![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।
আজ সকালে একটা কাজে বের হয়েছিলাম। এক স্টুডেন্ট কে পরিক্ষার হলে এগিয়ে দেয়া এই আর কি। তো পাশে দুই মেয়ে গল্প করছে...
১ম মেয়ে : তুই বাংলা প্রশ্ন পেয়েছিলি?
২য় মেয়ে : না তো কেন, তুই পেয়েছিলি কি?
১ম মেয়ে : হা আমিতো দু তিন দিন আগেই পেয়েছি।
২য় মেয়ে : অভিমানের সুরে, তা আমায় দিলি না কেন?
১ম মেয়ে : আমি তো ভাবছি তুইও পেয়েছিস। আর তাছাড়া তোর ফোন নেই কিভাবে জানাবো?
২য় মেয়ে : ও তা কিভাবে পেলি?
১ম মেয়ে : আর ফেসবুক আছে না, ওখানে তো সব পরিক্ষার প্রশ্ন পাওয়া যায় !
২য় মেয়ে : কি বলিস সত্য নাকি?
১ম মেয়ে : আরে হ্যাঁ আব্বু তো এইজন্য টেস্ট পরিক্ষার পর পরই একটা ফোন কিনে দিয়েছিল যাতে আমি আগে থেকে প্রশ্ন পেয়ে ভাল রেজাল্ট করতে পারি।
২য় মেয়ে : আমায় আব্বু বলছে পরিক্ষায় এ প্লাস পেলে ফোন কিনে দিবে
১ম মেয়ে : একটু মুচকি হাসি দিয়ে আরে তোর আব্বুকে আজই বল ফোন কিনে দিতে তাহলে আগের রাতে প্রশ্ন পেয়ে যাবি আর এ প্লাস তো আসবেই।
২য় মেয়ে : দেখি আব্বুকে বলে যদি রাজি হয়।
তো এদের কথা শুনে আমি বললাম আপুমনিরা আপনারা তো প্রশ্ন পেয়ে না হয় এ প্লাস পেলেন পরবর্তী ভার্সিটি অ্যাডমিশন পরিক্ষার তো আর প্রশ্ন পাওয়া যায় না, তখন কি করবেন ?
এ প্লাস আর ভার্সিটির আলোচনা শুনে হঠাত্ ৩য় এক মেয়ে এসে বলল আরে হরতাল অবরোধে পরিক্ষা শেষ করো আগে তো তারপর না হয় এ প্লাস আর ভার্সিটির চিন্তা করো।
আসলেই তো যে হারে হরতাল অবরোধ শুরু হয়েছে এবার এস এস সি পরিক্ষা শেষ হবে তো?
©somewhere in net ltd.