নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কি চোরাবালি...

আকাশদেখি

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....

আকাশদেখি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের কয়েকটি বিস্ময়কর সংরক্ষিত জায়গা

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮



কোকাকোলার রেসিপি সম্ভবত ইতিহাসের সবচেয়ে গোপন রেসিপি! আজ পর্যন্ত কেউ কোকাকোলার রেসিপি বের করতে পারেনি, এজন্যে কোকাকোলার স্বাদটাও হয় অন্যরকম। যুগ যুগ ধরেই কোম্পানীর অতি বিশ্বস্ত কয়েকজন ছাড়া এই রেসিপি কেউ জানতে পারে না। ২০১১ সালের ডিসেম্বরে ৬.৬ ফুট মোটা ধাতব ভল্ট বানানো হয় যেখানে কোকাকোলার রেসিপি নিয়ে কাজ করা হয়। এখানে সেই ব্যক্তিবর্গ ছাড়া আর কেউই যেতে পারেন না। কঠোর নজরদারীর ওপর রাখা হয় এই ভল্টটিকে।











আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের সামরিকঘাটি এরিয়া ৫১ বিশ্বে বহুল আলোচিত স্থানগুলোর একটি। এ স্থাপনাটি লাসভেগাস থেকে ৯৫ কিমি দুরে “গ্রুম” লেকের পাশে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এ ঘাটির প্রবেশপথে লেখা আছে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজপর্যন্ত বেসামরিক কেউ দাবী করেনি তিনি এরিয়া ৫১ এ ঢুকেছেন। তবে স্থাপনাটিকে বিতর্কিত ও রহস্যময় করে তোলার পিছনে আশপাশের বাসিন্দারাই দায়ী। তাদের অনেকের দাবী এরিয়া ৫১ এর আকাশে ফ্লাইং সসারের মত মত কিছু উড়তে তারা দেখেছেন। আবার অনেকেই নাকি এমন দ্রুতগতির বিমান উড়তে দেখেছেন যার গতি সাধারন বিমান বা যুদ্ধবিমান কোনোটার সাথেই মিলে না।











ডিজনীল্যাণ্ডে অবস্থিত এই ক্লাবটি শুধু গোপনীয়তার জন্যই যে বিখ্যাত তা নয়, এখানে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে গুণতে হবে ১০ থেকে ৩০ হাজার ডলার!









এটি ফ্রান্সেস্কো বিয়াঙ্কো নামক একজন ইটালিয়ান ভদ্রলোক কতৃক ১৬৯৩ সালে প্রতিষ্ঠিত ক্লাব। এই ক্লাবের সদস্য হতে হলে আপনাকে অবশ্যই সাদা ইংরেজ হতে হবে! শুধু তাই নয়, কমপক্ষে দুজন পরিচিত সদস্য থাকলেই কেবল এই ক্লাবের সদস্য হওয়া যাবে। অবশ্য কারা এই ক্লাবের সদস্য এটা কখনই জানা যায় না!

এসব জায়গা যে দূর্গম এলাকায় অবস্থিত এমন নয়, তবুও যে কেউ চাইলেই সেখানে যেতে পারবেন না! কারণ জায়গাগুলোতে সবার প্রবেশাধিকার নেই! আসুন ঘুরে আসি এমন কিছু জায়গা থেকে, আপাতত ছবি দেখেই স্বাদ মিটিয়ে নিই!









এটি ১৯৫০ সালের পর শীতল যুদ্ধের সময়কালের স্থাপিত মার্কিন আবহাওয়া অধিদপ্তর। এটি খুবই গোপনীয় এবং এখানে ঠিক কি করা হয় সে সম্পর্কে কোনো তথ্যই কোথাও নেই। কথিত আছে এই অঞ্চলকে last hope বা সর্বশেষ আশা বলেও ডাকা হয়!









১৭৩৪ সালে অবস্থিত এই ব্যাঙ্কের ভল্টটি লন্ডনের একদম মাঝখানে অবস্থিত। অগণিত সোনা দিয়ে পরিপূর্ণ এই ব্যাঙ্ক। ভল্টের ঢুকতে হলে যে প্রবেশ পথের দরজাটি রয়েছে সেটি খুলতে ৩ ফুট লম্বা একটি চাবি ব্যবহার করা হয়! এতে করেই বোঝা যায় কি নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে এই ভল্টটি!









