নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জারিফ হাসান

জারিফ হাসান › বিস্তারিত পোস্টঃ

বাল্যবিবাহ , বহুগামিতা ,ভারতীয় দাদারা এবং আসিফ মহিউদ্দিন

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪

আসিফ মহিউদ্দিনকে তো অনেকেই চেনেন আমাদের বাংলাদেশ থেকে একজন বিখ্যাত ইসলাম বিদ্বেষী , মানবতাবাদী ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশ থেকে সাধারণত যারা ইসলাম বিদ্বেষী আছেন এরা প্রত্যেকেই কলকাতার দাদা-দিদিদের প্রচুর আদরের বস্তুতে পরিণত হয়েছে। তাদের আদরেই আমাদের দেশের ইসলাম বিদ্বেষীদের কমেন্ট সেকশন ভরা থাকে। সেই হিসাবে "আসিফ মহিউদ্দিনের" কোনো জবাব হয় না। তার প্রত্যেকটা ফেইসবুক পোস্ট দাদা-দিদিদের আদরে ভরা থাকে। কারণ সাধারণত তারা "হিন্দু" ধর্মকে নিয়ে তেমন একটা কিছু বলেনা। যাইহোক , আসিফের সাধারণত কোনো লেখাই যুক্তি-সঙ্গত কখনো হয় না। কিন্তু গত কিছুদিন আগে আসিফ আরব আর নবী মুহাম্মদ(সা:) কে নিয়ে নিজের মন-গড়া একটা পোস্ট দেয়।(আসিফের ১৭ অক্টোবর স্ট্যাটাস দ্রষ্টব্য) যেইখানে দিদিরা আর দাদারা খুশিতে পাগল হয়ে যায়। কমেন্ট সেকশনে ভারতীয়দের উন্নতির , মডার্নাইজেশনের গল্পতে ভরে যায়। তাই আমার এই পোস্টটা দাদা আর আসিফ মহিউদ্দিনের আনন্দতে পানি ফালানোর জন্য ।


////শুরুতেই আসিফ এক আরব শেখের গল্প করে কিভাবে সে ১০ বছরের মেয়ের সাথে সেই আরব শেখ নষ্টামী করে , আরো বললেন আরব সেই শেখের নাকি আরো কয়েকটা স্ত্রী আছে। অর্থাৎ আরবদের তিনি বিকৃত যৌন মনস্ক বলে বুঝাতে চেয়েছেন। প্রানপ্রিয় দাদারা এই লাইন দেখেই খুশিতে আত্মহারা।////


কিন্তু সরি দাদা ক্ষমা চাই। সৌদির শিক্ষার হার ৯৪.৭% তাদের নারী শিক্ষার হার ৯১.১% তাই না প্রায় সব আরব দেশ গুলোতেই ৮৫-৯০% এর উপরে শিক্ষার হার তাই এত শিক্ষিত ব্যক্তিরা এইসব কাজ করবে তা প্রায় অসম্ভবের কাতারে হ্যা ২-১ জন করলে করতে পারে তা দিয়ে অবশ্যই সবাইকে গণনা করা যাবে না। যাই হোক ,"ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন ওম্যান " অনুসারে , ভারতে ৪৭% দিদিদের ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায় আর আমাদের নেপালে ৪১% দিদিদের ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়। সূত্র :http://www.icrw.org/child-marriage-facts-and-figures এই লিস্টটাতে পৃথিবীর সেরা ২০ চাইল্ড ম্যারেজ হয় এইরকম দেশের লিস্ট দেওয়া। যেইখানে ভারতের অবস্থান ১৩তম , নেপালের অবস্থান ১৯তম। কিন্তু এই লিস্টটাতে পাকিস্তান নেই , নেই কোনো আরব শেখদের দেশ , নেই সৌদি ,নেই বেশিরভাগ শিক্ষিত মুসলিম দেশ আছে কিছু অশিক্ষিত ,হতদরিদ্র দেশ যার মধ্যে বাংলাদেশ আছে , ভারতও আছে, নেপালও আছে। তাই দেখুন আরব দেশে ২-৫ টা চাইল্ড ম্যারেজ নিয়ে যাদের এত চুলকানি তাদের নিজেদের দেশের এইরকম কুৎসিত অবস্থা। হবেই না বা কেন ??? কোথায় সৌদির নারী শিক্ষার হার ৯১.১% আর কোথায় ভারতীয় দিদিদের শিক্ষার হার ৬৩% (Click This Link) . এখন দাদরা এই জায়গা মুসলিমদের দোষ দিবে কিভাবে তাদের দেশে মাত্র ১৪% মুসলিম তাই কোনো মতেই , ৪৭% চাইল্ড ম্যারেজ মুসলিমদের দ্বারা করা অসম্ভব। যদিও দাদারা ভালো মতনই জানে , সব মুসলিমরা ইন্ডিয়ায় চাইল্ড ম্যারেজ করে না। তাহলে আমার মজা লাগলো আসিফ ঐজায়গা অমৃতা নামক এক মহিলার বীরত্বর গল্প শুনালো কিভাবে বাচ্চাটাকে আরব শেখের হাত থেকে সে রক্ষা করলো।কিন্তু ভারতে যখন এইরকম ব্যাপক আকারে চাইল্ড ম্যারেজ তখন অমৃতারা যায় কোথায় ???


