![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তার যে ক্যামনে জোড়া দিমু এইডা জানার লাইগ্যা দ্যাশটা ঘুরি... হাঃ হাঃ এইডার আবার নাম দিসি "স্বচক্ষে স্বদ্শে"
ভাইজানেরা, আশা করি সবাই ভালো আছেন। আগামী শনিবার রাতে বউসহ কক্সবাজার বেড়াতে যাবো বলে ঠিক করেছি। তাই একটু সাহায্য চাচ্ছি সবার কাছে।
আমি আছি ঢাকায় আর বউ আছে রাজশাহীতে। বউ শনিবারে সকালে ঢাকা আসবে। সেদিন রাতে রওনা হবো ইনশাআল্লাহ। থাকার ইচ্ছা আছে ৩দিন ৩রাত। এখন কিছু তথ্য জানতে চাচ্ছিঃ
=> ঢাকা থেকে কোন বাসে যাওয়া ভালো হবে। (নন এসি + ভাড়া)
=> হোটেল এর ভাড়া কেমন হবে? ( মোটামুটি ভালোমানের হোটেল। হোটেল এর নাম সহ বললে উপকার হয়)
=> কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়? (কিভেবে যাবো বললে ভালো হয়)
=> সরাসরি রাজশাহীতে আসার কোন বাস কি কক্সবাজার থেকে ছাড়ে?
=> সেন্টমার্টিন যেতে চাইলে কিভাবে এবং খরচ কত হতে পারে।
... এছাড়া যদি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে দয়া করে জানিয়ে উপকার করবেন।
সবাইকে অগ্রীম শুভেচ্ছা ও ধন্যবাদ
১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২
তারছিড়া.. বলেছেন: বাকের ভাই, ভূল হয়ে গেলে মাফ করে দিয়েন।
২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫
হাসিব০৭ বলেছেন: ইউনিক পরিবহন মোটামুটি ভালই। আর ভাড়া ৮০০ টাকা পরবে একজনের। আর কক্সবাজার গেলে হিমছড়ি জাবেন সাথে ইনানী দ্বীপ থেকে ঘুরে আসতে ভুলবেন না। কলাতলী থেকে জিপ অথবা রিকসা তওে যেতে পারবেন হিমছড়ি সাথে ইনানী দ্বীপও। আর সেন্ট মার্টিন যেতে আপনাকে আগে ককসবাজার থেকে টেকনাফ যেতে হবে আরপর ওখানে সেন্টমার্টিন যাবার ভ্রমন তরী পাবেন ভাড়া যাওয়া + আসা ৮০০-১২০০ নিবে একেক জনের। আশাকরি কিছুটা হলেও উপকৃত হবেন
১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২
তারছিড়া.. বলেছেন: হাসিব ভাই অনেক ধন্যবাদ। উপকার হলো।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০
বদিউজ্জামান মিলন বলেছেন: কক্সবাজার গিয়ে কলাতলি নামবেন। এরপর হোটেল দু-একটা ঘুরলেই আপনার একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। স্ক্যানিয়া বাসে কক্সবাজার যান, ভালোভাবে যেতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
আজকের বাকের ভাই বলেছেন: আপনার বউ কখন ঢাকা আসবে, আর আপনারা কক্সবাজারে কতোদিন থাকবেন তা জানানোর কী প্রয়োজন ছিল বুঝলাম না।
এতো কিছু বললেন কষ্ট করে কী করতেন যাচ্ছেন জানিয়ে দিলে সম্পুর্ন খরচই জানিয়ে দিত কেউ।