নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zahan

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান

I m a retd. Teacher

জি এম সরওয়ার জাহান › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব বলে কিছুই নেই

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

কথাটা ঠিক । অসম্ভব বলে নেই কোন কথা । টি টুয়েন্টি তে এটা আরও বেশী প্রযোজ্য । তাই বলে এটা কি সম্ভব পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউই ১০ রানের বেশী করতে পারবেনা ! সম্ভব হবে কি দুই দলের যে কোন একজন বোলার এর পক্ষে ডাবল হ্যট্রিক করা এক ইনিংস এ । এখন্ পর্যন্ত এটা হয়নি । দুরাশা এটাকেই বলা হয় । আজকের খেলায় কে জিতবে এটা বড় কথা নয় , যে দল ভালো খেলবে সেই জয়ী হবে । বাংলাদেশীরা বাংলাদেশকে সাপোর্ট করবে এটাই তো স্বাভাবিক তবে সেটা যেন খেলোয়াড় সুলভ সাপোর্ট হয় , কবে কোনদিন পাকিস্তানিদের কে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম আমরা সেটা অন্য কোন নিন্দনীয় বিষয়ে বলা যেতে পারে খেলার মাঠে নয় । আজকের খেলায় অনেক অসম্ভব্ও সম্ভব হবে আবার অনেক সম্ভবও অসম্ভব হয়ে দেখা দেবে । তাই খেলায় অসম্ভব বলে যেমন কিছু নেই তেমনি সম্ভব বলেও কিছু নেই । সম্ভব অসম্ভবের এই সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম ।জয়তু ক্রিকেট ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.