![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র করো না হে প্রভু আমারহৃদয়ের পরিসর,যেন সম ঠাঁই পায়শত্রু-মিত্র-পর।
ধন্যবাদ নির্বাচন কমিশন,
পৃথিবীর ইতিহাসে তাদেরকে চীর স্বরনীয় করে রাখার জন্য হয়তো এহেন কাজ তারা করেছে, আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটকাল থেকে শুনে এসেছি যে ভোট নাকি আবার ডাকাতি হয় তবে আমি নিজের চোখে যেহেতু দেখিনি তাই কথাটার উপর তেমন আস্থা অমার ছিলনা তবে এটা আমি বিশ্বাস করি বিশেষ করে যারা সাধারনত যাকাত হয় তারা রাতে মনুষ্য বসতিতে অাক্রমন করে ধন সম্পদ লুটে নেয়,,, কিন্তু অবশেষে সেই নিজ চোখে না দেখার স্বাদ আমার মিটেছে ২৮ এপ্রিল ২০১৫ এর সিটি কর্পোরেশন নির্বাচনে, আমি দেখেছি দিন দুপুরে ডাকাতি, একজন ভোটার নাম্বার লিখছে ২ জন সিল মারছে ১ জন টিপ দিচ্ছে ২ জন ভাজ করে ঢুকাচ্ছে, আমি দেখলাম কিভাবে প্রশাশন তার স্বপতের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, অমি দেখেছি স্বাধীনতার চেতনা কিভাবে ধর্ষিত হচ্ছে পশুর হাতে তার প্রতিটি সিলের আঘাতে, আমি দেখেছি গনতন্ত্রকে কিভাবে কুঠারের আঘাতে ক্ষতবিক্ষত করা হচ্চে, গলা টিপে হত্যা করা হচ্ছে, আমি দেখেছি নির্বাচন কমিশনের এক নির্মম উপহাস, গনতন্রের নির্ম ম পরিহাস, আমাকে ভোটের বুথের ভিতর নিয়ে যাওযা হলো পরিচিত এক লোকের কল্যানে তখন এই সিনেমার স্যুটিং দেখে আমার হাত পা কাপা শুরু হলো,,,আমি প্রিজাইডিং অফিসার, নির্বাচনি কর্মকর্তার চোখের দিকে তাকালাম অসহায়ের মত ছল ছল চোখে চেয়ে রইলো অমার চাহনির দিকে, আমার চোখের জল গড়িয়ে পড়লো নিরবে নিবৃতে নিজের অজান্তেই,সয্য করতে না পেরে ১৫ মিটি পরে বের হয়ে গেলাম, অল্লার কসম আমি কেদেছি,,, হায়রে স্বাধীনতা তুমি কোথায় ? ইতহাস কখনো কাইকে ক্ষমা করেনা,,,, পৃথিবী যতদিন রবে এই নির্বাচন কমিশন ও নির্বাচন তোমাকে পৃথিবী ভুলবেনা !!!!!
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮
ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: এক চোখা বা অন্ধ? যারা তারা পড়ে দেখতে পারেন।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯
অাজব জাহাঙ্গীর বলেছেন: ৩০ লক্ষ শহীদের আত্মার বুকে তারা যাতনার সীল মেরেছে!
তাদের প্রতিটা সীলে পাকিদের উল্লাস,,,,,,,,,,অনন্য অসাধারন ধন্যবাদ,,,,,হৃদয়ে রক্ত ক্ষরন হচ্চে ভাই, বিদ্রোহী ভৃগু
৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৩
ফেরদাউস আল আমিন বলেছেন: প্রায় সকল কেন্দ্রেই নাকি এরকম জাল ভোট দেয়া হয়েছে বলে জানা যায়
৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪
সজল কির্ত্তনিয়া বলেছেন: পাকি জারজ - বাঙালীর হাসি মাখা মুখে ভোট মারা দেখলে তোদের চুলকানী উঠে।
বাসে নিরিহ মানুষদের যখন পেট্রল বোমা মারা হয় তখন তোরা কৈ থাকস
৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আইছেরে ভাদার নাপাক জারজ!!!
পিস্তল ঠেকিয়ে বের করে দেয়া হলো এজেন্টকে--
প্রিজাইডিং অফিসার তখন কাঁপছিলেন
ভোটকেন্দ্রে সংঘর্ষের কবলে সুইডিশ রাষ্ট্রদূত
এইসব হলো ভাদা কুত্তাগো বাঙালীর হাসিমূখৈ সিল মারার নমুনা!!!
শেইম ম্যান শেইম!!!
বাসে পেট্রোল বোমা সহ ধরা পড়া ৬০ ভাগ ছাত্রলীগ, যুব লীগ আওয়ামীলীগ!!
ওরা বোমা বানাইতেছিল কেন? বহন করতে ছিল কেন??? ধরা পড়তেছিল কেন???
এইটা ৭২ সাল না। যা খূশী গ্যাজাইবা আর দুইটা অশ্লীল বাক্য শুনলে সবে পালাইব!!!
বিবেকহীন দলান্ধ বিক্রীত এবং বিকৃত চেতনাধারী ধ্ভংস হোক।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯
এরিসপ্লেটো বলেছেন:
সময় কাউকে ক্ষমা করেনা। নিজেকেও না।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২০
শ্রাবণধারা বলেছেন: সজল কির্ত্তনিয়া ভাই, আফনে কি লীগের ক্যাডার ? ক্যাডার হইলে - চালাম ভস.......
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে স্বাধীনতা তুমি কোথায় ? ইতহাস কখনো কাইকে ক্ষমা করেনা,,,, !!!!!
এই প্রহসেনর সাফল্যেও দেখী শেয়াল শকুনেরা উল্লাস করে!!
নিজের অণ্যায়কে পাপকে বাহাদুরী মনে করে!!!!
গণতন্ত্র, স্বাধীনতা আজ তাদের হাতে প্রহসনের বিষয়! ৩০ লক্ষ শহীদের আত্মার বুকে তারা যাতনার সীল মেরেছে!
তাদের প্রতিটা সীলে পাকিদের উল্লাস! কারণ তারাও ছিল অনির্বাচিত স্বৈরাচার। আজকের ভোট ডাকাতরাও অনির্বাচিত স্বৈরাচার!!!!
স্বৈরাচারে পতন হোক। গণতন্ত্র মুক্তি পাক।