নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

বিনোদন ১

০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৬:২০

বিনোদন ১

আমি কৌতুক শুনতে/দেখতে/চাখতে খুব ভালবাসি।

একটা সময় ছিলো নানা জায়গায় ঢুড়ে বেড়াতাম কৌতুক/চুটকি/হাস্যরস/রম্য/ব্যঙ্গের খোঁজে। পরশুরাম থেকে মুজতবা। নসরুদ্দিন হোক্কা থেকে পাভেল। গোপাল ভাড় থেকে সিং। আহসান হাবীব থেকে মীরাক্কেল। চাক নরিস থেকে সত্যজিৎ।

একসময় সব ক্লিশে হয়ে গেলো।

আর্শীবাদ হয়ে এলো ফেসবুক/ইউটিউব/সামহোয়ার ব্লগ। ব্যতিক্রমি কন্টেন্ট, রিচ মিনিং, ম্যাসেজ বিটুইন দ্য লাইন। পলিটিকো, মিজারেবল হিউমার।

এখন হাস্যরস অনেক জীবন্ত। নতুন আধার পেয়েছি অনেক। আমাদের হুজুরদের ওয়াজ সেইরাম জাক্কাস লাগে। চিটাগাং রোডের মসজিদ গুলার খুৎবা যে না শুনেছে তার জীবন বৃথা। আমি প্রায়শঃই ঐ খুৎবা গুলো শুনতে যাই। “সে বিরাট ইতিহাস”।

আর ভালো লাগে ধ্রুপদি ভাষণ ”ভীতি বি”-তে (BTV) সরকারের মন্ত্রীদের ভাষণ। আনন্দাশ্রু বের হবেই আপনার। না হলে ”আপনার পয়সা” ফেরত।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:


হুজুরদের ওয়াজ আসলেই বড় ধরণের কৌতুক। ব্লগের অনেক পোষ্ট অজান্তেই কৌতুকে পরিণত হয়।

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩০

আলাপচারী প্রহর বলেছেন: আপনার ৃষ্টিতে পড়েছি
নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।

২| ০৪ ঠা মে, ২০২২ রাত ৮:৫৬

জগতারন বলেছেন:

আর ভালো লাগে ধ্রুপদি ভাষণ ”ভীতি বি”-তে (BTV) সরকারের মন্ত্রীদের ভাষণ। আনন্দাশ্রু বের হবেই আপনার। না হলে ”আপনার পয়সা” ফেরত।
=p~

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩০

আলাপচারী প্রহর বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:৫৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি বিটিভি দেখেন?

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩১

আলাপচারী প্রহর বলেছেন: ভাইরে এই দুর্মূল্যের বাজারে মনের ক্ষুধা মেটাতে বাতাবী লেবুর ভীতি-বি ভরসা।

৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:১৩

রেজাউল৯৬ বলেছেন: চিটাগাং রোডের কাছাকাছি থাকি। ভাবতাম এই মসজিদেই এমন বিনুদন। আপনার কথায় বুজলাম ঐদিকের সব মসজিদেই সোন্দর আলুচনা হয়

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩২

আলাপচারী প্রহর বলেছেন: শুকরিয়া

৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: বাংলা - ইংলিশ মিশিয়ে উপস্থাপনা দারুন লাগল।

আমার কাছে মন্ত্রীদেরকে শিক্ষিত মিথ্যুক মনে হয়।
যেটা আসলেই কৌতূক।

০৫ ই মে, ২০২২ রাত ১২:৩৩

আলাপচারী প্রহর বলেছেন: এই গুরু চন্ডালী করতে চাই না। তবে লিখার সময় বাঙলা ভাষার শব্দ ভান্ডারের অভাব তীব্র ভাবে আমাকে পীড়িত করে
ক্ষমা করবেন।

৬| ০৫ ই মে, ২০২২ সকাল ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: বিনোদন বটে!

০৫ ই মে, ২০২২ সকাল ১১:২৮

আলাপচারী প্রহর বলেছেন: ধন্যবাদ

৭| ০৫ ই মে, ২০২২ দুপুর ১২:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: আপনার গল্প লেখার হাত ভালো।
শুভ কামনা।

০৫ ই মে, ২০২২ বিকাল ৪:২৩

আলাপচারী প্রহর বলেছেন: খুশী হলাম।
তবে সাহসী হলাম না লেখার চেষ্টা করতে গিয়ে। বাপরে, বহু মানসিক পরিশ্রম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.