![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। কোথায় আনন্দে থাকব, তা না। ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বাসায় খুব কষ্টের জীবনযাপন করছি। আমার বড় ভাইও তার এই সময়ে কত ঘুরাফিরা করেছে, আর আমি............। পরিবারের ছোট হওয়ার আনন্দ হলো অন্যদের আদর পাওয়া যায়। আর অভিষাপ হলো, দুনিয়ায় আপনার চেয়েও ছোট সদস্যের আবির্ভাব ঘটে বলে আপনার আদর কমে যাবে, কিন্তু ছোট মানুষের মত আপনার কথার কোন মূল্য থাকবে না। পুরনো একটা গান মনে পড়ছে।
দিন রাত এখানেই থমকে গেছে
কনডেম সেলের পাথর দেয়ালে
প্রতি নি:শ্বাসে মৃত্যুর দিন আমি গুনছি
শোনো… জেল থেকে আমি বলছি ।।
কতদিন আকাশ দেখিনা আমি
দেখতে পারিনা চাঁদ তারা আর
বদ্ধভূমির এই সেল টা আমার স্মৃতির স্বপন হারাবার
তাই শেষ ক’টি দিন
তোমাকে ভাবি
বাতাসকে চুপি চুপি বলছি
শোনো জেল থেকে আমি বলছি ।।
জীবনের এই ক্ষনে ইচ্ছেগুলো
ডানা মেলে হয়ে গেছে অন্ধ
অবুঝ মনটা শুধু চায় যে নিতে
তোমার চুলের মৃদু গন্ধ
তোমার এই মুখ খানি বুকে ধরে
জীবন মৃত্যুর মাঝে দুলছি
শোনো… জেল থেকে আমি বলছি ।
©somewhere in net ltd.