![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী দল, বিরোধী দল একজন আর একজনকে দোষারোপ না করে, নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়ে কাজ করেন। আমাদের দেশকে আর জঙ্গি হিসাবে অন্য দেশের কাছে তুলে ধরবেন না। দেশে আইএস আছে? নেই এবং কখনও ছিল না। এই একটি কথা যদি আপনারা তুলে ধরতে না পারেন তবে অস্ত্রব্যবসায়ী আমেরিকা, রাশিয়া বা আমাদের দাদাদের কাছ থেকে বাচঁতে পারবেন না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মুল হোতা এই সব দেশ বাংলাদেশকে জংগীদের অভয়ারন্য হিসেবে প্রমান করার জন্য তৎপর, তারা যদি কোনমতে একবার প্রমাণ করতে পারে তবে শত চেষ্টা করে ও এই দেশকে রক্ষা করা যাবে না। কি দিয়ে মোকাবেলা করবেন এই সব অস্ত্র ব্যবসায়ীদের।সময় হয়েছে জাতীয় ঐক্যের। দেশের ষোল - সতের কোটি মানুষ জংগিবাদকে ঘৃণা করে, সবাইকে নিয়ে জংগিবাদকে প্রতিহত করুন, হাতে হাত রেখে কাজ করেন, ষোল- সতের কোটি মানুষ এক হয়ে কাজ করলে গুটিকয়েক জারজদের জন্য এদেশ জংগীর আস্তানা হতে পারে না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
বিবর্ণ অনুভুতি বলেছেন: ধন্যবাদ এম আরাফাত মাহমুদ ভাই
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্ষমতার জন্য পাগল সরকার যখন বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় থাকতে চায়- তখন তাদের এইরকম উদ্ভট মিথ্যা প্রোপাগান্ডা দিয়েই চলতে হয়!
তাতে দেশের যে বারটা বাজছে তারা বুঝেও অবুঝের ভান ধরে!
সেই ক্লিনটনের সফর থেকেই শুরু!
আজ সেই বিষ প্রচারণার ফল দেখা যাচ্ছে্
দেশ বাঁচাও মানুষ বাঁচাও শ্লোগানের তাৎপর্য কি এখণো্ মানুষ বুঝতে পারছে!!!! মনে হয় না।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
বিবর্ণ অনুভুতি বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু, যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন বুঝবে কিন্তু কিছুই করার থাকবে না। তাই সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার আফসোস লাগে বাংলাদেশের নাম এখন পাকিস্তান, আফগানিস্তান-এর সাথে থাকবে। কী লজ্জা!
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
বিবর্ণ অনুভুতি বলেছেন: এই একটা আক্ষেপ, আমরা ও আফগানিস্তান ও পাকিস্তান এর মতো ধ্বংসের প্রান্তে
৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৭
হাবিবুর রাহমান বাদল বলেছেন: রাখাল বালকের গল্পটি নিশ্চয়ই মনে আছে। আওয়ামীলীগ জঙ্গী/জঙ্গীবাদ বলে ইসলামী দল ও BNP কে দমন করার চেষ্টা করছে প্রকান্তরে তা আওয়ামীলীগের জন্য বুমেরাং হচ্ছে।
৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৩:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: বর্তমানে এ জঙ্গি শব্দটা নিয়ে দেশ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে টা আমাদের সরকার বাহাদুর একটু টের পাচ্ছে না, পাবেও বা কি করে? দেশকে ভালবাসলেই তো তারা টের পাবে, কষ্ট লাগবে! তাদের ভাব খানা দেখি মনে হচ্ছে দেশেই কিছুই হচ্ছে না! এ জঙ্গি বলে বলে দেশের বারোটা বাজিয়ে ফেলেছে, তা ইতি মধ্যে আমরা দেখতেছি, কিন্তু তারা এখনো চুপ নেই/হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন