নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

জিম্মি

১২ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১২

ঈশান বায়ূ অগ্নি নৈঋত ৪২৬

a + b = c

ঢাকার ইমামগঞ্জ থেকে ব্যবসায়ী অপহরণ করে নিয়ে গেল চট্টগ্রাম গহিড়া ।
মর্দে জোয়ান আমরা ৩ জন রওয়ানা হলাম উদ্ধারে।

কৌশলি হয়ে থানায় জিডি না করে গহিড়া উপজেলার পঞ্চায়েতে বিচার দিলাম।

পঞ্চায়েতের হেফাজতে অপহৃতের সাথে দেখা করলাম।

ওমা !! অপহৃত আছে রাজার হালতে, বিশাল মেহমানদারীতে অপহরণকারীর বাড়ীতে। শুধু তাকে বের হতে দেয় না।

ঘটনা আদ্যোপান্ত শুনে বুঝলাম আসল দোষী আমাদের অপহৃত ব্যক্তি।

র্দীঘদিন পাওনা টাকা দেয় না। তাকে পটিয়ে দাওয়াত দিয়ে ঘরবন্ধী।
অপহরণকারীর সাফ জবাব, পাওনা টাকা দাও, আসামী নিয়ে যাও।

টানা ৩দিন দেন দরবার, দর কষাকষি করে মুক্ত হোল অপহৃত।


ফিরতি কোচে উঠছি, পেছন থেকে খপ করে কব্জি ধরে থামালো আমায় পঞ্চায়েতের অশীতিপর বৃদ্ধ।

একপাশে আমায় টেনে নিয়ে, আঞ্চলিক উচ্চারণে বললো বৃদ্ধ, ”বাবারে আন্দাজ করি ঐ ব্যাটা দোষী তোমার আত্মীয় স্বজন কেউ না। পরোপকারে হিরো হইতে আইছো।
মনে রাখবা, সব কামই তুমি পারো তবে সব কামে হাত দিবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু কমু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.