার্যকর হয় সাবান পানিতে ভালোভাবে ও সঠিক পদ্ধতিতে হাত ধৌত করলে। তবুও এই সুযোগে এই মুহূর্তে বাংলাদেশের লোভী ও অসাধু ব্যবসায়ীরা মাস্ক এর দাম বাড়িয়ে দিয়েছে।
★ হ্যান্ডশেক ও কোলাকুলি পরিহার করুন।
★ আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করুন ।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫
খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশের মত ঘনবসতি ও অনুন্নত চিকিৎসা ব্যাবস্থা দেশের জন্য ভয়ানক সংবাদ
২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
ম্যাড ফর সামু বলেছেন: আসল সত্যি কি আমরা জানতে পারবো।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬
খোলা মনের কথা বলেছেন: বর্তমানে ৩ জন করোনাতে আক্রান্ত এটি আসল সত্যি। আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। আর হেলাফেলা করার সুযোগ নেই
৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক তবু স্বীকার করলো!
মেডিক্যাল সংশ্লিষ্ট কয়েকজন বললো সংখ্যা কয়েক শ ছাড়িয়ে গেছে !!!!!!!!
কে জানে সত্য কি?
সতর্কতা আর আল্লাহর রহমত কামনা ছাড়া আর কিছু করার নেই।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২
খোলা মনের কথা বলেছেন: আল্লাহ রহমত দান করুক।
খবরটি শুনে ভয় ভয় করছে। আমাদের সচেতন হতে হবে ও সকল জনসাধারনকে সচেতন করা ছাড়া উপায় নাই। ঢাকায় এতো ঘনবসতি আল্লাহ না করুক এখানে জ্যামিতিক হারে আক্রান্ত হবে
৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো
জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ
গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে
এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৪
খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্ধশিক্ষিত আর অশিক্ষিত। সচেতনা কি সেটাই বুঝে না। আল্লাহ হেফাজত করুক
৫| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: হায় হায়--------
আল্লাহ রক্ষা করো।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৫
খোলা মনের কথা বলেছেন: সতর্ক থাকা আর দুআ করা ছাড়া কোন পথ দেখছি না। কি যে হবে.... নিজেরই ভয় শুরু হয়ে গেছে।
৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২১
কৌতুহলী বয় বলেছেন: আল্লাহ প্রিয় বাংলাদেশ কে হেফাজত করুক ।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৩
খোলা মনের কথা বলেছেন: অবশ্যই করবেন সেই দোআ করি। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে ও অন্যদের সচেতন করতে হবে।
৭| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তুমি রহম করো
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৬
খোলা মনের কথা বলেছেন: আল্লাহতালা অবশ্যই আমাদের প্রতি সহায় হবেন। নিজেরা সতর্ক থাকি আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি
৮| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আল্লাহর রহমত ছাড়া বাংলাদেশের জনগনের বাঁচার কোন আশা নেই।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৯
খোলা মনের কথা বলেছেন: আল্লাহ তালা রহম করবেন। তা না হলে বাংলাদেশের মানুষ জ্যামিতিক হারে আক্রান্ত হবে
৯| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪১
আসোয়াদ লোদি বলেছেন: রোগীর যথাযত চিকিৎসা নিয়ে সরকারের আন্তরিক হওয়া উচিৎ।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৬
খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশে উপযুক্ত চিকিৎসা ব্যাবস্থা নেই। বিশেষ করে চিকিৎসকদের জন্য এটি মারাত্বক ঝুকিও। এমন ঝুকি নিয়ে কতজন ডাক্তার আন্তরিক হয়ে চিকিৎসা দিবেন সেটিও খুবই গুরুত্বপূর্ন।
১০| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
এই ৩ জনের সাথে একই প্লেইনে যারা এসেছে, তাদের অনেকেই কয়েকদিনের মাঝে আক্রান্ত হতে পারে।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯
খোলা মনের কথা বলেছেন: একই প্লেনে যারা এসেছে, তাদের স্বংস্পর্শে যত পারিবারিক লোক, প্রতিবেশি, আত্বীয়স্বজন ছিল তারা আক্রান্ত হতে পারে। আক্রান্ত সংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশ খুবই বিপদজনক আবস্থায় পড়ে যাবে।
১১| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
এই পোষ্টে প্রতিট কমেন্টে আল্লাহের রহমত চাওয়া হয়েছে; এই ৩ জনের করোনা হওয়া কি আল্লাহের রহমত নয়? রহমত তো শুরু হয়েছে সবে মাত্র, আরো দরকার?
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭
খোলা মনের কথা বলেছেন: আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী না হতে পারেন, সবাই তা নন। সবাই আপনার মতো হবে বা সবার মত এক রকম হবে এটি আশা করা ঠিক না। আমি নিজেও সৃষ্টিকর্তায় বিশ্বাসী।
১২| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কি আশ্চর্য! মানুষ এই ভাইরাসের আক্রমণ থেকে পালিয়ে বাঁচতে অবশেষে কোথায় আশ্রয় নেবে? পুরো পৃথিবী তবে কি মানুষের জন্য অনিরাপদ আবাসস্থলে পরিণত হল? তাহলে মানুষ কি পরোক্ষে এটা স্বীকার করে নিচ্ছে যে মানুষ আসলে খুবই অসহায়? আসলে কোথাও তাদের পালিয়ে বাঁচার জায়গা নেই?
