নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কি চোরাবালি...

আকাশদেখি

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....

আকাশদেখি › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের কিছু দুর্লভ ছবি

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬



প্রথম স্ত্রী গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদ৷ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর নাতনি ছিলেন গুলতেকিন





বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের সঙ্গে হুমায়ূন আহমেদ





মা আয়েশা ফয়েজের সঙ্গে হুমায়ূন আহমেদ ও তাঁর পাঁচ ভাইবোন৷





সুফিয়া হায়দারের মেয়ে শবনম হায়দার শর্মিকে নিয়ে বড় মামা হুমায়ূন আহমেদ





হুমায়ূন আহমেদের সঙ্গে মা, বোন ও দুলাভাই সহ অন্যরা





বোন সুফিয়া হায়দার, যাঁকে হুমায়ূন আহমেদ অনেক বইতে শেফু নামে উল্লেখ করেছেন, এবং ছোট ভাই আহসান হাবীবের সঙ্গে হুমায়ূন আহমেদ৷





গুলতেকিন ও নূহাসের সাথে









মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই অতি প্রিয় হুমায়ূন আহমেদ স্যারকে।

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: গভীর শ্রদ্ধা প্রিয় লেখকের জন্য।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সব ছবি। বিনম্র শ্রদ্ধা জানাই স্যারকে।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

শাহাদাৎ অালম বলেছেন: শ্রদ্ধা রইল অামার ো িপ্রয় েলখেকর জন্মিদেন।অামােদর মােঝ েবেচ থাকেবন িচরকাল।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

মামুন রশিদ বলেছেন: প্রিয় লেখক কে নিয়ে সুন্দর ছবি ব্লগ ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই দুর্লভ ! চমৎকার পোষ্ট !

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ব্লকড বলেছেন: চমৎকার সব ছবি। প্রিয়তে নিলাম।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আধখানা চাঁদ বলেছেন: লেখক এখন কেবলই স্মৃতি। বিনম্র শ্রদ্ধা

৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

টুম্পা মনি বলেছেন: চমৎকার সব ছবি। প্রিয়তে নিলাম।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

দুরন্ত-পথিক বলেছেন: সুন্দর সব ছবি । আর ছবি এখন শুধুই স্মৃতি ।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

শায়লা িসিদ্দক বলেছেন: চমৎকার পোষ্ট !

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

মোঃ ইসহাক খান বলেছেন: ছবিগুলোতে ভালোলাগা।

হুমায়ূন আহমেদের জন্য শ্রদ্ধা।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ । প্রিয়তে নিলাম ।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

আকাশদেখি বলেছেন: যারা যারা পড়েছেন এবং মন্তব্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২২

খেয়া ঘাট বলেছেন: আমি ময়ূরাক্ষী বলেছেন: গভীর শ্রদ্ধা প্রিয় লেখকের জন্য।

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫২

প্রিন্স মাহমু দ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: Nice Post . thanks

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

রমিত বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই অতি প্রিয় হুমায়ূন আহমেদ স্যারকে।
উনার এতগুলো দুর্লভ ছবি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

রমিত বলেছেন: Click This Link

অতি দূর থেকে দেখা একজন হুমায়ুন আহমেদ
--------------------------------------------- ডঃ রমিত আজাদ

২১| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সিদ্ধার্থ. বলেছেন: আমি হিমু পড়েছিলাম ।তবে হুমায়ুন আহমেদ কে চিনতাম না ।লেখকের প্রতি শ্রদ্ধা ।আসলে উনি যে এত বড় এবং শ্রদ্ধেয় লেখক ,নাট্যকর্মী এবং একই সাথে চিত্র পরিচালক তা আমি সামু তে না আসলে জানতেই পারতাম না ।

২২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

বৃতি বলেছেন: ভাল লাগল ছবিব্লগটি । শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.