নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল খতিয়ান

১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:০০




উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিদারির হালখাতা


ভ্যাট অফিসের সদ্য বদলিকৃত অফিসারের খতিয়ান খাতা হস্তান্তর পর্ব।
সদ্য নিয়োগপ্রাপ্ত অফিসার বুঝিয়া লইতেছেন “মাসোহারা” প্রাপ্তির জমিদারি হালখাতা। প্রজাদের লেনদেনের পূর্ণ খতিয়ান।

খতিয়ানে টীকা টিপ্পনিও আছে !! ঃ
কোন কোন প্রজাকে কোন সীজনে হালকা “থ্রেট” দিতে হইবে। কোন প্রজাকে থোরাসা “ব্ল্যাকমেইল” করিতে হইবে। কোন প্রজা হইতে নিয়মিত মাসোহারা খাইয়াও জায়গামতো “বেঈমানী” করিয়া “রেড” করিয়া বড়ো ধরণের “প্রদেয়” ভ্যাট ”উদ্ধার” করিতে হইবে, ইত্যাদি সব স-ব লিখা আছে খতিয়ানে।

::::::::::::::::::::::::::::::::::
বিদেশী ভ্যাট সিস্টেমের গাইড হুবহু অক্ষম অনুবাদ করিয়া ভ্যাটকে কন্টকিত করিয়া ফেলিয়াছে।
তথাকথিক “সহগ” (আল্লায় জানে এইটা কোন হোগা) প্রর্বতন করিয়াছেন, না নিজেরা বুঝছেন না ব্যবসায়ীদের বুঝাইতে পারছে ?

ব্যবসায়ীরা “সহগ”কে সন্দ্বিগ্ন চোখে দেখে। গ্রহণ করে নাই। তাদের সহজ সরল প্রশ্ন “আমার ব্যবসার গোমর আপনেরে ক্যান জানামু ? আপনে কেঠা ? “

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৩

অপ্‌সরা বলেছেন: কঠিন পোস্ট। কিছু বুঝলাম না। :(

১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৮

আলাপচারী প্রহর বলেছেন: ভ্যাট ওফিসের কাহিনি

২| ১৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৬

শেরজা তপন বলেছেন: এ বিষয়ে আমার দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা আছে। বলার সাহস পাইনি কখনো- কে জানে কিভাবে কোন দিক দিয়ে ফেঁসে যাই!
উনারা নাকি এখন শতভাগ হালাল রুজি করেন :) :)

৩| ১৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘুষখোরদের ঘুষের হিসাব রাখার জন্য আলাদা হিসাবের বই, খতিয়ান, ক্যাশবুক থাকে। বেনাপোলের কাস্টমসে হিসাবের বই ছিল শুনেছি একজনের কাছে। খুব স্বচ্ছতার সাথে এই হিসাব রাখা হয়।

৪| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫০

আলাপচারী প্রহর বলেছেন: ক্যাশ বই নামে পরিচিত।
থানায় ক্যাশ বই আছে। ক্যাশিয়ার আছে। আলগা টাকার হিসাব ও বন্টনের হিসাব রাখা হয়।

ট্যাক্স অফিসে আছে।

ভ্যাট অফিসে মারাত্মক মাত্রায় সক্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.