নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

Zeon Amanza

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই । আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন । অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না । শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে । আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল। আশা করি আপনিও তাই। সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

Zeon Amanza › বিস্তারিত পোস্টঃ

কফি খাবা?

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০


নীরব প্রাণটি তীব্র শূন্যতা নিয়ে এগিয়ে যায়
আরেক প্রাণের কাছে, পূর্ণ হবে বলে;
অতঃপর আরো দ্বিগুণ শূন্যতা নিয়ে
ফিরে আসে আপন বলয়ে!
শত আঘাতে শঠতায় খলতায় আত্মা ভরেও
পূর্ণতা আসে না প্রাণে,
রোজ রোজ জমা হয়
এমনি কত অভিমান অভিযোগ
মানুষের প্রতি, জীবনের প্রতি৷

মানুষের প্রতি অভিমান নিয়ে
ক্লেশে বিদ্বেষে কিংবা আক্রোশে
জ্বলতে জ্বলতে নিঃশেষ হওয়া পর্যন্ত
তবু বাঁচা যায়,
জীবনের প্রতি অভিমান জমলে
আর বাঁচে না মানুষ!

আমাদের আর কোন অভিমান না জমুক,
বরং ফুরিয়ে যাক চুমুকে চুমুকে
আরজার শামিল
অভিযোগ যত তোমাতে আমাতে,
গল্প হোক আবদ্ধ কামরায়,
একান্ত কফির আরক্ত আসরে৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

মাস্টারদা বলেছেন: গ‍্যালাক্সি অব সলিটিয়‍্যুডের গায়ে গা লাগিয়ে আকাশসম বসুক সঙ্গীর ভালোবাসার ধোঁয়া-ওঠা স্বপ্নেরা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫

Zeon Amanza বলেছেন: ❤️

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিমান জমেই থাকে । ভাঙ্গায় না কেউ :(

খুব সুন্দর

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

Zeon Amanza বলেছেন: সেক্ষেত্রে সংসর্গই ভেঙে দিতে হয়,
মানুষও নেই, অভিমানও নেই৷

শুভ সকাল৷

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

ছবি উপরে দিবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৯

Zeon Amanza বলেছেন: কীভাবে দিতে হয়? কৌশলটা জানি না আমি৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.