![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৭
ডিজিটাল ভার্সন ঃ
কালা আর ধলা বাহিরে কেবল,
ভিতরে সবার সমান রাঙা।
গাবতলীর কোরবানির হাটে আইজউদ্দিন আনলো জোড়া গরু।
একটা সাদা, একটা কালো।
দেখতে ব্যতিক্রম, নামও দারুণ।
কালোটার নাম আওমি, সাদাটার নাম বিমপি।
টিকটকার পাইক পিয়াজ গেছে গরুদের সাক্ষাৎকার নিতে।
সরি, গরুদের মালিক আইজুদ্দিনের সাক্ষাৎকার নিতে।
পাইক পিয়াজঃ মাশাল্লাহ, তোমার গরুতো বেশ উচা লম্বা। কি খাওয়াও?
আইজুদ্দিনঃ কোনডারে? কালাডা না ধলাডা?
পাইক পিয়াজঃ কালাডা?
আইজুদ্দিনঃ কচি ঘাঁস, ভূষি, খৈল, (বিড়বিড় করে) আর ডোপ।
পাইক পিয়াজঃ আর ধলাডারে?
আইজুদ্দিনঃ অরেও কচি ঘাঁস, ভূষি, খৈল, (বিড়বিড় করে) আর ডোপ।
পাইক পিয়াজঃ তোমার গরুর গায়ের রংও ঝকঝকে উজ্জ্বল। কিভাবে যত্ন নাও?
আইজুদ্দিনঃ কোনডারে? কালাডা না ধলাডা?
পাইক পিয়াজঃ উমম, ধলাডা?
আইজুদ্দিনঃ অরে কারিনা কাপুরের ফেয়ার এন্ড লাভলি দিয়া ডলা দেই। মেবিলিনের কাজল পরাই।
অটোমেটিক চায়না মশারী পরাই।
পাইক পিয়াজঃ আর কালাডারে?
আইজুদ্দিনঃ অরেও কারিনা কাপুরের ফেয়ার এন্ড লাভলি দিয়া ডলা দেই। মেবিলিনের কাজল পরাই। অটোমেটিক চায়না মশারী পরাই।
পাইক পিয়াজঃ তোমার গরু দুইটা বেশ মোটাতাজা, ওজনদার। ১২ মণ তো হবেই, তাই না?
আইজুদ্দিনঃ কোনডার কথা জিগান? কালাডা না ধলাডা?
পাইক পিয়াজঃ কালাডা?
আইজুদ্দিনঃ কালাডার ওজন সাড়ে ১৩ মণ।
পাইক পিয়াজঃ আর ধলাটার ওজন?
আইজুদ্দিনঃ ধলাটার ওজনও সাড়ে ১৩ মণ।
পাইক পিয়াজঃ গরুর দাম কত হাঁকছো ?
আইজুদ্দিনঃ কোনডা? কালাডা না ধলাডা?
পাইক পিয়াজঃ (বিভ্রান্ত হইয়া), ধলাডা?
আইজুদ্দিনঃ ধলাডার একদাম ১৩ লাখ ৬৫ হাজার।
পাইক পিয়াজঃ (ধৈর্য্য হারাইয়া), আর কালাডা?
আইজুদ্দিনঃ কালাডারও একদাম ১৩ লাখ ৬৫ হাজার।
..... কালা আর ধলার গল্প চলে নিরন্তর।
মোরালঃ খাওয়া(লুটপাট), পরা(ভোগ), সাদা-ধলা(দল/শ্রেণি) নির্বিশেষে সুযোগ পাইলেই দেশ/দশের পোঙা মাইরা দেয়।
২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫২
আলাপচারী প্রহর বলেছেন: হাঁ, হাঁ, হাঁ
যার মনে যা,
ফাল দিয়া উঠবো তা
২| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্তমানটা ধলা আর
অতীতটা কালা!
বুঝলে বুঝ পাতা
না বুঝলে তেজপাতা!
৩| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:১৮
শায়মা বলেছেন: হা হা হা কালাডা ধলাডা
৪| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আসলে সমান আকৃতির ধলা গরুর চেয়ে কালো গরুর দাম বেশি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনডার কথা কইলেন?
কালাডার না ধলাডার!