![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত এলে এই বুড়ো বয়সেও ফাগুনের আগুন লাগে মনে । ইচ্ছে হয় সেই যৌবনের দিনগুলোর মত হলুদ হলুদ গন্ধে মাতোয়ারা হই , প্রজাপতির মত উড়ে উড়ে বেড়াই , ইচ্ছে করলে পারিও তাই বয়স আমার ইচ্ছের প্রতিবন্ধকতা করে আটকাতে পারেনি কোনদিন , আজো পারবেনা ।
যখনই ভাবি ''''''''''' মনের মুকুরে ভেসে উঠে ৮ই ফাল্গুনের রক্তে ভেজা পিচ ঢালা রাজপথের ৃশ্য । বরকত, রফিকের অসহায় চাহনি আর সেদিনের অক্ষমতা দুটোই বাঁধ সাধে আমায় । তাইতো আর হলুদ পাঞ্জাবী পরিনা , হলুদ চশমাও আর চোখে উঠেনা ।
এ আমার ব্যক্তিগত অভিমত তাই বলে বসন্তে ফুল ফুটবেনা , পাখি গান গাবেনা তরুণ তরুণীরা আনন্দে গা ভাসাবেনা তাতো হয়না ''''''''''''''''''''''''''''''''''''''''''
বাসন্তী শুভেচ্ছা সকল কে
©somewhere in net ltd.