![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্রিকেট খেলার একজন নিয়মিত দর্শক। প্রায় সারাদিন খেলার চ্যানেল দেখি। সেই সুবাদে একদা দেখতে পেলাম, ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে পরাজিত করে। কিন্তু তারপর থেকেই ভারত অজেয়। অবশ্য এটাও ঠিক যে, আমি বেশিরভাগ খেলাই লাইভ দেখি নাই। কিন্তু ভারতের খেলা মানেই ভারত জিতবেই। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ধোনি, রাইডু, জহির, অশ্বিন-একেকটা একেক জিনিস!!
অকল্পনীয় একটা দল, প্রতি ম্যাচ জিতেই চলেছে। ইংল্যান্ডের এক ক্যাপ্টেন তো বলেই ফেললেন, "এটা হলো সুপার ইন্ডিয়া"। আমার তো মনে হচ্ছিল, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এর অস্ট্রেলিয়া দলও ওদের সাথে পারবে না!
কিন্তু এশিয়া কাপে বিস্ময়করভাবে ওরা হেরে গেল! তা-ও আবার পাকিস্তানের কাছে। এরপর আমি যতই খেলার চ্যানেল দেখি ভারতকে হারতে দেখি না। টি-২০ বিশ্বকাপের ম্যাচের পরে/এক ইনিংস শেষে দেখি ভারত পাকিস্তানের সাথে এক ম্যাচে জিতেছে। পরে দেখলাম, এটা ১ম টি-২০ বিশ্বকাপের ফাইনাল। পরেরদিন আরেক ম্যাচের মাঝামাঝিতে দেখলাম, একই ম্যাচ এটা কী ব্যাপার? এক বিশ্বকাপ জয়, কয়বার দেখাতে হয়??
তখনই বিদ্যুতের মতো মাথায় খেলে গেল, টি-২০ বিশ্বকাপ তো আরও কয়েকটা হয়েছে, সেগুলো কই গেল? তারপর ক্রিকইনফো ঘাটাঘাটি করে জানলাম, আমি এতদিন ভুল দেখেছি। ইন্ডিয়া ম্যাচ জিতেছে সত্য, তবে ঘরের মাঠে। এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি এই দল, নিউজিল্যান্ডের কাছে হারতে হারতে এদের ত্রাহি মধুসূদন অবস্থা। আর এরা নাকি ক্রিকেট বিশ্বের অধিকর্তা হতে চায়?
ঠিক আছে, তারা হতে চায়, চাইতেই পারে। টাকা হলে কিছু মানুষের নাকি কুকুরের বৈশিষ্ট্য এসে পড়ে, যেনতেন কুকুর নয়-ঈশপের গল্পের সেই কুকুর, যে পানিতে নিজের ছায়া দেখে বেশি লোভে সবই খুইয়ে বসে। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা টিভি চ্যানেল যদি দিনের ৬০-৭০% সময় ধরে দেখাতে থাকে একটা নির্দিষ্ট দল অজেয় ধারায় জিতেই চলেছে, যেখানে তাদের প্রকৃত জয়ের হার এবং দলের মান খুবই খারাপ-সেটা কি খুব ভালো কথা?
এইসব খেলার চ্যানেলের একজন নিয়মিত দর্শক যদি বাইরের দুনিয়ার ক্রিকেটের খবর না রাখেন, তাহলে কোন সন্দেহ নেই-"ভারত সর্বশেষ কবে, কার সাথে কোন ম্যাচ হেরেছে?" এই প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারবেন না।
আরও দূঃখজনক ব্যাপারটা নিয়ে বলি,এইসব চ্যানেল আমাদের দেশের খেলা লাইভ আর দুইদিন পরে একটা হাইলাইটস দিয়ে দায়িত্ব সারে। আর আমাদেরকে বাংলাদেশের গৌরবময় মুহূর্তগুলো খুঁজতে ঘাটতে হয় ইউটিউব। আমাদের দেশে রাজনীতিকেরা এক এক করে নিজেদের চেহারা প্রদর্শনের জন্য এক এক করে টিভি চ্যানেল খুলে বসেন। অথচ এত চ্যানেল দিয়েও দেশের দর্শকদের দেশীয় চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না।
আমাদের কী দরকার নেই একটা দেশীয় খেলার চ্যানেলের? যেখানে স্পন্সর করবে বিভিন্ন বহুজাতিক কোম্পানি। এর ওর কাছে ধরণা দেওয়া লাগবে না স্পন্সরের জন্য। যেখানে সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের খেলা দেখানো হবে আর গুরুত্বপূর্ণ খেলা না থাকলে ক্রিকেটে বাংলাদেশের খেলাগুলো দেখাক। হেরেছিলাম, তাতে কী!
আমাদের খেলোয়াড়েরা হয়তো একটা হারা ম্যাচ দেখানোর সময় ওই চ্যানেলটা টিউন করলো, তার মনে পড়তেও পারে, "সেদিন এই ভুলটা করেছিলাম, আর করবো না"।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, হংকং-এর সাথে হেরেছি তো কী হয়েছে? ভারতকে হারিয়েও তো দিতে পারি। বাংলাদেশও তো ভারতের জন্য বিদেশ, তাই না!!
©somewhere in net ltd.