////যাইহোক , তারপর আসিফ বহুগামিতা নিয়ে তামাশা করলো আর কমেন্ট সেকশনে দাদারাও প্রচুর কমেডি করলো এইটা নিয়ে।////


যাইহোক , বহুগামিতা নিয়ে কোনো প্রপার স্টাটিস্টিক খুঁজে পেলাম না ঠিক মতন। কিন্তু একটা স্টাটিস্টিক পেলাম যেইটা দেখে দাদাদের মাথা ঘুরে যেতে পারে। ১৯৬১ এর পরিসংখ্যান অনুসারে ভারতে পলিগ্যামির (বহুবিবাহর ) হার , যেইখানে মুসলিমদের হার ৫.৭% , হিন্দুদের ৫.৮% , বুদ্ধদের ৭.৯% আর আদিবাসীদের ১৫.২৫%(Click This Link) ইন্ডিয়ান টিভি সিরিয়াল অথবা সিনেমা গুলোতে প্রচুর ভাবে মুসলিম বহুবিবাহকে ব্যঙ্গ করে দেখানো হয়। অথচ হিন্দুরা এক্ষেত্রে কিন্তু কম পারদর্শী না। আর তারপরেও যেই দাদারা আরব দেশ গুলো এবং বিভিন্ন মুসলিম দেশ গুলো বহুবিবাহ নিয়ে হাসাহাসি করবে তাদেরকে একটু বলি , আমাদের ভারতীয় দাদাদের ভূমির পরিমান ৩.২৮৭ মিলিয়ন স্কয়ার কিলোমিটার (৩২লক্ষ্ ৮৭ হাজার বর্গকিলোমিটার ) যেইখানে থাকে ১২৫ কুটি মানুষ। কিন্তু সৌদির ভূমির পরিমান ২.১৫ মিল্লিয়ান স্কোয়ার কিলোমিটার (২১ লক্ষ্ ৮৭ হাজার বর্গকিলোমিটার ) সেইখানে থাকে ৩ কুটি মানুষ , ইরানের ভূমির পরিমান ১৬ লক্ষ্ বর্গকিলোমিটার কিন্তু থাকে ৭ কুটি ৭০ লক্ষ্ মানুষ , আলজেরিয়ার আয়তন ২৩ লক্ষ্ বর্গকিলোমিটার থাকে ৪ কুটি মানুষ , কাজাখস্তানের আয়তন ২৭ লক্ষ বর্গকিলোমিটার থাকে মাত্র ১ কুটি ৭০ লক্ষ মানুষ। দেখুন সেই হিসাবে জার্মানির আয়তন ৩ লক্ষ ৫৭ হাজার বর্গকিলোমিটার থাকে ৮ কুটি মানুষ , ফ্রান্সের আয়তন ৬ লক্ষ ৪৩ হাজার বর্গকিলোমিটার থাকে ৬ কুটি ৬০ লক্ষ মানুষ। তাহলে কি দেখা যাচ্ছে বহুবিবাহকারী আরবদের বিশাল বিশাল ভূমিতেও জনসংখ্যার এই দুরবস্থা আর ইউরোপের উন্নত দেশ গুলোর জনসংখ্যার কি অবস্থা ??? আর ভারতীয় দাদাদের ভূমিতে প্রায় ১২৫ কুটি মানুষ বসবাসকারী। কিন্তু তারা এই জায়গায়ও মুসলিমদের দোষ খোঁজে মুসলিমরা নাকি বাচ্চা জন্ম দিয়ে তাদের দেশ ভরিয়ে দিচ্ছে। যাক তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু তারপরও ১০০ কুটি হিন্দু তো ভারতের মাটিতেই থাকে নাকি ??? তাহলে দেখা যায় কি ???নাকি বলবেন ভারতে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির পিছনেও মুসলিমদের হাত ??? হ্যা তাও মাঝে-মধ্যে দাদারা বলে যেমন : "লাভ জিহাদ" নিজেরাই বিবেচনা করুন আর তারপর মানুষকে হাসুন। তারপর একটু কথা যোগ করে যাই , আমেরিকায় গড়ে ২০-৫৯ বছর বয়সের মধ্যকার নারীদের ক্ষেত্রে তাদের জীবদ্দশায় গড়ে ৪ জন সেক্স পার্টনার থাকে আর পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা ৭। এইটা হইলো গড় হিসাব অনেকের ১২টা , ১৪টা করেও থাকতে পারে (Click This Link) . আর এইটা খালি আমেরিকায় অন্য দেশ গুলার কথা বাদ দিলাম। তাই আসিফকে কেউ কোনোদিন আমেরিকাকে হাসতে দেখেছেন ???যদিও আমাদের মুসলিমদের ৪ টা বিয়া করার কোনো বাধ্য-বাধকতা নেই। আল্লাহ আমাদের ১ টা করতে বলার জন্য বেশি জোর দিয়েছে। সেই হিসাবে পলিগ্যামি নিষিদ্ধ হলেও মুসলিমদের সমস্যা হওয়ার কথা না। কিন্তু হিন্দুদের ভগবানরা একেকজন কত বিয়ে করছে সেই হিসাবে হিন্দুদের পলিগ্যামি(বহুবিবাহ) নিষিদ্ধ হলে ঝামেলা। কারণ শ্রী-কৃষ্ণ সহ আরো অনেক হিন্দু দেবতারা এই কাজ করেছে যাদেরকে তারা ঈশ্বর হিসাবে গণ্য করে অর্থাৎ সৃষ্টিকর্তা। কিন্তু নবীজি কোনো ঈশ্বর ছিলেন না , অথবা অন্য নবীরাও ঈশ্বর ছিলেন না (সব নবীরা পলিগ্যামি চর্চা করেন নি ) আর আমাদের মহান আল্লাহই আমাদের ১ বিবাহের উপর বেশি জোর দিয়েছে।


