নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার আগ্রহ আমার সব সময়ই। তাই সারাক্ষণ শিক্ষানবিশের মতো ঘুরে বেড়াই। মাঝেমাঝে সময় পেলে পাহাড়ে ঘুরতে যাই বন্ধুদের নিয়ে।কখন ও বা ভেসে বেড়াই নদী কিংবা হাওরে। খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে

এ সাঈদ

এ সাঈদ › বিস্তারিত পোস্টঃ

অবসাদ

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭

ওর চলে যাওয়া, তোমার অবহেলা
না বলা কিছু কথা-
নির্মমভাবে আঘাত করেছিল।
এ জন্যে তো প্রায় তিন মাস-
ঘর থেকে বেরুই নি।
রাতগুলো কেটে যেত বেলকুনিতে বসে।
ক্লাস! তা তো ভুলে গেছিলাম,
উপলব্ধি করতাম বাবার চুপিসারে অশ্রুবিসর্জন,
মায়ের চোখে যা অনেক আগে শুকিয়ে গেছে।
আজও একসাথে হাঁটি, মাস্তি করি,
ভেব না, ওর স্বার্থ তোমার দ্বারে।
যে হৃদয়টা বহু আগে মরে গেছে-
সে জানে, কিভাবে তোমায় বাঁচিয়ে রাখবে।
যা কিছু ভাব, তাঁবেদার-ভৃত্য
কী স্বার্থে আসতো দিবারাত্র নিত্য।
জেনে রেখো তবু;সাহায্যের দাবী নিয়ে-
আসবে না সে কবু।
তোমার পরিচয় যাকে -
করেছিল সর্বস্ব বিলীন,
মলিন করেও আপন ভূবন-
রেখেছে তোমায় রঙিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.