এটি বিশ্বের বিখ্যাত একটি দ্বীপ যা কীনা বিষাক্ত সাপের জন্য বিখ্যাত! প্রায় ৫ হাজারেরও বেশী সাপ এই ছোট্ট দ্বীপটিতে গিজগিজ করছে! ব্রাজিল সরকার জনসাধারণের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে। অল্প কিছু বিশিষ্ট বিজ্ঞানী ছাড়া এই দ্বীপে কারও প্রবেশাধিকার নেই









এটি আসলে পুরোটাই গোপন নয়, এখানে যে কেউ যেতে পারে, যেকোনো ডকুমেন্ট নিতে পারে, তবে এগুলোর মাঝে একটি গোপন ভল্ট থেকে কেউ কোনো ডকুমেন্ট নিতে পারেনি গত ৭৫ বছর ধরে! সেই গোপন ভল্টে কি আছে কেউ জানেও না এখন!









৬০০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত ডালাসে অবস্থিত এই গুগল ডাটা সেন্টারটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে। এখানে কারোর প্রবেশাধিকার নেই, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও! গুগলের এই ডাটা সেন্টারের গোপনীয়তা রক্ষার জন্য তাদের নিজেদের প্রশিক্ষিত বাহিনী রয়েছে!





এই লিংক থেকে নেওয়া



***আমার যত ছবি ব্লগ*** (আপেডট)

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর তথ্য

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

আকাশদেখি বলেছেন: সুন্দর বলেই শেয়ার করলাম

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অনেক অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ ।

++++++++++++++++

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

আকাশদেখি বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

শাহরিয়ার খান রোজেন বলেছেন: অর্ধেক ছবি সম্পর্কে নতুন জানলাম। বাকি অর্ধেক আগেই জানা ছিল। যাহোক ভালোই লিখেছেন।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আকাশদেখি বলেছেন: লিখাটা কপি করা হি হি

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

লিন্‌কিন পার্ক বলেছেন:

দারুন । প্লাস :)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

ভ্রমন কারী বলেছেন: প্লাস

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ আবার আসবেন

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

নীল আকাশ আর তারা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

এম আর ইকবাল বলেছেন: ভাল তথ্য দিলেন ।
প্লাস + + +

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক নতুন কিছু জানলাম। কিছু আগে থেকেই জানতাম।

++++

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

আকাশদেখি বলেছেন: ভালো লাগলো

৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: প্রবেহ নিষেদ শুনলেই ঢু মারতে ইচ্ছে করে, চমৎকার কিছু তথ্য জানলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

আকাশদেখি বলেছেন: নিষেধের প্রতি কৌতুহুল সবসময় থাকে

১০| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

এহসান সাবির বলেছেন: এটি আসলে পুরোটাই গোপন নয়, এখানে যে কেউ যেতে পারে, যেকোনো ডকুমেন্ট নিতে পারে, তবে এগুলোর মাঝে একটি গোপন ভল্ট থেকে কেউ কোনো ডকুমেন্ট নিতে পারেনি গত ৭৫ বছর ধরে! সেই গোপন ভল্টে কি আছে কেউ জানেও না এখন!

ভল্ট টা কোন দেশে।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

আকাশদেখি বলেছেন: ভাই এটা ভ্যাটিকানের গোপন আর্কাইভ।

খেয়াল করি নাই, অনেক অনেক ধন্যবাদ ভূল টা ধরে দেওয়ার জন্য

১১| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

মামুন রশিদ বলেছেন: সত্যি বিস্ময়কর!

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

আকাশদেখি বলেছেন: হুমমম আসলেই বিস্ময়কর!

১২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

ড. জেকিল বলেছেন: অনেক সুন্দর কৌতুহল উদ্রেককারী পোস্ট। অনেক ভালো লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

আকাশদেখি বলেছেন: আপনাদের ভালো লাগলে, আমারও ভালো লাগে

১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

আকাশদেখি বলেছেন: চেষ্টা করেছি

১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

হাতীর ডিম বলেছেন: ভালো লাগলো :)

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তৃতীয় দরজাটা বলেন তো কী? B-)

কেন ঢোকা নিষেধ?

দারুণ পোস্ট, ভাললাগল ভাই।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

মধু নদীর জোলা বলেছেন: ভাই অনেক নতুন কিছু জানলাম

১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এস এম কায়েস বলেছেন: ডিজনীল্যাণ্ড এর এই ক্লাবের সদস্য হওয়ার জন্য আপনাকে ১০ বছর ওয়েট করতে হবে। আরও কিছু বর্ননা দিলে ভাল লাগত। তারপরেও ধন্যবাদ জানানোর জন্য।

১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

চারশবিশ বলেছেন: আগে কিছুই জানতাম না

আপনার সুবাদে অনেক কিছু জানলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.