০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪০
খোলা মনের কথা বলেছেন: মানুষ আসলেই খুবই অসহায়। কোন মহামারি, রোগশোকে আক্রান্ত হলে বুঝা যায় মানুষ কত অসহায়। এই প্রযন্ত প্রায় ১২২ টা দেশে করোনায় আক্রান্ত। সারা বিশ্ব হতে আর বাকি কি। দেখা যাক শেষ প্রযন্ত কি হয়
১৩| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "লেখক বলেছেন: আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী না হতে পারেন, সবাই তা নন। সবাই আপনার মতো হবে বা সবার মত এক রকম হবে এটি আশা করা ঠিক না। আমি নিজেও সৃষ্টিকর্তায় বিশ্বাসী। "
-আমি সৃষটিকর্তায় বিশ্বাসী; সৃষ্টিকর্তা যদি রোগশোক ভালো করতে পারতেন, উনি রোগে কোন মানুষকে মরতে দিতেন না; একজন মায়ের বাচ্চা মারা গেলে, মা যেই কষ্ট পান, আল্লাহ কি এই কষ্ট দিতে চান? মানুষের বেকুবী ধারণা হলো, উনি রোগশোক দেন, রহমত দেন; উনি কইছু দেন না, কিছু নেন না
০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২
খোলা মনের কথা বলেছেন: আপনি কোন সৃষ্টিকর্তায় বিশ্বাসী সেটি আমার জানা নেই তবে আমি মহান আল্লাহ পাকের অস্থিত্বে বিশ্বাসী। যেহেতু তার অস্থিত্বে বিশ্বাসী তাই তার কিতাব, ধর্মে আমি অগাত বিশ্বাস রাখি।
তিনি বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। [আল-বাক্বারাহ ১৫৫]।
আবার আপনার কথায় যদি বলতে হয় তাহলে সৃষ্টিকর্তা বলেন "তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।" [সূরা আশ-শুরা ৪২, আয়াত ৩০] ।
আমার কাছেও অনেক কিছুই বেকুবী লাগে, সব ধারনা সঠিক এটি ভাবার কোন কারন নেই। যে যেমন আছে তেমন থাকতে দিন।
১৪| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:০৪
সুপারডুপার বলেছেন:
এ উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল, মন্দিরে পূজার আয়োজন করা হোক !!! মিলাদের তবারক ও পূজার প্রসাদ খেয়ে বাংলাদেশ থেকে চিরতরে করোনা ভাইরাস তাড়ানো হোক!!! পাশাপাশি কিছুজন হুজুরের কাছে থেকে তদবীর তাবিজ-কবচ নিয়ে শরীর ও ঘর বন্দও করে ফেলতে পারেন !!!
০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫
খোলা মনের কথা বলেছেন: বিষ্ঠা যত নাড়াচাড়া করা হয় তত দূর্গন্ধ বের হয়। আমি এগুলো নাড়াচাড়া করতে পছন্দ করি না
১৫| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৭
ঢাবিয়ান বলেছেন: প্রতিটি দেশেই বিভিন্ন ধর্মাম্বলীর মানুষের বসবাস। যে যার ধর্মনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করাটা যতটা সুন্দর ঠিক ততটাই অসুন্দর নিজ ধর্মকে পাব্লিক প্লেসে নিয়ে এসে কেবল তারই গুনগান করে উল্টো বিধর্মীদের কাছে উপহাসের শিকার হওয়া।
করোনা থেকে বাচঁতে ফেসবুকে ভাইরাল হয়েছে দুই টাইপের পোস্ট। একটি হচ্ছে গোবর ও গোমুত্র গায়ে মেখে করোনা ঠেকানো ও আরেকটি হচ্ছে করোনা থেকে বাচঁতে একটি দোয়ার পোস্ট। দুটি পোস্টই বীপরিত ধর্মের মানুষের কাছে তীব্র উপহাসের শিকার হচ্ছে। এই উপমহাদেশে মানুষ কবে ধর্মকে চার দেয়ালের মাঝে ঠাই দিয়ে পাব্লিক প্লেসে বিজ্ঞানের ভাষায় কথা বলা শিখবে?
১৬| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের শিরোনামটা আমাকে ব্যথিত করেছে।
১৭| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:১২
শের শায়রী বলেছেন: করোনার থেকেও আমার কাছে বাজে ব্যাপার কি হবে জানেন? সামান্য দশ টাকার সার্জিক্যাল মাস্ক হয়ত ৫০ টাকা, চালা, ডাল সহ নিত্যা প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়ে যাবে। করোনায় না মরলেও এভাবে আধা মরা হয়ে যাব।
১৮| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৩:০৮
কানিজ রিনা বলেছেন: মানুষ যখন বিপদে পড়ে সৃষ্টি কর্তার শ্বরন
করে। যেহেতু করনার কোনও প্রতিশেধক
নাই।
চাঁদগাজী বুড়া হয়েছেন আক্কোল বিবেক
অন্তরে ধরুন।
১৯| ১৩ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই (হয়তোবা)।।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩
নেওয়াজ আলি বলেছেন: Sad