নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকের অভিযাত্রী

স্বপ্নিল রোদ্দুর

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।সে রোদ্দুর হতে চেয়েছিল!ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,জাম আর জামরুলের পাতায়যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।-অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী

স্বপ্নিল রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুস, হেফাজত ও সমসাময়িক ভাবনা

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯

ডঃ মুহাম্মদ ইউনুস পৃথিবীর ইতিহাসে সপ্তম ব্যক্তি যিনি শান্তিতে নোবেল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বর্ণপদক এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল স্বর্ন পদক অর্জন করলেন। তিনি প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল স্বর্ন পদক অর্জন করলেন এবং অবশ্যই একমাত্র বাংলাদেশী যিনি এই তিনটি সম্মানই অর্জন করেছেন। বাংলাদেশী হিসাবে গর্ব করার মতো যে কটি জিনিস এখনো অবশিষ্ট আছে তার একটি হলেন প্রফেসর ইউনুস। সারা বিশ্ববাসীর কাছে তিনি বাংলাদেশকে চিনিয়েছেন নতুন করে। তলাবিহীন ঝুড়ির গ্লানি মুছিয়ে উদীয়মান অর্থনীতির বাংলাদেশের চিত্র একেছেন তিনি। অথচ আমাদের দূর্ভাগ্য। তার বাংলাদেশ ব্র্যান্ডিংকে আমরা কাজে লাগাতে পারলাম না। ঈর্ষাপরায়ণতা আর প্রতিহিংসার বলি হলেন প্রফেসর ইউনুস। গ্রামীন বাংক থেকে ঋন নিয়ে কেও হয়তো কোটিপতি হননি, কিন্তু অভাব ঘুচিয়ে স্বচ্ছ্লতার পথ দেখেছে লাখো মানুষ। এটি অস্বীকার করি কি করে? ২টি দল গত ২২ বছরে যে পরিমান অর্থ এদেশ থেকে লোপাট করে নিয়েছে সেটি কি গ্রামীণ বাংকের আদায়কৃত সুদের থেকে শত গুন বেশী নয়? যে সকল মোসায়েব বুদ্ধিজীবি গ্রামীণ মডেল ব্যার্থ বলে মুখে ফেনা তুলেন তারা কি বিকল্প ব্যংকিং ব্যাবস্থার কোন মডেল দাঁড় করাতে পেরেছেন? আসলে এদেশে সবকিছুই দেখা হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে সরকারপন্থী গুণীজনেরা পায় একুশে পদক আর স্বাধীনতা পুরস্কার। কালেভদ্রে নিরপেক্ষ গুণীজনেরাও সে পুরস্কার পায় তবে বেশিরভাগ সময় তা মরণোত্তর। মাঝে মাঝে আক্ষেপ হয়, এতগুলো বছরেও আমরা উন্নত দেশের কাতারে পৌঁছতে পারলামনা! এর কারণ খুঁজে অনেক সময় হয়রান হই। আজ একটা পুরনো কথা মনে পড়লো, যে দেশে গুনীর মর্যাদা দেয়া হয়না, সে দেশ নাকি কখনো উন্নতি করতে পারেনা।



বাংলাদেশের সংবিধানে সব ধর্মের অনুসারী এবং নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই সংবিধানই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিসংবলিত দলিল। হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি তুলেছে, তার মধ্যে সংবিধানের ওই মৌলিক নীতি ও বিধানের প্রতি কোনো শ্রদ্ধাবোধ প্রকাশ পায়নি। তবে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অবশ্যই অপরাধ। যদি বলা হয় কোনো ব্লগারই সে অপরাধ করেনি তাহলে মিথ্যা বলা হবে। তবে গুটিকয়েকজনের জন্য সমস্ত ব্লগারকে নাস্তিক বলা শুধুমাত্র রাজনৈতিক সুবিধা লাভের নির্লজ্জ অপপ্রয়াস ও জঘন্য মিথ্যাচার। দেশে প্রচলিত আইনে সে দণ্ডের বিধান আছে। পাকিস্তানের মতো কিছু দেশ ব্লাসফেমী আইন করলেও তা পরিণত হয়েছে শিয়া সুন্নি দ্বন্দ্ব ও বিরোধীদের দমনের হাতিয়ারে। এ দেশের মানুষ ধর্মপ্রাণ। সবাই যার যার ধর্ম নিজের অন্তরে ধারণ করে, সমাজে শান্তিতে সহাবস্থান করে। এটাই এ দেশের সমাজের চিরকালীন সৌন্দর্য। এদেশে বাঙালিত্ব ও ধর্মের মধ্যে রয়েছে অদ্ভুত সুন্দর সেতুবন্ধন। তাই এই ২০১৩ সালে কেউ যখন ওই ১৩ দফার নামে মধ্যযুগে এবাউট টার্ন করার রাস্তা দেখায় দেখায় তখন হতবাক হওয়া ছাড়া উপায় থাকেনা। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যেমন আওয়ামী লীগ কিছুটা সুবিধা নিচ্ছে তেমনি হেফাজত থেকে পুরো সুবিধা নিচ্ছে বিএনপি-জামাত। আসলে চেতনা যখন সমষ্টির আস্থায় স্থান পায় না, যখন কথা ও কাজের মিল বন্ধন থাকে না, অনিয়ম যখন সমাজ ও রাষ্ট্রের নিয়মে পরিণত হয়, রাজনীতি যখন অপরাজনীতির হাতিয়ারে রূপ নেয় তখন সময়ে সময়ে জাতিকে এরূপ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। একথা নিশ্চিত করে বলা যায়-এটি পাকিস্তান বা আফগানিস্তান নয়, ধর্মের নামে অধর্ম ও অমানবিকতার চর্চা জাতি মেনে নেবেনা। তবে এর জন্য মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ধরনের বাণিজ্য চলছে, রাষ্ট্রীয় চরিত্র থেকে তার অবসান হওয়া প্রয়োজন। চেতনায় শানিত ভাব থাকলে, ঐ চেতনার মহিমায় অন্ধকার আপনাআপনিই কেটে যায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: অ্যামেরিকা ডাঃ ইউনুস কে এতো এতো সমাদর করে কেন বুঝলাম না

