![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
১৯৮০ সালের আজকের এই দিন অর্থাৎ ২৩ শে জুলাই আসরের সময়।
সেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছিলাম নানার বাড়িতে।
সেদিন ছিল গোমড়ামুখো আকাশ ঝড়ঝড় বৃষ্টি চারদিকে বন্যার পানিতে থই থই। মুন্সিনানা আজান দিয়েছিলেন আর নানীরা সবাই পেঁয়াজ চিবিয়ে মুখে ফোস্কা তুলেছিলেন। আমি নাকি জন্মর পর মৃতপ্রায় ছিলাম। অবশেষে দাইমা (ধাত্রী) বলেছিলেন পেঁয়াজের রস শরীরে লাগিয়ে দিলেই কান্না করবে। অবশেষে তাই হয়েছিল।
সর্ব প্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি..আলহামদুলিল্লাহ। যিনি রুহের জগতে আমাকে রুহ দান করেছিলেন অতঃপর মায়ের গর্ভে থাকাকালীন সময় সুন্দর দেহের মধ্য তা প্রবেশ করান। আলহামদুলিল্লাহি…শুকরান কাসিরা।
এরপর কৃতজ্ঞতা জানাই আমার পিতা এবং মাতাকে..যারা পৃথিবীর আলো দেখাতে আমাকে জন্ম দিয়েছিলেন। পিতা বিগত হয়েছেন তাই তার জন্য মহান আল্লাহ নিকট প্রার্থনা “হে আমাদের প্রতিপালক তুমি আমার মরহুম বাবার প্রতি আদর,স্নেহ,মমতা এবং সদাচারন করো যেমনটি তিনি জীবিতঅবস্হায় আমার প্রতি করেছেন। মাতার জন্য প্রার্থনা হে মহান প্রতিপালক তুমি আমার মাকে দির্ঘজীবি করো।
বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেইসব বন্ধুদের যারা আমার ফেবুর ওয়াল বন্ধ করে রাখার পরও ইনবক্সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
বেশ কয়েকদিন যাবৎ অনলাইনে এক্টিভ নাই। কারন ব্যবসায়িক ব্যস্ততার জন্য। আজ আমার জন্মদিন সেই কথাটিও খেয়াল ছিলনা! সকালে ঘুম থেকে উঠে দোকান খুলে বসেছি। ঘন্টাখানেক পর থেকেই একের পর এক মেসেজ আসছিল আমার মোবাইল ইনবক্সে। ফেজবুক নোর্টিফিকেশন অন থাকায় আমার আইডিতে যেকোন ওয়াল পোষ্ট,কমেন্ট অথবা ইনবক্সে কেউ মেসেজ দিলেও আমার মোবাইলে ফেজবুক থেকে মেসেজ আসে। মেসেজ দেখেই মনে পড়ে গেল আজ সেই দিন…যেদিন মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবী নামক গ্রহটির বাসিন্দা হয়েছিলাম।
ফ্রেন্ডলিষ্টের যে সমস্ত ব্লগার,ফেজবুকার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ভালোবাসায় ৩৯টি জন্মদিনের শুভেচ্ছার নোর্টিফিকেশন মোবাইল ইনবক্সে এসেছে যার কারনে দিনটি স্মরণ হয়েছে।
আজ তেত্রিশ পেরিয়ে চৌত্রিশে পা দিলাম… জানিনা আর কতদিন এই দিনটির শুভেচ্ছা বার্তা পাব। সকলের কাছে দোয়া প্রার্থনা করি যে কটা দিন বেঁচে থাকি যেন ঈমানের সাথে এবং আল্লাহর নেক বান্দাহ হয়ে থাকতে পারি।
*ষ্ট্যটাসটা যখন লিখছি তখন ২৩ তারিখ প্রায় শেষ... আর কিছুক্ষণ পরেই ২৪ শে জুলায়ের আগমন ঘটবে, তার পরেও লিখছি... যেন অনেকটাই দায়বদ্ধ হয়ে গেছি অনলাইনের বন্ধুদের ভালোবাসার কাছে...
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা...
একজন আরমান ভাই।
আলহামদুলিল্লাহ...বেশ ভালই আছি।
ব্যবসায়িক ব্যস্ততার কারনে ব্লগে এবং
ফেজবুকে এক্টিভ হতে পারছিনা!!
ইনশাআল্লাহ ঈদের পর এক্টিভ হবো।
২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬
যুবায়ের বলেছেন: ঘুমুতে যাচ্ছি... সেহরীর সময় উঠতে হবে তাই..
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
যুবায়ের বলেছেন: আজকের মত উঠছি...
ঘুমুতে হবে
সময় পেলে আগামীকাল আবার আসবো ব্লগে।
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা যুবায়ের ভাই।
দোয়া করি আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ভালো রাখুন। আমিন।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
আশা করি ভালোই আছেন।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮
বাংলার হাসান বলেছেন: ব্রো ফেসবুকে শুভেচ্ছা জানানোর পর ফোন করব ভাবছিলাম, কিন্তু ঝামেলার কারেন আর ফোন করা হই নাই সরি।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ভাই।
এটাই হচ্ছে হ্রদয়ের টান।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১
আমিনুর রহমান বলেছেন:
আমার ফেবু নাই তাই জানতাম না আপনার জন্মদিনের কথা ।
শুভ জন্মদিন (দেরীতে) যুবায়ের ভাই
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
কেমন আছেন ভাই।
৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
আরজু পনি বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইল।।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।
ভালো থাকুন
শুভকামনা রইলো।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দুর্জয় ভাই।
ভালো থাকুন
শুভকামনা রইলো।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২
মামুন রশিদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই।
আশা করি ভালোই আছেন।
৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১২
তন্ময় ফেরদৌস বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা.. তন্ময় ফেরদৌস ভাই।
আশা করি ভালোই আছেন।
১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০
চেয়ারম্যান০০৭ বলেছেন: আবারো শুভেচ্ছা ও শুভকামনা
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো
চেয়ারম্যান০০৭ ব্রো।
১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
খেয়া ঘাট বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা যুবায়ের ভাই।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো খেয়াঘাট।
আশা করি ভালোই আছেন।
১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: লেখা ভাল লাগলো ...
শুভজন্মদিন
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা..মনিরা সুলতানা আপু।
কি লিখেছি তা নিজেই বুজতারছিনা...অল্প সময়ে লেখা..
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন দোয়া রইলো।
১৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
যুবায়ের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ একজন ঘূণপোকা ভাই।
আশা করি ভালোই আছেন।
১৪| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
বোকামন বলেছেন:
শ্রদ্ধেয় ভাই,
আপনার বিনয়ী লেখাটি খুব ভালো লাগলো।।
অনেক অনেক ভালো থাকুন সবসময়-দোয়া রইলো....।
আস সালামু আলাইকুম।।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
একজন আরমান বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা যুবায়ের ভাই।
আশা করি ভালো আছেন।