![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....
আজ রাজশাহী থেকে আসার সময় আব্দুলপুর স্টেশন থেকে খেজুরের গুড় দেখে তাড়াতাড়ি কিনে বাসায় আসি। কাজের ছেলেটাকে বলি পায়েস রান্না করতে, আমার কথা শুনে ওর কান্না কাটি অবস্থা। যদিও ও অনেক ভালো রান্না করে। পরে আর কি করা, মা কে ফোন দিলাম.। আর জেনে ণিলাম পা্যেস এর রেসিপি...
এটা আজ আমার রান্না করা পায়েস
উপকরণ: পোলাওয়ের চাল আধা কাপ (ভেজানো), দুধ এক লিটার, খেজুরের গুড়, তেজপাতা , দারচিনি , কিশমিশ, বাদাম কুচি , পানি পরিমাণমতো।
প্রণালি: দুধ ফুটিয়ে এক লিটার থেকে ঘন করে আধা লিটার করতে হবে। গুড় এক কাপ পানি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। চাল ধুয়ে তিন কাপ পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে ঘন হলে তাতে গুড়,(গুড় পরে দেয়ার কারন হল, আগে দিলে নাকি দুধ ফেটে যেতে পারে, আর এর জন্য দেখতে এবং খেতে নাকি ভালো লাগবে না, তাই মা বার বার বলছেন গুড়ের পানি টা পরে দিতে) দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করা যায় গুড়ের পায়েস।
আপনাদের সবায়কে দওয়াত দিলাম । খেয়ে বলবেন কেমন হল আমার প্রথম রান্না করা পায়েস।
আমি অবশ্য কাল সকালে খাবো, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পায়েশ কিন্তু অনেক জোস লাগে আমার কাছে..।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
আকাশদেখি বলেছেন: ভাই আমি থাকি নওগাঁ.. এখানে থ্রিজি নাই
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
বেকার সব ০০৭ বলেছেন: ফ্রিজে রেখে দিন আমি আসতেছি
২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮
আকাশদেখি বলেছেন: আসেন ভাই আসেন.... একসাথে খাবো
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হুমম ভাই আমার প্রিয় খাবার
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার আম্মাকে পায়েস রাধতে বলেছি ।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
আকাশদেখি বলেছেন: ভালো একটা কাজ করছেন...
আশা করি পরের বার নিজে নিজে রান্না করবেন.
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ওয়াও! !! সত্যি দেখতে অসাধারণ হয়েছে খেতে না জানি কেমন।সকালে খেয়ে কিন্তু জানাবেন কেমন হয়েছে /তবে চুরি করা খেজুরের রসের হলে নাকি মজা হয় :
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
আকাশদেখি বলেছেন: খেতে কিন্তু জোস হইছে..।
আসলেই অনেক মজার চুরি করে রস খাওয়ার...। কতবার যে ধরা খাইছি..।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
ইসপাত কঠিন বলেছেন: দাড়ান, দাড়ান। এখনই খেয়েন না। নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন কিন্তু। আপনি বরং পরীক্ষার জন্য কিছু স্যাম্পল আমার কাছে পাঠিয়ে দিন। টেস্ট করে দেখি।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
আকাশদেখি বলেছেন: ভাই স্যাম্পল তো সেই কখন আপনারে দিছি কিন্তু রেজাল্ট কবে দিবেন? এদিকে তো আমার অবস্থা খারাপ...। দূর কবে পাঠাবেন তার কোন ঠিক ঠিকানা নাই..। তাই খাইয়াই ফেলি...
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
নওগাঁতে গিয়ে আপনার রান্না পায়েস খেয়ে আসার দাওয়াত দিলেন ?
যেতে-আসতে যে খরচা হবে তাতে তো কয়েক গামলা পায়েস রান্না করে আয়েশে খাওয়া যাবে ||
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
আকাশদেখি বলেছেন: আমার রান্না করা পায়েস টা খাইলে, পয়সা উসুল হয়ে যাবে...
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
আমাবর্ষার চাঁদ বলেছেন:
ভাই, আমার লাইগা একটু পাঠায়া দ্যান..........
থ্রিজি তে কনভার্ট কইরা...