![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশান বায়ূ অগ্নি নৈঋত ২০২২/০৭
হোজ্জ্বার কৌতুক
জ্ঞানমার্গীঃ হুজুর, এই যে মুর্দা যায় খাটিয়ায় করে,
এর কোনদিকে থাকা মঙ্গলজনক?
খাটিয়ার আগে না পিছনে?
ডানে না বামে?
নসরুদ্দিন হোজ্জ্বাঃ এক দিকে থাকলেই হয়,
মাঝখানে না থাকলেই হোল।
০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৯
আলাপচারী প্রহর বলেছেন: স্যাটায়ারটি হয়তো ধরতে পারেন নি। খাটিয়ায় ফাইনালি থাকবার কথা বলা হচ্ছে।
২| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৪
বুড়া ভাম বলেছেন: বিটপি বলেছেন: কেন? মাঝখানে থাকলে অসুবিধা কি? আমি তো বেশিরভাগ সময়ে মাঝখানেই থাকি। সামনে ও পিছনে মুর্দার সন্তান ও ভাই-ভাতিজাদের জন্য বরাদ্দ থাকে।
মাঝখানে মুর্দা নিজেই থাকে । আপনিও কি ?
৩| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৬
বিটপি বলেছেন: বুড়া ভাম, মুর্দা মাঝখানে থাকেনা, মুর্দা থাকে খাটিয়ার ভেতরে। প্রিপজিশন জানা থাকলে বুঝলে পারতেন ভেতরে আর মাঝখানে শব্দ দুইটার পার্থক্য কি!
০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৩
আলাপচারী প্রহর বলেছেন: প্লিজ, প্রিপজিশন জ্ঞান দিবেন ভালো কথা। পারসেপশন বুঝে নিন। এটা আমার সীমাবদ্বতায় অনুবাদে ভুল হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫১
বিটপি বলেছেন: কেন? মাঝখানে থাকলে অসুবিধা কি? আমি তো বেশিরভাগ সময়ে মাঝখানেই থাকি। সামনে ও পিছনে মুর্দার সন্তান ও ভাই-ভাতিজাদের জন্য বরাদ্দ থাকে।