নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

এই আক্রার বাজারে

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২১


ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৮

নতুন বোতলে পুরনো মদ
..................................।

আক্রার বাজারে মাংসের আকাল পড়ে গেছে।
কারণঃ

গরুগুলো প্রশাসন ক্যাডারে ঢুকে গেছে।

ভেড়াগুলো রাজনৈতিক দলে ভিড়ে গেছে।

ছাগলগুলো মন্ত্রী পরিষদে আসীন হয়েছে।

মহিষগুলো বিশ্ববিদ্যালয়ের চেয়ার দখল করেছে।

মুরগী গুলো সিনেমায় নেমেছে।

হাসগুলো টকশো-তে প্যাক প্যাক করে নরক গুলজার করে ফেলছে।

গাভী গুলো সংসদে আলো ছড়াইতেছে।

শুয়োর গুলো ডাক্তার সেজে চেম্বারে বসে আছে।


-তাই মাংসের আকাল পড়ে গেছে।


(রুশ কৌতুক,
মাসুদ মাহমুদ অনূদিত
'সোভিয়েতভস্কি কৌতুকভ';)

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৩

খাঁজা বাবা বলেছেন: ভাল বলেছেন

২| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩

ককচক বলেছেন: হুম।

৩| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০০

অদ্ভুত১৩ বলেছেন: মানুষগউলো ও সব মাছ হয়ে যাচ্ছে

৪| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

পুরানা দামান বলেছেন: মজা পেলাম। ++

আবুল মনসুর আহমদ উনার ফুড কনফারেন্স বইয়ে শেরে বাংলাকে ব্যঙ্গ করে কৃষক প্রজার নেতাদের ৪৩ এর দুর্ভিক্ষের জন্য খচ্চর ই বাংলা, গাধায়ে বাংলা, কুত্তায়ে বাংলা এরকম নানা টাইটেল দিয়ে মজার স্যাটায়ার লিখেছিলেন।

৫| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩০

কামাল৮০ বলেছেন: উপমাগুলো সুন্দর হয়েছে।

৬| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মিরোরডডল বলেছেন:

মজার :)

৭| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর
শকুনির পাল মাথার উপর চক্কর দিচ্ছে
ভাগাড়ে কোন মরা গরু পড়ে আছে কিনা
তার সন্ধানে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.