////তারপর আসিফ নবীজিকে নিয়ে সেই পুরানো কথা আয়েশা(রা:) কে নিয়ে সেই পুরানো কথা। আসলে তিনি এইরকম বুঝাতে চেয়েছিলো যে , ১০ বছরের মেয়েকে বিয়ের অপরাধে যদি সেই শেখকে জেলে ভরা হয়। মুহাম্মদ তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে ক্যামনে???////


আসলে বঙ্গবন্ধুকে সেইহিসাবে সর্বকালের সর্বশ্রেষ্ট ব্যাঙালি , রবীন্দ্রনাথকে মহান দাবী করা তো ইয়ার্কি। শুধু তাই না আরো বহুত মহান ব্যক্তিত্ব আছে যারা এই কাজ করেছে। আসিফ অথবা যেইসব দাদারা এইগুলো নিয়ে নাচানাচি করে তারা নিজেদের পূর্ব-পুরুষের ইতিহাস ঘটুক । এখন ছাগল গুলো দাবি করবে তবে নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ হয় কিভাবে ??? হ্যা যেই ব্যক্তি পৃথিবীতে একটা ধর্মকে এস্টাব্লিশ করে যায় (যেইটা অন্য কোনো আব্রাহামিক প্রফেট পারেনি ) , যে কতগুলো বিশৃঙ্খল ট্রাইবেকে একটা জাতিতে রূপান্তর করে , যেই ব্যক্তি নিজের সমাজকে এত পরিমান রিফর্ম আর ইউনাইটেড করতে সক্ষম হয় যে , তার মৃত্যুর বছর কয়েক পর তার জাতি বিশ্বের সুপারপাওয়ার হয়ে যায় । যার আইডিওলজির উপর ভর করে মুসলিমরা ৮০০ বছরের মতন পৃথিবী রাজত্ব করেছে। যেই ব্যক্তি সারা জীবনের বিশাল সময় অত্যাচারিত হয়েও নিজের কর্মকান্ডের উপর অটল ছিলেন। যেই ব্যক্তি সারাজীবন অত্যাচারিত হয়েও তার সব শত্রুকে ধ্বংস করার সুযোগ পেয়েও ক্ষমা করে দেয়। যেই ব্যক্তিকে আজোবদি ১৬০ কুটি মানুষ ভালোবাসে। পৃথিবীব্যাপী তার নাম জানে প্রায় সকল মানুষ। সেই ব্যক্তিকে অবশ্যই মহান বলা কোনো দোষ না। কিন্তু সে কিছু কাজ করেছে যেইগুলো সেইসময় কমন ছিল। ঠিক যেই রকম , আজকের যুগে লিভ-টুগেদার কমন ইউরোপে আজকে থেকে কয়েকশো বছর আগে এইগুলা যদি ইউরোপে করা হতো তবে আপনাকে পাথর মেরে হত্যা করতো। ঠিক যেমন : রবীন্দ্রনাথ অথবা বঙ্গবন্ধু তার সময়ে বাল্যবিবাহ করেছেন (এইগুলা ওই সময় কমন ছিল বলে ) . আরও বিস্তারিত বলতে সময় লাগবে তাই তুহিন ভাইর এই অসাধারণ লেখাটা পড়তে পারেন : Click This Link


