নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপুরুষ

এম. জাকারিয়া

একজন সাধারণ নাগরিক

এম. জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

নিঃশেষে চাই!

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১১

—-মোহাম্মাদ জাকারিয়া
সেই কবে বলে ছিলে ভালোবাসি
তারপর হলে উদাসীন পথিক।
নদীর বয়ে যাওয়া কলকল স্রোত
সে ফিরে আসে কখনো কখনো।
হারিয়ে গেলে কিছু একটা পাওয়া যায়
হয়তো বা পাওয়ার আশা থাকে,
কেউ বা আশায় আশায় পথ চেয়ে থাকে
যখন পাখিরা ঘরে ফিরে তখন ও।
ভালোবাসার হিসেব কিষতে কষতে
জীবন খাতার সাদা পাতা নিঃশেষ এখন।
সে আসবে না জেনেও পথ চেয়ে থাকে কেউ কেউ,
সমুদ্রের ঢেউ সেই ঢের ভাল।
আশায় আশায় পাড়ি জমায় ওপারে,
যেখানে নিচ্ছই ধরা দিবে সে।
ধূসর বরফের মত মনটা আর থাকবে না
তার প্রাপ্য অবহেলায় হারিয়েছে।
যা পেয়ে হারালে, সবাই সব কিছুই পায় না,
হয়তো বা সেও পাবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.