![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন আত্মবিশ্বাসী ছেলে। আমি সারাজীবন মানুষের ভাল চেয়েছি। আমি অন্যের কাছে নিজেকে একজন সফল ব্যাক্তি হিসেবে তুলে ধরতে চাই। আমি সবাইকে আমার মনের কথা জানাতে চাই আর সবাইকে নিজের বিষয়ে সচেতন হতে পরামর্শ দেই।
সিরিয়াস প্রেম করে কয়েকদিন/মাস/বছর পর ছ্যাঁক খেয়ে কাঁদার কোন প্রয়োজন দেখি নাহ। যদি আগে থেকেই কিছু টিপস ফলো করে প্রেম করা যায়!!
১/ প্রথমতো মনে রাখুন ভালবাসলেই ঘর বাধা যায় নাহ ।
২/ দ্বিতীয়ত দেখুন যে আপনি যাকে ভালোবাসেন বা লাইন মারতে যাচ্ছেন তাকে আসলেই পাওয়া যাবে কিনা নিজের করে। দেখলাম আর গিয়া I you জানু বলে ফেললাম এই বোকামির মানে হয় নাহ।
৩/ আপনি যদি লাইন মারার তালে থাকেন তবে অবশ্যই আগে জানুর হাবভাব বুঝে নেবেন। যদি আপনার জানু লাইন না মেরে আপনাকে বন্দী করার ইচ্ছে নিয়ে থাকে তাহলে আপনি গেছেন!! তাই এই বিষয়ে আগে নিশ্চিত হয়ে নিন।
৪/ আপনার জানুর কোচিং শেষ হওয়া থেকে শুরু করে তার প্রত্যেকটি পদক্ষেপে লক্ষ্যকরে দেখুন আপনার সময়ের সাথে মিলে যায় কিনা। কারন আপনার জানু আপনার ডাকে আসবে নাহ, আপনার জানুর দেয়া সময়েই আপনাকে তার ডাকে যেতে হবে। এখন যদি আপনার সেসময় যাওয়া পসিবল না হয় তবে এখানে আপনার ভাগ্যে কিছু জুটবে নাহ।
৫/ আপনার শাশুড়ি আর শ্বশুরের সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিয়ে রাখুন। নয়তো বিপদে পরতে দেরি হবে নাহ। হয়তো দেখা যাবে যে আপনার ক্যারিয়ার গড়ার আগেই আপনার সাথে আরেকজনে বেধে দেয়া হয়েছে। এই চাপ আমি অন্তত মনে করি সজ্জ করা যাবে নাহ।
৬/ ভবিষ্যতে চলে যান। হিসাব করে দেখুন আপনার ক্যারিয়ার গড়তে গড়তে সে কি আপনার সাথে থাকবে? যদি না থাকে তবে তাকে প্রপোজ করারা প্রয়োজন নেই।
আমি ফেসবুকে http://www.facebook.com/zillur845
আমার ফেসবুক পেজ http://www.facebook.com/allinfo365
©somewhere in net ltd.