নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কি চোরাবালি...

আকাশদেখি

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....

আকাশদেখি › বিস্তারিত পোস্টঃ

এক অন্ধ চা বিক্রেতা আর আমাদের গলাবাজ দেশপ্রেমিক........

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

সেদিন অফিসের কাজে নওগাঁ জেলার পোরশা থানার নিতপুর বাজারে যাই। কাজ শেষ করে এখন ফেরার জন্য অপেক্ষা করছি কিন্তু বাসের কোন খবর নাই। পরে চা খা্ওার জন্য পাশের একটা চা ষ্টলে ঢুকি। ছেলে টাকে বলি চা দিতে। কিন্তু প্রথম থেকে তাকে আমার কাছে একটু কেমন কেমন যেন লাগছিল। চা খেতে আমি কি জানি ভাবতে থাকি, হঠাৎ খেয়াল করলাম ছেলেটা অন্য এক জনের চা বানাতে গিয়ে চিনির কৌটাটা থেকে ঠিক মত চিনি নিতে পারছে না। একবার কৌটার ভিতর আর একবার কৌটার বাহিরে চামচ টা দিচ্ছে। পরে আবার দেখলাম আমার কাছ থেকে কাপটা নেয়ার সময় হাত দিয়ে কাপটা খোঁজছে। আমি থ হয়ে গেলাম... ছেলেটি তাহলে অন্ধ!!! আমি বেশ কিছু সময় বসে বসে তার কাজ দেখতে লাগলাম। চুলোয় লাকড়ি দেওয়া, কাপ ধোয়া, কাষ্টমার সামলানো.... দোকানে শুধু চা-ই না সিংগাড়া, ছোলা, আর মিষ্টি জাতীয় কিছু খাবার ছিল। ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছা করছিল কিন্তু তার ব্যস্ততার জন্য আমি তার কাছে যেতে পারছি না। পরে পাশের দোকানদার কে বললাম, চা ষ্টলের ছেলেটা কি অন্ধ? দোকানদার বলল, তার নাম রুবেল, কিছুদিন আগে বাবা হঠাৎ করে মারা যায়। পরে থেকে রুবেল আর তার বড় ভাই দুইজনে এই দোকান চালায়। একটু পরে আমার বাস আসলে আমি বাসে উঠে পরি আর ভাবতে থাকি রুবেলদের কথা....।আর পাশাপাশি মিলাই নষ্ট রাজনীতিবিদ দের নষ্ট খেলা, হলমার্ক, ডেসটিনি কেলেংকারি, পদ্মা সেতু, আমাদের দেশপ্রমী আবুলদের কথা.......।



রুবেলরা যেখানে প্রতিনিয়ত চেষ্টা করছে নিজের ভাগ্যকে বদলানোর আর তারা সেখানে প্রতিনিয়ত চেষ্টা করছে অন্যের ভাগ্য নিয়ে ছিলিমিলি খেলার....।

জানিনা রুবেল পারবে কিনা তার ভাগ্য বদলাতে, কিন্তু আমাদের তথাকথিত গলাবাজ দেশপ্রেমিকেরা ঠিকই বদলে নিযেছে তাদের.....

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই রকম লেখা পড়লে নিজের অর্কমণ্যতার জন্য হীন মনে হয়। কবে যে এই দেশ আর মানুষের জন্য কিছু করতে পারব!

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

আকাশদেখি বলেছেন: চেষ্টা করে যান পারবেন...

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

হেডস্যার বলেছেন:
কথা সত্য :|

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

আকাশদেখি বলেছেন: হুমমম কথা সত্য.....

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

তুষার মানব বলেছেন: হেডস্যার বলেছেন:
কথা সত্য :|

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

সেফানুয়েল বলেছেন: এই ঘটনার কথা শুনে বলিউডের সিঙ্গহাম ছবির একটি ডায়লগ মনে পড়লো যেখানে নায়ক অজয় দেবগান ভিলেন কে থানার মধ্যে একজন্য চা বিক্রেতা ছোট ছেলের উদাহরন দিয়ে বলছে..
ইয়ে ছোটু হ্যায়। দিন ভার রোজ চা-ই বানাকে লোগকো পিলাকে মেহনাত কি কামাই কারতিহে। তুঝমে হ্যায় ইয়ে অওকাত?
এই ডায়ালগ সম্পর্কে পরবর্তীতে চিন্তা করেছি । আসলেই তো যারা সততার সাথে অল্প আয়ের পয়সায় জীবন যাপন করে তাদেরকে আমরা কতটুকু সন্মান করি? সিনেমার এই অংশটি অনেক বড় শিক্ষা দেয়। রুবেল তার শারিরীক প্রতিবন্ধকতা থাকা স্বত্বেও সে সৎ উপার্জনের রাস্তা ধরেছে। রুবেলের জীবনের প্রতি শুভ কামনা রইল সে যেন নিজের পায়ে দাড়াতে পারে।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০১

আকাশদেখি বলেছেন: আসলে আমরা কেন পারিনা সৎ হতে, শারিরীকভাবে ভালো মানুষ হয়েও......

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

বশর সিদ্দিকী বলেছেন: কাদের কথা বলছেন যাদের ছেলের তিনটা গাড়িড় টোটাল মুল্য ১কোটি টাকার উপরে আর মেয়ের পার্লার খরচ মাসে ৫ লাখ টাকার উপরে তাদের কথা???

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০১

আকাশদেখি বলেছেন: বুঝে নিন কার কথা বলছি.....

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

আইজউদদীন বলেছেন: কথা সত্য :| :| :| :( :(

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



রুবেলরা যেখানে প্রতিনিয়ত চেষ্টা করছে নিজের ভাগ্যকে বদলানোর আর তারা সেখানে প্রতিনিয়ত চেষ্টা করছে অন্যের ভাগ্য নিয়ে ছিলিমিলি খেলার



যথার্থ বলেছেন।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

আকাশদেখি বলেছেন: জানি না কতটুকু যথার্থ বলেছি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.