![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।
লাইলাতুল ক্বদরের জন্য কিছু পরামর্শ দিয়েছেন হারাম শরীফের ইমাম শায়খ মাহের আল মুয়াইক্বালি
.
১। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে অন্তত ১টাকা করে দান করুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন ১ টাকা করে একটানা ৮৪ বছরেরও অধিক দান করার সওয়াব হয়
.
২। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে অন্তত ২ রাক'আত নফল সালাত পড়ুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন দুই দুই করে একটানা ৮৪ বছরেরও অধিক নফল সালাতের সওয়াব হয়
.
৩। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে ৩ বার সূরাহ ইখলাস পড়ুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন একবার করে ৮৪ বছরেরও অধিক খতমের সওয়াব হয়।
.
এরপর তিনি উপদেশ দিয়েছেন এইকথা ছড়িয়ে দিতে যাতে আমলকারীর আমলের সওয়াবের অংশ পাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৫
রাঘব বোয়াল বলেছেন: ভালো পোস্ট।আপনাকে +।