নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কি চোরাবালি...

আকাশদেখি

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....

আকাশদেখি › বিস্তারিত পোস্টঃ

...জীবন ও যান্ত্রিকতা ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮



কত কথা, কত শপথ আজও মনের মাঝে বর্ষার ঘনকালো মেঘের মত ভেসে বেড়ায়। আমাদের শপথ গুলো কিভাবে যেন ন্যাপথিলিন এর গন্ধের মত বাতাসে মিলিয়ে গেল। আসলে আমার এই শহুরে-ব্যাস্ত্ জীবনটাই কিছুতেই তোমাকে কাছে পেতে দিচ্ছে না। কি করবো? না পারছি তোমাকে ঠিকমত সময় দিতে না পারছই ব্যস্ততাকে দু'হাতে পৃথিবীর বাইরে ফেলে দিতে...



এবার কিন্তু সত্যি সত্যি কথা দিচ্ছি তোমার পাওনা সময় গুলো আর কেড়ে নিতে পারবে না আমার এই জীবন। প্লিস এবার ফিরে এসো তোমার-আমার স্বপ্নে দেখা এই ছোট্ট সংসারটায়। দেখ তুমিহীনা আমি কতটা কষ্টে আছি...



তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাদের বাগানের ফুলগুলো-ও কেমন যেন বিষন্ন মন নিয়ে ফুটে আছে, এই রিমঝিম বর্ষাটাও আর গান শুনায় না, কোজাগরি জোসনার চাঁদটাও কেমন ফিঁকে হয়ে গেছে, ঘরের চারদিকে কেমন একটা দুঃখি দুঃখি চেহারা...



প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দাও আর কখনও তোমার পাওনা সময়গুলো এই শহুরে হায়নাটাকে দিব না... শুধু তুমিই পাবে তুমি...

কি এবার নিঃশ্চয় তুমি আর অভিমান করে থাকবেনা...

প্লিজ ফিরেএসো তোমারই প্রিয় সাজানো ঘরটায়...

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

সকাল রয় বলেছেন: প্লিজ শব্দটাকে ঠিক করে নিন।
সুন্দর কথামালা সৃষ্টি হয়ে যাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

আকাশদেখি বলেছেন: খেয়াল করি নাই... ধন্যবাদ

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ ভালো লাগার চোখে দেখার জন্য

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: ভাল লাগল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ ভালো লাগার চোখে দেখার জন্য

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


ভালো লেগেছে আপনার এই আহ্বানমাখা আবেদনপত্র!!



সে ফিরে আসুক অভিমান ভুলে :)
শুভেচ্ছা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

আকাশদেখি বলেছেন: ফিরে আসুক এটা আমিও চাই... কিন্তু ভয় যান্ত্রিকতা আর ব্যস্ততা নিয়ে

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন: সে কি ফিরেছে ?
ফিরলে একটা সুখী সুখী পোস্ট দেবেন :)

আকাশে মেঘ দেখতে ভালো লাগে না!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

আকাশদেখি বলেছেন: ফিরলেও সময় দিতে পারব কিনা জানিনা... :(



আপনার সাথে ঝগড়া করতে ইচ্ছা করছে... কেন এমন করলেন? X( কাছে পেলে কি যে করতাম.....

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:

আমিতো ঝগড়া করতে পারি না! :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

আকাশদেখি বলেছেন: তাহলে তো চলবে না...।

হুমমম তাহলে কি করা যায়, এক কাজ করেন লিখাগুলো মুক্ত করে দিন তাহলে আর কিছু করতে হবে না...

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:

করবো!
যেদিন ভালো থাকবো অনেক...
সেদিন!


:)
ভালো থাকুন নিরন্তর!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

আকাশদেখি বলেছেন: দিলেন তো মনটা আরও খারাপ করে :((

আপনারও সময় কাটুক ভালো আর নিরন্তর...!

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

আকাশদেখি বলেছেন: চেষ্টা করেছি

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

পাঠক১৯৭১ বলেছেন: নেয়া দেয়া হলো সংসার; না নেয়া মানে ভালোবাসার অনুভুতি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

আকাশদেখি বলেছেন: হুমম

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

বেলা শেষে বলেছেন: একবার করে হলেও আমি আপনার "Blog" দেখবো এবং পড়বো ।
Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আকাশদেখি বলেছেন: ও. সালাম...

আপনার জন্য দু্য়ার খোলা রইল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.