নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কি চোরাবালি...

আকাশদেখি

নিঃশব্দে বসে আঁকা সপ্নগুলো,যা শুধু তোমাকে নিয়ে বোনাতুমি বলে ছিলে,যেদিন তোমার ভাললাগার বৃষ্টি নামবেসে দিন আমার বোনা সপ্নগুলো তুমি শুনবে।জানো আজ নাতোমার ভাললাগার বৃষ্টি নামছে,ঐ অব্যক্ত সপ্নগুলো....

আকাশদেখি › বিস্তারিত পোস্টঃ

...বৃত্ত...

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮



দেখতে দেখতে এক বছর হয়ে গেল!!! অনেকটা কষ্টেই কেটেছে দিন গুলি.... আজই শেষ রাত!! আমদের শর্তের শেষ দিন!!! আমি কিন্তু আমার কথা রেখেছি এই একটা বছরে একটা বারও তোমায় ফোন দেইনি, এস.এম.এস এমনকি একটা চিরকুট পর্যন্ত দেইনি!!! তবে একটা কাজ করছি



তোমার জন্য ৩৬৫ টা চিঠি লিখেছি... আর শেষের দিন তোমার দেওয়া সেই বেলী ফুলগুলো ছিঁড়েছি... মজার কথা কি জানো, তোমার দেওয়া ৩ টা বেলীফুলে কিভাবে যেন ৩৬৫টাই পাপড়ি ছিল.... তাই তো প্রতিটা চিঠিতে তোমার পাপড়ি আর আমার কলমের কালি দিয়ে সাজানো...



একটি নতুন সকাল আর একটি নতুন দিনের অপেক্ষায়...

সাথে সম্পর্কটা আরও একটু শক্ত করার প্রত্যয়ে...



তোমার একটা কথা খুব মনে পড়ছে আজ,

আমাদের সম্পর্কটা বৃত্তের মত যার কোন শেষ নেই....

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


হৃদয়ের সহজ সরল কথা বলিতে ব্যাকুল। +

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

আকাশদেখি বলেছেন: চেষ্টা করেছি বলিতে... কিন্তু শুনতে পেল কিনা বুঝতে পারছি না :(

২| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো লাগলো।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

আকাশদেখি বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহজ ভাষায় লিখেছেন। তীব্র গরমের মাঝে এই ধরনের সহজ লেখা পড়তে ভালো লাগে। :)

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

আকাশদেখি বলেছেন: গরমের আরাম ;)

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


:) ফেবুতে দিয়েছেন আগেই ... তাই না! পড়েছি এমন মনে হচ্ছে!

দিন কেমন কাটছে ? আজ কটা ঝাড়ি খেলেন? :-B



লেখায় একটা স্নিগ্ধতা আছে, ভালোলাগা জানবেন ...

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

আকাশদেখি বলেছেন: না আজ এখন পর্যন্ত খাইনি :)

এটা কিন্তু ঠিকনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.