![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
কখনো সন্ধ্যার আকাশ খেয়াল করেছ?
একরকম গাড় রক্তলাল রঙে ঢাকা থাকে আকাশ,
সন্ধ্যা নামে, তীব্র হয় অন্ধকার।
ভাবনারা বেড়ে উঠে কান্নার আদলে আমার,
তুমি চলে যাওয়ার আগের সন্ধ্যার আকাশটা এখনো সেই রঙেই আছে।
আমি আকাশ দেখতাম, সন্ধ্যার সেই লাল রঙে তোমাকে পেতাম...
আজো আমার আকাশ দেখা হয়, শুধু তোমায় দেখা হয়না;
ঠিক ততটা ভালবাসার তীব্রতা ছিল আমার কাছে,
যতটা তীব্রতা তোমার যাওয়ার ছিল।
©somewhere in net ltd.