নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।ইসলামের সাথে অন্য কিছু মিলাতে রাজি না।আমি সেই ইসলামে বিশ্বাস করি যা মধ্য যুগে এসেও সর্বাধুনিক। যারা কুরআন হাদিসের আধুনিকায়ন চায় তারা মুনাফিক।

অবিবাহিত জাহিদ

আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।

অবিবাহিত জাহিদ › বিস্তারিত পোস্টঃ

লাইলাতুল ক্বদরের জন্য কিছু পরামর্শ

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৮

লাইলাতুল ক্বদরের জন্য কিছু পরামর্শ দিয়েছেন হারাম শরীফের ইমাম শায়খ মাহের আল মুয়াইক্বালি
.
১। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে অন্তত ১টাকা করে দান করুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন ১ টাকা করে একটানা ৮৪ বছরেরও অধিক দান করার সওয়াব হয়
.
২। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে অন্তত ২ রাক'আত নফল সালাত পড়ুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন দুই দুই করে একটানা ৮৪ বছরেরও অধিক নফল সালাতের সওয়াব হয়
.
৩। রমাদ্বানের শেষ ১০ রাতের প্রতি রাতে ৩ বার সূরাহ ইখলাস পড়ুন, যাতে সেই রাত লাইলাতুল ক্বদর হলে প্রতিদিন একবার করে ৮৪ বছরেরও অধিক খতমের সওয়াব হয়।
.
এরপর তিনি উপদেশ দিয়েছেন এইকথা ছড়িয়ে দিতে যাতে আমলকারীর আমলের সওয়াবের অংশ পাওয়া যায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৫

রাঘব বোয়াল বলেছেন: ভালো পোস্ট।আপনাকে +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.