নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর দ্বীন বিজয়ী হবেই।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

জেনে রাখুন, আল্লাহর দ্বীন বিজয়ী হবেই। আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেননি। আমি বলেছি আল্লাহর দ্বীন বিজয়ী হবেই। আপনি আজকে দাঁড়ি কামিয়ে, টাখনুর নিচে কাপড় পড়ে, বাতিলের পক্ষে কথা বলছেন। ভাবছেন, "আমি গ্রেফতার হয়ে গেলে/মরে গেলে দ্বীনের দাওয়াত কে দেবে?" আপনি মনে করছেন দ্বীন আপনার উপর নির্ভরশীল! ভুল! আল্লাহর দ্বীনের উপর আমরা নির্ভরশীল, আল্লাহর দ্বীনকে আল্লাহ নিজেই সমুন্নত করবেন। এজন্য তিনি যাঁকে ইচ্ছা ব্যবহার করবেন। আপনার এই ভুল ধারনা আর কিছুই নয়, এটা হল "কিব্‌র", অহংকার, ego! আর এক সরিষা দানা পরিমান কিব্‌র অন্তরে থাকলে কি হবে জানেন? জান্নাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে।
কাজেই আবার বলছি, আল্লাহর দ্বীন বিজয়ী হবেই। আপনি এর পক্ষে থাকেন বা বিপক্ষে, হক্ব কথা বলেন বা গোপন করেন, আল্লাহর দ্বীনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে এর পক্ষে না থাকলে আপনার সর্বনাশও কেউ ঠেকাতে পারবে না। ওয়াসসালাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.