নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপুরুষ

এম. জাকারিয়া

একজন সাধারণ নাগরিক

এম. জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

“তিন প্রজন্ম প্রকল্প” সম্পর্কে জানতে হলে আগে জাতে হবে উপমহাদেশ প্রসংগ।

১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

১১৯৭ থেকে ১৫২৫ সাল পর্যন্ত তুর্কি আফগান মুসলমানরা সমগ্র উপমহাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিলো। কিন্তু যখন তাদেরকে ভোগ বিলাস ঘিরে ধরে তখনি তারা দুর্বলহয়ে পড়ে এবং অনৈক্য ভ্রাতৃঘাতী লড়াইয়ের মধ্য দিয়ে বিপর্যস্ত হতে থাকে। মুসলিম শক্তির হাতে মার খাওয়া মধ্য ও উত্তর ভারতের রাজা মহারাজারা সংঘবদ্ব হতে থাকে মুসলিম শক্তিকে পুর্যদস্ত করার জন্য। ও দিকে মধ্য এশিয়ার সংগ্রামী পুরুষ যে তার রাজ্য সমরখন্দ ও বোখারা হারিয়ে নিরাশ্রায় ভবঘুরের মত পথে পথে ঘুরছিলো, নিজের শক্তি সামার্থ অর্জন করে তিনি পুনরায় মধ্য এশিয়ায় নিজকে প্রতিষ্ঠিত করেন। সেই জহির উদ্দিন মোহাম্মদ বাবর ভারত পর্যন্ত ধেয়ে আসেন। ১৫৬২ সালে তিনি পানি পথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দকল করেন দিল্লিতে তখন তিনি পরিপূর্ণ শিকড় গাড়তে সক্ষম হননি। ।দিল্লি দখলের ১ বছরের মাথায় রাজপুত নামাবল ও মধ্যে ভারতের ১২০ জন মহারাজা সংঘবদ্ধভাবে মুসলিম শক্তি উতখাতের জন্য যুদ্ধ ঘোষণা করেন। তাদের ৮০ হাজার অশ্বারোহী এবং ৫শ রণহস্তী এবং অসংখ্যপদাতিক বাহিনীর মুকাবিলায় বাবরের মাত্র ১০হাজার সৈন্য মরনপণ লড়াই করে আগ্রার অদুরে খানুয়ার যুদ্ধেসংঘবদ্ধ হিন্দু শক্তি বিদ্ধস্ত হওয়ার পর শক্তি দিয়ে মুসলমানদের মুকাবিলার উচ্চাশা ব্রাক্ষ্মণ্যবাদীদের মন থেকে উধাও হয়ে যায়। অতপর তারা ভিন্ন কেৌশল অবলম্বন করতে শুরু করেন। তাদের পরীক্ষিত কৌশলতিন প্রজন্ম প্রকল্প বাস্তবায়ণে অধিক মনোযোগী হয়। এ প্রকল্প আর কিছুই নয় তিন প্রজন্মের মধ্যে মুসলমানদেরকে বিপদগামী করে নিজেদের সহায়ক শক্তিতে পরিণত করা। তিন প্রজন্ম প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
“”” তিন প্রজন্ম প্রকল্প ”””
প্রথম প্রজন্ম:
প্রথম প্রজন্মে একজন ১০০% মুসলমান পুরুষের সাথে একজন ১০০% হিন্দু নারীর বিয়ে দিতে হবে। তাদের মিলনে যে শংকর সন্তান জন্মাবে সে হবে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে ৫০% মুসলমান এবং ৫০% হিন্দু।
দ্বিতীয় প্রজন্ম:
দ্বিতীয় প্রজন্মে সেই ৫০% মুসলমান সন্তানের সাথে ১০০% হিন্দু নারীর বিয়ে হলে যে শংকর সন্তান জন্মাবে সে হবে ১৭% মুসলমান ও ৮৩% হিন্দু।
তৃতীয় প্রজন্ম:
তৃতীয় প্রজন্মের সেই ১৭% মুসলমানের সাথে কোন ১০০% হিন্দু নারীর বিয়ে দিলে পরবর্তি প্রজন্মের সন্তানটি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনে হবে ৯৩% হিন্দু এবং ৭% মুসলমান।
অর্থাত তিন প্রজন্ম শেষ হতে না হতেই মুসলমানিত্ব শেষ হয়ে যাবে। আমরা দেখছি আজ আমাদের মুসলমানত্ব বিলিনের পথে!
(সূত্র- ইতিহাসের অন্তরালে: ফারুক মাহমুদ, পৃষ্ঠা-১৯৭)
অপেক্ষায় থাকুন বিস্তারিত জানতে “ তিন প্রজন্ম প্রকল্প” কার মাধ্যমে বাস্তবায়ন শুরু হয় ?
লাইক ও শেয়ার করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.