/////তারপর আসিফ শিশু ধর্ষণ , শিশু নির্যাতনের কথা-বার্তা যেইটা নিয়েই কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি তামাশা হলো। যাইহোক দাদারাও পাগলের মতন উল্টাপাল্টা কথা বলা শুরু করলো মুসলিমরা খালি শিশু ধর্ষণ করে , শিশু বিয়া করে। ////


উপরে আগেই দেখেছি ভারতে ৪৭% দিদিদের ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়। যাইহোক শুধু কি বিয়েই ??? না শিশু ধর্ষণেও দাদারা দ্বিতীয়। জী পৃথিবীর সেরা ৫ "চাইল্ড সেক্স এবিউস" হয় এইরকম দেশ গুলোর মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয়। মুক্ত-মনাদের প্রিয় ২ টা দেশ আমেরিকা আর ইউকে আছে ওই লিস্টে। (Click This Link Click This Link) যাই হোক আমেরিকা , ইউকে এই দেশগুলোকে কিছু বলা মুক্ত-মনাদের কাছে বড় মাপের গুনাহর সমতুল্য। যাইহোক , এখন ভারতীয় দাদারা যুক্তি দেখাবে যে , "মুসলিম মেয়েরা তো ধর্ষিত হয় কিন্তু তারা বলতেই সাহস পায় না" যাই হোক এই যুক্তি হয়তো বা , ইউকে অথবা আমেরিকা হলে দেখানো যেত। কিন্তু এইটা হল ভারত। ভারতীয়রা কতখানি লিবারেল তা আমরা সবাই জানি। সারা জীবন ধর্ষিত হলেও তারা পুলিশের কাছে যেতে ভয় পায় অথবা "টুঁ" করে শব্দ করতে ভয় পায় এইরকম ভারতীয় পরিবারের অভাব নাই। যার অন্যতম কারণ হলো , শিক্ষার হার , দারিদ্রতা ইত্যাদি। তারপরও তর্কের খাতিরে মেনেও নেই তাদের গাঁজাখুরি দাবি সত্য তাহলে দাদাদের অনুরোধ ওই সেরা ৫ দেশের মধ্যে তারা হলেন তৃতীয়। প্রথম হলো সাউথ আফ্রিকা আর দ্বিতীয় হলো জিম্বাবুয়ে। তাহলে এইবার কি বলা হবে ??? জিম্বাবুয়ে , সাউথ আফ্রিকা এই সব দেশের মানুষ লিবারেল ??? যাই হোক , তার চেয়েও বড় ব্যাপার হলো ভারতে ১২,০০,০০০ অর্থাৎ ১২ লক্ষ চাইল্ড প্রস্টিটিউট/শিশু যৌনকর্মী আছে । দেশের মোট ৩০ লক্ষ্ যৌনকর্মীদের মধ্যে ১২ লক্ষ হলো শিশু যৌনকর্মী । আমেরিকার প্রায় ১০০,০০০ ব্রাজিলের প্রায় ২৫০,০০০ এর মতন কিন্তু ভারতীয় দাদাদের এই ক্ষেত্রে কেউ হারাতে পারে না। (Click This Link) মুসলিম দেশ গুলোতে এইগুলা প্রায় নাই বললেই চলে। কিন্তু দেখুন এই ভারতীয়রা অন্য দেশের মানুষদেরকে হাসে একবার ভাবুন ১২ লক্ষ শিশু যারা মানুষদেরকে যৌনতৃপ্তি দিয়ে বেড়ায়।
যাইহোক , আমার কাউকে ছোট করা অথবা কটাক্ষ করার ইচ্ছা নাই। আমরা সবাই মানুষ। একে অপরকে ভালোবেসে থাকার চেষ্টা করি। কিন্তু এই পোস্টটা শুধু মাত্র ঐসব ব্যক্তিদের উদ্দেশ্য করে যারা আসিফের সাথে নেচেছিল তার উদ্ভট মাপের পোস্ট দেখে। যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.