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি গর্বিত ড. ইউনুস বাংলাদেশে জন্মগ্রহন করেছে, আজ গর্ব করে বলতে পারি আমাদের ইউনুস

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ডঃ ইউনুস আমাদের সম্পদ,,,,,,,,,,,,,এটা সবারই মানা উচিত,,,,,,,,,,আর তাকে যোগ্য সম্মানটা দেয়া উচিত

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

সেফানুয়েল বলেছেন: পুস্টের মইধ্যা যুক্তির ভিটামিন আসেসসসসসসস। ধন্যবাদ

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

সেফানুয়েল বলেছেন: পুস্টের মইধ্যা যুক্তির ভিটামিন আসে......। ধন্যবাদ

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

লেজ কাটা শেয়াল বলেছেন: Songbidane Nari puruser soman odikar bolte apni jodi mone koren poitrik sompottir khetre kuraner sason bad dea jouktik tobe ami apnake nastik bolbo..
Amader somaje jemn ekjn puros o ulongo hoye colar sadinota payna temni apnar ma bonra ordo ulongo hoye somaj nongra korbe eta mana jabena...

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Songbidane Nari puruser soman odikar bolte apni jodi mone koren poitrik sompottir khetre kuraner sason bad dea jouktik tobe ami apnake nastik bolbo..
Amader somaje jemn ekjn puros o ulongo hoye colar sadinota payna temni apnar ma bonra ordo ulongo hoye somaj nongra korbe eta mana jabena...

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

রোদের ক্রোধ বলেছেন: অনেক বুদ্ধিজীবী , সাংবাদিক আবুল মার্কা লোকজন দের দেখি দেশে কোন সঙ্কট হলেই ইউনুস সাহেব কে প্যাঁচায় । ইউনুস সাহেব এই করতে পারত , ঐ করতে পারত আরও কত হাবিজাবি । কিন্তু সুসময়ে এই মানুষ টাকে কেউ মনে করেনা । মনে করেনা এই লোকটা কাজ করতে চায় , কিন্তু কাজ করতে দিচ্ছে না হাসিনা সরকার । কারণ হাসিনার নোবেল টা জে ইউনুস কারচুপি করে নিয়ে গেছেন । মধ্য প্রাচ্যের অনেক দেশের রাজা বা সুলতান রা ইউনুসের বন্ধু । অনেকবার ইউনুসের অনুরধে তারা এই দেশ থেকে জনশক্তি নেবার কথা ভেবেছেন । কিন্তু সরকার সেদিকে একটা বার ও সাপোর্ট করেনি । আজ পাকিস্তানের মত দেশ ২ লাখ লোক পাঠায় মালয়সিয়াতে । আর আমরা ১৫ হাজার পাঠিয়ে তৃপ্তির ঢেকুর তুলি । ২০০ জনের ভিসা হলে বড় করে খবর দেই । অনেক দেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেখানে ইউনুস প্রধান অতিথি , সেখানে আমাদের রাষ্ট্রদূত দের যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাসিনা । এর পরেও কি করে ইউনুস কি করে দেশের জন্য কাজ করবেন ? তিনি করতে চান , কিন্তু সরকার সুযোগ দিচ্ছে না । এসব খবর আমাদের মিডিয়া ও তেমন প্রচার করেনা , যেমনটা করে হাসিনার গলা উঁচু করে ইউনুসের বিরুদ্ধে মন্তব্য গুলো । আর ইউনুস সাহেব তো হাসিনা নন , জে অনবরত মিথ্যা কথা বলবেন গলা উঁচু করে । তাই বলি কি , ইউনুস সাহেবের কাজ তারে করতে দেন । তিনি তো কারো পুটকি তে আঙ্গুল দেন নাই , আপনারাও তারে খোঁচাখুঁচি কইরেন না । কাজ হবে না , অযথা গন্ধ ছড়াবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.