নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে ১২ বছর আগে এই দিনে (০৬-০১-২০০৭) বেলা দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭০ জন বাসযাত্রী আগুনে পুড়ে মারা যায়। গ্যাসচালিত একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি অতিরিক্ত যাত্রী বোঝাই বাস (চট্ট মেট্রো-ব-১১-০২৭৪) দুপুর দেড়টায় সুয়াগাজী পৌঁছলে একটি সিএনজি অটো রিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ভয়াবহতায় কেউ উদ্ধার কাজে অংশ নিতে পারেনি। মাত্র ৭/৮ জন যাত্রী আহত অবস্থায় জ্বলন্ত বাস থেকে বের হতে সক্ষম হন। বাসের আহত যাত্রী কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামের অগ্নিদগ্ধ নজরুল, সালাম, রাবেয়া জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি কুমিল্লার গৌরীপুর স্ট্যান্ডে চট্টগ্রামগামী বেশ ক’জন যাত্রী উঠায়।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
নতুন-আলো বলেছেন: মর্মান্তিক
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: জানলাম....
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক কিছুই ভুলতে বসেছি আমরা।
আপনি কোথায় ?
ফিরে দেখা বাংলাদেশ, অনেকদিন পাইনা। প্রতিদিন খুঁজি।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: আহারে----
এই ঘটনা তো একেবারেই মনে নাই।