নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফটিক

আমি-তুমি

আমি-তুমি

সাধারণ মানুষ

আমি-তুমি › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল গ্রহে প্রাণ সৃষ্টি হতে পারে

২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৫

















সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। পৃথিবী থেকে অনেকটা লাল দেখানোর কারণে এর অপর নাম হচ্ছে লাল গ্রহ। মঙ্গল সৌর জগতের শেষ পার্থিব গ্রহ। অর্থাৎ এরও পৃথিবীর মত ভূ-ত্বক রয়েছে। এর অতি ক্ষীণ বায়ুমণ্ডল রয়েছে, এর ভূ-ত্বকে রয়েছে চাঁদের মত অসংখ্য খাদ, আর পৃথিবীর মত আগ্নেয়গিরি, মরুভূমি এবং মেরুদেশীয় বরফ। সৌর জগতের সর্ববৃহৎ পাহাড় এই গ্রহে অবস্থিত। এর নাম অলিম্পাস মন্‌স। সর্ববৃহৎ গভীর গিরিখাতটিও এই গ্রহে যার নাম ভ্যালিস মেরিনারিস। মঙ্গলের ঘূর্ণন কাল এবং ঋতু পরিবর্তনও অনেকটা পৃথিবীর মত।



প্রাণ সৃষ্টি হতে পারে, মঙ্গলগ্রহে এমন মৌলিক উপাদান পাওয়ার কথা দাবি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের একদল বিজ্ঞানী তাঁদের গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেন। তাঁদের এই গবেষণা-বিষয়ক নিবন্ধ বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়। বিবিসি অনলাইনে এ কথা জানানো হয়।



মঙ্গলের উল্কাপিণ্ড পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন, প্রাণ গঠনের প্রাথমিক উপাদান এই গ্রহটিতে রয়েছে। গবেষণার ফলের বরাত দিয়ে বিজ্ঞানীরা দাবি করেন, মঙ্গলের চারপাশে ৪০০ কোটি বছরেরও বেশি সময় ধরে ঘোরা ১০টি উল্কাপিণ্ড গবেষণা করে কার্বনের সন্ধান পেয়েছেন তাঁরা। উল্কাপিণ্ডে মঙ্গল গ্রহের আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে সৃষ্ট কার্বন যৌগের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। কার্বনের সঙ্গে কার্বনের বা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধনে যে জৈব যৌগ তৈরি হয়, তাই প্রাণ গঠনের প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করেন গবেষকেরা।



গবেষক দলের প্রধান অ্যান্ড্রু স্টিল বলেন, ‘আমরা প্রায় চার দশক ধরে মঙ্গলের জৈব যৌগের সন্ধান করছি। এই যৌগ কোথায় রয়েছে বা মঙ্গলে এর অস্তিত্ব আছে কি না, তা নিয়ে গবেষণা চলেছে।’ সাম্প্রতিক গবেষণায় মঙ্গলে জৈব যৌগ থাকার প্রমাণ দিয়েছে। গবেষকেরা আশা করছেন, ‘কিউরিওসিটি’ নামের মঙ্গল রোবটটি তাঁদের জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে দেবে। গবেষকেরা মঙ্গল গ্রহের তথ্য অনুসন্ধানে কিউরিওসিটিকে পাঠানোর পরিকল্পনা করেছেন। এখন এই রোবটটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এদিকে ডেইলি মেইল জানিয়েছে, বর্তমানে মঙ্গলে অবস্থান করা ‘অপরচুনিটি’ নামের রোবটটি আবারও সচল হয়েছে। সেখান থেকে লাল গ্রহটির তথ্য অনুসন্ধানে আবার কাজ করা শুরু করেছে। এর আগে মঙ্গলে শীতকাল শুরু হলে সৌরশক্তির অভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল অপরচুনিটি।















মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৭

জুন বলেছেন: মংগল গ্রহ সম্পর্কে অনেক কিছু জানলাম ।ভালোলাগলো
+

২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৮

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

২| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪০

ফারজুল আরেফিন বলেছেন: ভাল লেগেছে ++++

২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৯

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

৩| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:০১

লেডি বার্ড বলেছেন: শুরুতেই এমুন গেয়ানী পোস্ট। পরে জানি কি হয়!! :P

হ্যাপ্পি ব্লগিং। :)

