![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দেশের শিক্ষার হার দিন দিন বেড়ে চলছে। আজ
দেশের গরু ছাগলগুলো শিক্ষা নামক সোনার হরিণকে বশে আনতে সক্ষম হয়েছে। পরীক্ষা নামক
ভীতিকে জয় করেছে। শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহন করে তারা আজ ভাল ফলাফল করছে। বলা যায় দেশে শিক্ষার বিপ্লব ঘটেছে। যাদের কল্যাণে, যাদের অক্লান্ত পরিশ্রমের এইফসল এই বিপ্লব তাদের প্রতি অতি সম্মান দেখেতে গিয়ে এই শাবি এর ঘটনা সামান্য গুরু দক্ষিণা মাত্র। অতীতে হাজার অপকর্ম করার ফলে যাদের সোনার ছেলে উপাধী দিয়ে সারাটা জীবন বুক দিয়ে আগলে রাখলেন তারাই কিনা আজকে সেই চিরসত্যটা প্রমান করে ছাড়লো, ছাত্রদের নীতিবোধ শিক্ষা না দিয়ে সব অন্যায়ের প্রশ্রয় দিলে একদিন এই আগুনের বিভৎসতায় নিজেকে ও পুড়তে হয়। আপনাদের সোনার ছেলেদের কাছ থেকে এই সামান্য দক্ষিণা কি আশা করতে পারেন না।
স্যার, পানির বোতল আর ছাতা নিয়ে যতই বৃষ্টিতে ভিজেন কোন লাভ নাই, বৃষ্টি আপনার শরীরের বাইরের আগুন নিভাতে পারবে মনের ভিতরে যেই আগুন সেটা কিভাবে নিভাবেন?
©somewhere in net ltd.