নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকের অভিযাত্রী

স্বপ্নিল রোদ্দুর

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।সে রোদ্দুর হতে চেয়েছিল!ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,জাম আর জামরুলের পাতায়যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।-অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী

স্বপ্নিল রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

বিসিএস পরীক্ষায় কোটা পদ্ধতি

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

বিসিএস পরীক্ষায় কোটা প্রয়োগের যে পদ্ধতি তা অনেকাংশেই অস্বচ্ছ ও অব্যবস্থাপনাময় সেটা বলার অপেক্ষা রাখেনা। তবে কোটা পদ্ধতি পুরো তুলে দেয়ার দাবিটা ঠিক নয়; বরং এটি সংস্কার করার মাধ্যমে যুগোপযোগী করা দরকার। বর্তমানে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা মিলিয়ে যে ৫৫% রয়েছে তা বাস্তবতা ও প্রয়োজনের নিরিখে কমিয়ে আনা দরকার। তাহলে সেটা দুই পক্ষের জন্যই একটি Win Win Situation সৃষ্টি করতে সক্ষম হবে। এর ফলে কোটাভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং কোটামুক্তদের জন্য বেশ কিছু সিট বৃদ্ধি পাবে। তবে এখনো যে মূল্যায়ন প্রক্রিয়ায় দেশের ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের নির্বাচন করা হয় তারো সংস্কার হওয়া উচিত। আমাদের দেশে এখন প্রাইমারী লেভেল থেকেই মুখস্থবিদ্যা থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়। অথচ বিসিএস এর মতো পরীক্ষায় মূল্যায়ন করার একমাত্র ক্রাইটেরিয়া হলো ঢাসা মুখস্থ করা! যে লোকটি কিছুদিন পর দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে দেশকে রিপ্রেসেন্ট করবেন তার Problem Solving Ability, Analytical Ability, Critical Reasoning Power, Decision Making Capacity ইত্যাদি কোনোকিছুই টেস্ট না করে শুধু মুখস্থবিদ্যার ভেলকিতে নির্বাচন করা হচ্ছে। কর্মক্ষেত্রে এদের অনেকেই পরবর্তীতে হোঁচট খায় অথবা বিতর্কিত হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারার কারণে। এদেশে কোনো কিছুর পদ্ধতি একবার চালু হলে কেউ আর তা পরিবর্তন করতে চায়না। আমরা বাংলাদেশীরা মনে হয় ভালো কিছু গ্রহণের মাধ্যমে পরিবর্তনের পথে সব সময়ই Laggard.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সরকার কি শুধু মাত্র এই কোঠা এর মাদ্ধমেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে???
আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে কি তবে মুক্তিযোদ্ধার সন্তান না????
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেন
মুক্তিযোদ্ধাদের সম্মান আরও নানা ভাবে করা যায়, তাদের সন্তানদেরও আরও নানা ভাবে সিক্ষার জন্য সাহায্য করা যাবে।
প্রতিটি মুক্তিযোদ্ধা পরিবার কে একটি করে ফ্লাট বাসা দেওয়া হোক, তাদের প্রতিমাসে ১০০০০ টাকা করে দেওয়া হোক, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা খরচ দেওয়া হোক, তাদের টিউশন ফীস মউকুফ করা হোক...
আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তাই বলে বিসিএস এর মতো জায়গায় কেন এতো বিশাল পরিমানে তাদের জন্য কোটা এর বাবস্থা???
এই কোটা প্রথা বাতিলের দাবী এর মানে কিন্তু এই না যে মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে না। এর মানে হচ্ছে তাদের এই অন্যায় সুবিধা প্রথা বন্ধ করতে হবে।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এমনিতেই কিন্তু সরকার কম সুযোগ সুবিধা দেয় নাই।
ভালো ভালো স্কুল কলেজে কিন্তু তাদের জন্য আলাদা ভাবে কোটা এর ব্যাবস্থায় তাদের ভর্তি করা হয়, সেখানে তারা আলাদা সুবিধা পেল, মানলাম এটা।
এরপর যখন বিশ্ববিদ্যালয় এ ভর্তির সময় এলো, তখনও তাদের জন্য কোটা এর বাবস্থা।

মুক্তিযোদ্ধাদের সম্মান শুধু এই কোঠা দিয়েই হয় না। আশা করি বুঝতে পারেছেন।
মুক্তিযোদ্ধাদের সন্তানের এই কোঠা এমন আকার ধারন করেছে যে কিছু দিন পর হয় জাতীয় বিভিন্ন খেলা-ধুলা প্রতিযোগিতায় এমন হবে যে প্রথম স্থান রাখা হবে তাদের জন্য, আর বাকি ১ম আর ২য় স্থানের আমাদের প্রতিযোগিতা করতে হবে। :p :p





আমেরিকার কোঠা নিয়ে আব্রাহাম লিংকনের একটি ঘটনা বলি...

একবার আব্রাহাম লিংকনের কাছে এক ভদ্রলোক এসে বীরদর্পে বললেন-
-- আমার ছেলেকে রাষ্ট্রীয় উচ্চপদস্থ চাকুরি দিন...
-- আব্রাহাম লিংকন: কেন ?
-- ভদ্রলোক: আমার ছেলে চাকরি পাওয়ার যোগ্য তাই।
... -- আব্রাহাম লিংকন: কিসেরযোগ্যতা আছে আপনার ছেলের?
-- ভদ্রলোক: আমার বাবা (ছেলের দাদা) আমেরিকার জন্যস্বাধীনতা যুদ্ধ করেছেন;
আমরা আমেরিকার মুক্তিযোদ্ধা পরিবারের বংশধর-তাই দেশ সেবার সেরা
চাকরি আমাদের দেয়া উচিৎ.....!
-- আব্রাহাম লিংকন: ওকে থাঙ্কস; আপনাদের পরিবার দেশের জন্য অনেক করেছে; এবার সাধারণ মানুষকে দেশের জন্য কাজ করতে দিন।

___________________________________________________
এই লিঙ্ক থেকে বিস্তারিত পড়ে আসতে পারেন।
____________________________________________________
অথবা এই লিঙ্ক এ বিস্তারিত...
___________________________________________________

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কোটার দরকার আছে কিন্তু পার্সেন্টজ অনেক কমিয়ে আনতে হবে আর কোটার প্রার্থী না পাওয়া গেলে সাধারন কোটামুক্ত অংশ থেকে নিয়ে নির্বাচন করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.