![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রূঢ় বাস্তবতায়, স্বপ্নহীন পথিক অসহায়, তাই স্বপ্ন দেখে যাই, সত্যি হওয়ায় আশায়..........
পথিক আজকে ২০১২ কে বিদায় জানাতে যাচ্ছে । অথচ তার একটুও কষ্ট হচ্ছে না।
আশ্চর্য ! গতবার থার্টি ফার্স্ট নাইটের এত আনন্দের মাঝেও ২০১১ কে বিদায়
জানাতে গিয়ে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল । তার মনে হচ্ছিল সে যে কোন সময় কেঁদে ফেলবে । কিন্তু পথিক তো এত আবেগপ্রবণ ছেলে না । জীবনের কোন কষ্টকেই সে পরোয়া করতে শেখেধি । যে ছেলে প্রেমে পড়লে লুতুপুতু
গান না শুনে ডেথ মেটাল আর ব্ল্যাক মেটাল শুনে সে ছেলে এমন একটা বিষয় নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ল কিভাবে ? ২০১১ কি তার জন্য এতই বিশেষ ছিল? আসলে ২০১১ তে সে নিজেকে চিনেছে, পৃথিবীকে চিনেছে, মানুষকে চিনেছে । নিতান্ত সাধারণ একটা ছেলে ২০১১ তে এসে বর্তমান স্বপ্নচারী পথিকে পরিণত হয়েছে । তবে ২০১১
তে তার জীবনের অন্ধকার একটা দিক আছে ।অন্ধকার পৃথিবীর একজন সদস্য সে পুরোপুরিভাবে হয়েছে ২০১১ তেই । তবুও ২০১১ তে সে জীবনে সবচেয়ে বেশি আনন্দ করেছে । তাই সেদিন পথিক বারবার বলছিল, "২০১১ আমি তোমাকে সারাজীবন মনে রাখব ।
ব্রায়ান এডামস্ এর সামার অফ সিক্সটি নাইন গানে যেভাবে ১৯৬৯ এসেছে সেভাবে
আমার জীবনে প্রতিটি স্মৃতিতে তুমি উঠে আসবে"। ২০১১ ছিল পথিকের জীবনের সেরা সময় । তবে ২০১২-ও তার জীবনে কম গুরুত্বপূর্ণ নয় । ২০১২ হল তার
জীবনের টার্নিং পয়েন্ট । ২০১২ তাকে শিখিয়েছে অন্ধকার জগত্ থেকে দূরে থেকে জীবনে উপভোগ করতে । ২০১২ তাকে অনেক কিছু দিয়েছে তবে কেড়ে নিয়েছে আরো বেশি । হারানো আর পাওয়ার মধ্যে দিয়ে ভারী হয়েছে অভিজ্ঞতার ঝুলি । ২০১২
তার দৃষ্টিভঙ্গি আর চিন্তাধারাতে পরিবর্তন এনেছে । কবিতা লেখা শিখেছে সে । জীবনের সব অনুভুতি সে খুঁজে পেয়েছে গিটারের মাঝে । পরিবর্তন এসেছে তার স্বপ্নে । ২০১২ তে সে তার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পেরেছে । ২০১২ তাকে প্রেরণা যুগিয়েছে সব ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে
যাওয়ার । তাই সে ২০১২ কে পিছনে ফেলে যেতে চাইছে ২০১৩ তে । আর আশা করছে
২০১৩ তার জীবনে ২০১১ হয়ে ফিরে আসুক । নতুন বছরে তার একমাত্র চাওয়া - ২০১৩
তে যেন তার স্বপ্নগুলো পূর্ণতা পায়.....
{৩১ ডিসেম্বর রাতে সামুর সার্ভার ডাউন থাকায় পোস্টটি আজকে দিতে হল}
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
জন রাসেল বলেছেন: আমি বলেছিলাম, তুমি যেওনা। সেজন্যই হয়তো একদিন সে চলে গিয়েছিল। সে চলে যাবার পর হঠাৎ মনে হয়েছে, এই রে যাহ, এখনো অনেক কিছু বলা বাকি রয়ে গেল। বৃষ্টিতে ভেজা হল না, জোছনা রাতে স্নান করা হল না। ইশ, সময়টা কত সহজেই না চলে গেল। জীবনের সবটুকু আবেগ দিয়ে আকড়ে ধরা হাতটি কত সহজেই না ছুটে গেল। ধরে রাখতে পারলাম না আমি। আমাকে ধরে রাখতে দিল না এই পৃথিবী। বাচ্চা ছেলের মত হু হু করে কান্না আসে। কিন্তু আমি কাদতে পারি না। আমাকে হাসির অভিনয় করতে হয় সবার সামনে।
আজ আমি আর কাউকে আটকে রাখি না, তাই আজ আর কেউ আমায় ছেড়ে চলেও যায় না কিংবা যায় হয়তো তবে আমি তা বুঝতে পারিনা, সময় আমাকে বুঝতে দেয় না। কষ্ট বোঝার ক্ষমতাটুকু আমার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। আমি সময়ের পথে এক পথিক। আমার সময় থমকে থাকতে নেই। কারণ পথিকদের সব সময় চলতে হয় সময়ের পথে চিন্হ একে একে। আমি চলছি অবিরাম, চলব অনন্তকাল। পথিকের কাছে চলাটাই বড়, আবেগটা নয়।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
স্বপ্নচারী পথিক বলেছেন: আমি অভিভূত । এইটা কি শুনাইলেন বস?
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এন এফ এস বলেছেন: জনৈক মাতাল বলেছেনঃ কত বুজাইলাম যাইছ না-আ-আ তাও চইলা গেলো...
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
স্বপ্নচারী পথিক বলেছেন: নেতায় কি না বলে, মাতালে কি না খায় !
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
স্বপ্নচারী পথিক বলেছেন: কে যেন চুপিচুপি প্লাস দিয়া গেল ! নামটা বলে গেলে খুশি হইতাম