নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।ইসলামের সাথে অন্য কিছু মিলাতে রাজি না।আমি সেই ইসলামে বিশ্বাস করি যা মধ্য যুগে এসেও সর্বাধুনিক। যারা কুরআন হাদিসের আধুনিকায়ন চায় তারা মুনাফিক।

অবিবাহিত জাহিদ

আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।

অবিবাহিত জাহিদ › বিস্তারিত পোস্টঃ

মুলা চোরের ফাঁসি

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৬

মুলা চোরের ফাঁসি হয়না। একটা প্রচলিত কথা। বাগধারাগত অর্থে প্রকাশ পায় সামান্য অপরাধের জন্য অনেক বড় শাস্তি দেয়া। শাব্দিক অর্থ করলেও আসলে চুরির শাস্তি ফাঁসি কখনো হয়না। মানব রচিত আইনে খুব বেশি হলে কয়েক বছরের জেল আর জরিমানা করতে পারে। আর আল্লাহর বিধান হলো চোরের হাত কেটে দাও। তবে সব চুরির বিধান হাত কাটা নয় এ নিয়ে অনেক কথা আছে। সেটা না হয় বাদ দিলাম। কিন্তু এখানে দেখার বিষয় যে আপনি আল্লাহর আইনি ফায়ছালা করেন আর আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নিজেদের অর্থ্যাত্‍ মানবরচিত বিধান অনুযায় বিচার করেন কোন খানেই কিন্তু চোরের শাস্তি মৃত্যু দন্ড নেই।
.
হলমার্ক কোম্পানি সোনালী ব্যাংক থেকে চার হাজার টাকা জালিয়াতি করলো, বিসমিল্লাহ গ্রুপের অবদানও জালিয়াতিতে কম নয়। পদ্মা সেতুতে তো নদী চুরির ব্যবস্হা হলো। প্রতিনিয়ত বড় বড় সরকারী আমলাদের অসংখ্য চুরি প্রকাশ পাচ্ছে। এব্যাপারে প্রশাসন নির্বিকার হলেও নিরপেক্ষ নয়। দেশ প্রেমিকের তকমা আর কত টাকা যে কিছুইনা তা শুনে বুঝে যায় কার পক্ষ নিলে প্রমোশনের ফাইল তারাতাড়ি হাত বদল হওয়ার কাজ শুরু হবে।
.
একটা মানুষ তার দায়িত্বে ততক্ষন পর্যন্ত সচেতন হয়না যতক্ষন না তার জবাবদিহিতা তৈরী হয়। উচ্চতর কর্মকর্তার থেকে কেউ যদি আল্লাহকে জবাবদিহিতার কথা বেশি ভাবতো তবে নৈতিকতার ব্যাপারে স্বচ্ছতার প্রকাশ বেশি হতো। কারণ পর্দার ওপাশের হিসাব অফিসারের কাছে না আসলেও আল্লাহ যে সূক্ষ্ম হিসাব গ্রহনকারী। আমাদের পচন ধরা সমাজে জবাবদিহিতার পরিমান কমে গিয়েছে। বরং স্বজন প্রীতির বন্ধনে অপরাধীরাও ছাড়া পেয়ে যায় আইনের জটিল ফাঁক ফোকর থেকে। ফলাফল স্বরুপ অপর অপরাধীরাও উত্‍সাহ পায় অপরাধ করার। তবে বিচার যে একে বারে হয়না বলা যাবে না, হয় তবে সেখানে ছিছকে অপরাধীর পাশাপাশি বেশি সাজা পায় নিরাপরাধ ব্যক্তিবর্গ। অপরাধ জগতের রাঘব বোয়ালদের আমরা দস্তরখান বিছিয়ে পোলাও মাংস খেতে দিলেও চুনোপুঁটিতে এসে সাজি ন্যায বিচারক। অপরাধ অপরাধই সে ছোট হোক আর বড় হোক কিন্তু বিচারের বেলায় উল্ট নীতি কেন ?
.
মুলা চোরের ফাঁসি হলে খুনের আসামির বিচার কি হওয়া উচিত। নাকি সব ক্ষেত্রেই অপরাধ আর নিরাপরাধের বিচার করা হবে দলীয় সমর্থকের বিবেচনায়। আমি বলছি না ফেসবুক জুড়ে রাজনের যে মৃত্যু চিত্র শেয়ার হচ্ছে সেখানে যে অপরাধের কথা বলে মারা হচ্ছে সে অপরাধ রাজন করেনি। আমি বলছি তার অপরাধটা কি এতটা বড় ছিল যার কারনে তাকে প্রাণ দিতে হলো.? মারা যাওয়ার আগে রাজনের শেষ ইচ্ছা ছিল একটু পানি পান করবে। এই ইচ্ছা টুকু পূরন করা হয়নি। বরং ঘাম খেতে বলে অট্টহাসিতে ফেটে পড়েছে বিবেকবান পশুরা। আমরা অনেকেই পুলিশকে উঠতে বসতে গালাগাল করি। তাদের কর্মকান্ডে এটা হয়ত তাদের প্রাপ্য। কারণ তাদের নির্বাক চাহনি আর স্বজনপ্রীতি কর্মকান্ডে অপরাধ তুলনা মূলক বেশি বৃদ্ধিপায়। কিন্তু তারাও রিমান্ডে পানি পান করা থেকে বিরত রাখে না ফাঁসির আসামির শেষ চাওয়াও পূরন করে কারা কতৃপক্ষ। রাজনের বেলায় নির্মমতার নজির দেখিয়ে তা করা হয়নি। অট্টহাসিতে উপেক্ষা করা হয়েছে। নিজের অপরাধের ভিডিও প্রকাশ করা হয়েছে গর্বসহকারে। ওরা কি জানেনা বিচারের দিন অপরাধ অনুসারে মানুষের হাটু কোমর গলা পর্যন্ত ঘাম জমে যাবে কেউ কেউ ডুবে যাবে। জাহান্নামীদের পিপাসায় পান করতে দেয়া হবে পুঁজ, গরম পানি, পচা রক্ত। জানো সেই জাহান্নাম সম্পর্ক আমার মনে হয় জানো না। জানলে চোরকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করতে পারতে না, পানি চাইলে ঘাম খেতে বলতে পারতেনা। রাজনের মৃত্যু আল্লাহ ঐ স্হানে রাখলে মৃত্যু নিশ্চিত হতো, তোমরা না পিটালেও হতো। মাঝ খান থেকে আল্লাহর পরিক্ষায় তোমরা ফেল করলে। এই মজা নেয়ার শাস্তি তোমরা অবশ্যই পাবে। ইনশাল্লাহ ! যেদিন ঘামে সাতার কাটবে পানি চাইলে পুজ রক্ত খেতে দেযা হবে। সেদিন হয়ত আল্লাহর রহমতে রাজন হাসবে। আজ যদিও বেঁচে যাও মানব রচিত আইনের ফাক ফোকর থেকে কিন্তু সেইদিন বাঁচবেনা যেদিন সুক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপের ও হিসাব নেয়া হবে। দুনিয়ার আইনি হয়ত ওর পরিবার বদলা পাবে না কিন্তু আল্লাহ তিল পরিমান ছাড় কাউকে দিবেন না করো উপর জুলুম ও করবেন না। বিচার না হয় সেই মহান আল্লাহর কাছে থাকল, যার বিচার অপরিবর্তনীয় ও স্হায়ী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.