![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর জাফর ইকবাল প্রতিবাদ করে বলেছিলেন-
"আমার দুঃখ হয়, যে জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই জয় বাঙলা বলে ছাত্রলীগ শিক্ষকদের পিটালো। এরা যদি আমার ছাত্র হয়ে থাকে, তাহলে গলায় দড়ি দিয়ে আমার মরে যাওয়া উচিত। কারন আমার ছাত্রদের আমি মানুষ করতে পারি নি।”
.
একই মুখে আবার জাফর ইকবাল বলেছেন,
‘ছাত্রলীগের ছেলেরা ‘বাচ্চা’, ওরা হামলা করতে পারে না: এই ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেয়াটা এক ধরনের অন্যায়। যারা তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।’
.
দেখা যাবে কয়েকদিন পর হয়ত গান গেয়ে গেয়ে বলবে,
চাইলে দিয়ে দিবো কলিজার হাফ (স্যারের কলিজা কি বুঝে নিবেন)
ছাত্রলীগের বেলাতে সব দোষ মাফ। মাস্তিতে ফুর্তিতে গলা ছেড়ে গাই
চেতনা থাকলে মজা লুটবে সবাই।
.
‘ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে’, সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারব। প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি বলি, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করব। সম্ভব। আমাদের ছাত্র, আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেব।’
.
স্যার বলেছেন ছাত্রলীগ বাচ্চা আবার হাত বুলিয়ে ঠিক করে দিবেন। সারাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ অসংখ্য শিক্ষককে লান্ছিত করেছেন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে শিক্ষকদের পিটিয়েছে ছাত্রলীগ। বুয়েটের একজন শিক্ষককে আটকে রেখে পেটানো হয়েছে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণিকক্ষে আটকে শিক্ষক পিটিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ শিক্ষক পিটিয়েছে বরিশাল বিএম কলেজে।
সারা দেশে ছাত্রলীগের হাতে গত পাঁচ বছরে কমপক্ষে ৬৫-৭০ জন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন, পিটুনি খেয়েছেন।
এই হিসেবে কিন্তু আপনাদের লাঞ্ছিত হওয়ার বাইরে। সারা দেশে যারা শিক্ষক পিটিয়েছেন তাদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দিতে বলছেন? নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই যদি ‘ফুলগাছে’ পরিণত করতে না পারেন, অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঠিক করে দেবেন, এই বিশ্বাস কি রাখা যায়?
.
মুখে নিরপেক্ষতার বুলি প্রচার করে শেষে কি মন্তব্য করল। অন্যায়কারীর পক্ষে সাফাই গাইল। একটা প্রশ্ন রাখার খুব ইচ্ছা এই ঘটনা যদি ছাত্রলীগ বাদে অন্য কেউ করত তখন কি একই মন্তব্য করতেন ?
বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় ছাত্রদল এবং শিবিরের অনেক ছাত্র গ্রেফতার হয়েছে হারিয়েছে তাদের ছাত্রত্ব। নিরবে অশ্রু ফেলেছে অনেক বাবা মা। তখন আপনি কোথায় ছিলেন
তখন তো বলতে শুনিনি ছাত্রদের নয় বরং তাদের যারা ব্যবহার করছে তাদের শাস্তি প্রদান করুন।
ছাত্রলীগের তো অপরাধের শেষ নেই চাঁদাবাজি শিক্ষক লান্ছিত যৌন নির্যাতন সহ আরো অনেক কিছু তার পরও তারা বাচ্চা আপনার কাছে !
.
আসলে আপনার সম্পর্কে কিছু বলার নেই এক কথায় বলতে গেলে বলতে হয় জ্ঞানপাপী ! "কর্পোরেট জ্ঞানপাপী" আপনি একজন....
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
জাহিদ নীল বলেছেন: Ami chatrolig ba chatrodol karo pokkhaee bolcena.
Bolta chaice onnay ka onnay bola ucet.
But sir ta bolta parcha na
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
ই হক মুরাদ বলেছেন: তার মানে মুক্তিযুদ্বের পক্ষের কথা বলে যে কোন অন্যায় করলেআ মাফ ?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
ই হক মুরাদ বলেছেন: তার মানে মুক্তিযুদ্বের পক্ষের কথা বলে যে কোন অন্যায় করলে ই মাফ ?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
জাহিদ নীল বলেছেন: Sir er kothay tho sai surrr bajtace
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: যারা কথায় কথায় দিবসে কিংবা রজনীতে সজ্ঞানে বা অজ্ঞানে সর্বদা মৌলবাদ, সন্ত্রাস, বিশৃঙ্খলার দুঃস্বপ্ন দেখে মুহুর্মুহু কেপে উঠেন তারা চোখের সামনে সন্ত্রাস অরাজকতা দেখেও স্বামী বিবেকানন্দ সেজে যান, গান্ধীজির অহিংসাবাদের শিষ্য বনে যান। আর তাই যেখানে খোদ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, খোদ প্রধানমন্ত্রী বলেন যে ‘ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে’ সেখানে অধ্যাপক সাহেব নিমিষেই সব কিছু ভুলে গেলেন। ছাত্রলীগের ছেলেরা তার কাছে দেবতুল্য দুগ্ধপোষ্য শিশুসম হয়ে গেলো। এটি প্রমান হয় এখানে যতটুক না ন্যায় নীতি কাজ করে তার চেয়ে বেশি কার্যকরী স্বার্থ ও গরজের আত্মীয়তা। এই ঘটনা যদি অন্য কোথাও ঘটতো এবং ঘটনার কুশলীরা যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে উনার মুখে রবীন্দ্রনাথের সাম্যের বাণী নিঃসৃত না হয়ে কথার তুবড়ি চলতো। ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেওয়া অন্যায় বলে তিনি যেন মার চেয়ে মাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।পাগলেও
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
জাহিদ নীল বলেছেন: Sir ka nia kichu na bolai basi valo hobe hoyto.
Kothay asea na pagol a ki na bolea ar sir tho ..... Mir jafor
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
আরণ্যক রাখাল বলেছেন: ছাত্রলীগ আগাছা| ছাত্রদলের হয়ে সাফাই গাওয়ারও কিছু নেই| ওরা জঙ্গল| বরং ওরা এজন্যই ঘৃণ্য যে মুক্তিযুদ্ধ বিরোধী ওরা| পশুও ওদের চেয়ে ভাল