২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৩০

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

পরে সেফ হতে চাই।

সেফ হতে আর মাত্র তিন দিন বাকি আছে। চারদিন শেষ।

৪| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

ঘুমন্ত আমি বলেছেন: পোষ্টি ভালো হয়েছে ।

২৫ শে মে, ২০১২ রাত ৮:৩০

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

৫| ২৫ শে মে, ২০১২ রাত ৮:০১

রাহি বলেছেন: পোষ্ট সুন্দর হয়েছে। +++++

হ্যাপি ব্লগিং।

২৫ শে মে, ২০১২ রাত ৮:৩০

আমি-তুমি বলেছেন: হ্যাপি ব্লগিং

ধন্যবাদ ~ ~ ~

৬| ২৬ শে মে, ২০১২ সকাল ১০:৫৯

ডেজা-ভু বলেছেন: B:-) B:-)

২৬ শে মে, ২০১২ দুপুর ১২:১৫

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

৭| ২৬ শে মে, ২০১২ দুপুর ১২:৩২

মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মা, জ্ঞানী পোস্ট!

তুমারেও দলে নিসি!



আমি জ্ঞানী, আপনে? :-B

২৬ শে মে, ২০১২ দুপুর ১২:৫২

আমি-তুমি বলেছেন: দল কি? আমি গর্দভ!
ধন্যবাদ ~ ~ ~

৮| ২৬ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট।

আপনার নিকটাও খুব সুন্দর।

২৭ শে মে, ২০১২ সকাল ১০:৫৩

আমি-তুমি বলেছেন: আপনার নিকটি আরো বেশি সুন্দর।

ধন্যবাদ ~ ~ ~

৯| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৫১

মিথী_মারজান বলেছেন: সুন্দর পোস্ট।:)
ভাললাগা রইল।:)

২৭ শে মে, ২০১২ রাত ৯:০৭

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~ :)

১০| ২৮ শে মে, ২০১২ রাত ১২:৩৮

অদৃশ্য মানবী বলেছেন: তথ্যবহুল পোস্ট,অনেক কিছহু জানতে পারলাম।হ্যাপী ব্লগিং :) :) :)

২৮ শে মে, ২০১২ রাত ৯:৫৫

আমি-তুমি বলেছেন: হ্যাপী ব্লগিং

ধন্যবাদ ~ ~ ~

১১| ২৮ শে মে, ২০১২ সকাল ৯:০০

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: তথ্যবহুল পোস্ট। ++
স্বাগতম ব্লগে।

২৮ শে মে, ২০১২ রাত ৯:৫৭

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

ধন্যবাদ ~ ~ ~

১২| ০৫ ই জুন, ২০১২ রাত ১১:৩০

অপরিনীতা বলেছেন: মঙলগ্রহ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম........ সুন্দর পোস্ট......

অনেক অনেক শুভকামনা রইল.......... :)

১৭ ই জুন, ২০১২ দুপুর ২:৪৪

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~ :D

১৩| ০৭ ই জুন, ২০১২ ভোর ৬:২৩

হাদী নয়ন বলেছেন: অনেক কিছু জানার ছিল,আজ আপনার পোস্ট পড়ে কিছু জানলাম।
ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১২ দুপুর ২:৪৪

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

১৪| ১০ ই জুন, ২০১২ দুপুর ২:০১

উপপাদ্য বলেছেন: ভেরি গুড.। আশা রাখি এমনই হবে পথচলা..

হ্যাপি ব্লগিং স্যার.....

১৭ ই জুন, ২০১২ দুপুর ২:৪৫

আমি-তুমি বলেছেন: ধন্যবাদ ~ ~ ~

হ্যাপি ব্লগিং স্যার.....

১৫| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: বিয়াফক পোষ্ট।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৩৯

তন্ময়০১৩ বলেছেন: কিউরিওসিটি জন্য শুভকামনা।

যদি বসবাসের উপযুক্ত হয় তাহলে তাড়াতাড়ি সব রাজাকার ধরে ওখানে পাঠানোর ব্যবস্থা করা দরকার।

তাহলে অন্তত মানবাধিকার মানবাধিকার করে চিল্লাতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.