![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তার যে ক্যামনে জোড়া দিমু এইডা জানার লাইগ্যা দ্যাশটা ঘুরি... হাঃ হাঃ এইডার আবার নাম দিসি "স্বচক্ষে স্বদ্শে"
বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই ওয়াল্টন স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করে। তাদের প্রথম স্মার্টফোন ছিল ওয়াল্টন Primo যেটি ব্যবহারকারীর কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতা ধরে তারা আরও ৪টি নতুন মডেলের স্মার্টফোনের তার মধ্য একটি হলো Walton Primo G1।
Walton Primo G1-এ থাকছে
- ডুয়েল কোর ১ গিগাহার্জ Qualcomm এর প্রসেসর,
- ৪.৩ ইঞ্চি আকারের আইপিএস ডিসপ্লে
- রেজুলেশন 800X480 পিক্সেল।
- ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।
তবে আগের ডিভাইসগুলোর তুলনায় এর ব্যাটারির ক্ষমতা একটু বেশি। ১৮০০ এমএএইচ।
এ ফোনটিতে চলছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ । পাশাপাশি সেটটিতে রয়েছে
- ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা,
- রেডিও,
- ব্লুটুথ,
- জিপিএস,
- অ্যাক্সেলেরোমিটার,
- প্রক্সিমিটি সেন্সর,
- কম্পাস,
- ওয়াই-ফাই ও ৩জি সুবিধা।
এ্ই ডিভাইসের দাম ১৩ হাজার টাকার আশেপাশে হতে পারে বলে জানা গেছে।আরো অন্য ডিভাইসগুলো সম্পর্কে জানার জন্য
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
তারছিড়া.. বলেছেন: আমি এখনো এটার আশায় বসে আছি... দেখি কবে আসে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
সঞ্জয় নিপু বলেছেন: অপেক্ষা করলাম এটার জন্য কিন্তু বিরক্ত হয়ে অন্য একটি সেট কিনে ফেলেছি তবে বাজারে আসলে চিন্তা করবো তবে আমি বানিজ্য মেলায় সেটটা নিয়ে অনেকক্ষন ঘাটা ঘাটি করেছি এক কথায় সেট ভালো ।