| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিবাহিত জাহিদ
আল্লাহর কাছে আত্মসমর্পনকারী একজন মুসলিম।
আবু মূসা(রাদ্বিয়াল্লাহু আনহু)বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম(ﷺ) বলেন, “ঐ মু’মিন যে কোরআন অধ্যয়ন করে এবং সে অনুসারে আমল করে তার উদাহরণ হচ্ছে ঐ লেবুর মতো যা খেতেও সুস্বাদু এবং যার ঘ্রাণও মনমাতানো সুগন্ধিযুক্ত । আর ঐ মু’মিন যে কোরআন অধ্যয়ন করে না কিন্তু সে অনুসারে আমল করে তার উদাহরণ হচ্ছে ঐ খেজুরের মতো, যা খেতে সুস্বাদু কিন্তু কোন সুগন্ধ নেই । আর ঐসব মুনাফিক যে কোরআন অধ্যয়ন করে কিন্তু সে অনুসারে আমল করে না তাদের উদাহরণ হচ্ছে ঐ রায়হানার(এক ধরনের সুগন্ধিযুক্ত গুল্ম) ন্যায় যার মনমাতানো সুগন্ধ আছে অথচ খেতে একেবারে বিস্বাদ । আর ঐ মুনাফিক যে কোরআন অধ্যয়ন করে না তার উদাহরণ হচ্ছে ঐ হাঞ্জালা(মাকাল ফল জাতীয় একপ্রকার ফল) ফলের ন্যায় যা খেতেও বিস্বাদ এবং দুর্গন্ধযুক্ত ।
(বুখারী,৪৬৮৬) ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
চাঁদগাজী বলেছেন:
প্রতিদিন ১ টি হাদিস পোস্ট করলে, আগামী ১০০ বছরের মাঝে আপনার বিয়ে করার মতো ছওয়াব জমা হবে।