নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকের অভিযাত্রী

স্বপ্নিল রোদ্দুর

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি।সে রোদ্দুর হতে চেয়েছিল!ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,জাম আর জামরুলের পাতায়যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।-অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী

স্বপ্নিল রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

বিদায় শচীন

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

ক্রিকেট জিনিসটার কথা প্রথম জানলাম ১৯৯৬ সালে, তখন বিশ্বকাপ ক্রিকেট হলো, শ্রীলঙ্কা হলো চ্যাম্পিয়ন। টিভিতে দুএকটা খেলার সামান্য অংশ দেখলাম, কিন্তু এই জিনিস কিভাবে খেলে, এতো সময় ধরে কেনো খেলে তার মাথামুণ্ডু কিছুই বুঝলামনা। তবে পেপারে যে শ্রীলঙ্কার জয়ের বিশাল খবর ছাপা হয়েছিলো সেটা আমার মনে আছে। আমি তখন ক্লাস ফোর এ পড়ি। ১৯৯৮ সালে বাংলাদেশে মিনি বিশ্বকাপ হলো, তখন ক্রিকেট আমি মোটামোটি ভালোই বুঝি। কিছু খেলা দেখার পর আমার মনে হলো ব্যাটিং করাটা সুন্দর জিনিস, কোনো দলের বোলিং দেখে অতো মজা পেতামনা। ব্যাটিং দেখার এই মজার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। তাঁর খেলা দেখতে দেখতে আমি তার দলেরও সাপোর্টার হয়ে গেলাম। তখন তার দল আজকের মতো সর্বজয়ী ছিলোনা, মোটামোটি মানের একটি দল ছিলো। কিন্তু আমি মুগ্ধ হতাম তার খেলা দেখে। ধীরে ধীরে মুগ্ধ হয়েছি ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার, ব্রায়ান লারা, অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরলিধরন, শেন ওয়ারন, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, লেন্স ক্লুজনার, এলান ডোলান্ড, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাভিড়দের খেলা দেখে। ক্রিকেট এর সব লিজেন্ড এখন অবসরে, আর আজ শেষ বারের মতো ক্রিকেট খেলতে দেখলাম আমার শৈশব ও কৈশোরের হিরো শচীন টেন্ডুলকারকে। ক্রিকেট এর শেষ লিজেন্ড অবসর নিলেন আজ, পরিসমাপ্তি ঘটলো একটি যুগের। যে শিশু এখন বড় হচ্ছে সে কিছুদিন পর শচীন এর খেলা খুঁজবে ইউটিউব আর ক্রিকইনফোতে। আমি ভাগ্যবান যে শচীন টেন্ডুলকার এর খেলা মাঠে এবং টিভিতে লাইভ দেখতে পেরেছি। ধন্যবাদ শচীন, আমার শৈশব, কৈশোর এবং যৌবনের একটা অংশকে স্মরণীয় করার জন্য, ক্রিকেট খেলাটাকে ভালো লাগানোর জন্য। হাজারো সাকিব আল হাসান, ভিরাট কোহলি, সাইদ আজমল, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ারস, জেমস এন্ডারসন ক্রিকেট এর মাঠ কাঁপাবে, কিন্তু শচীন এর সেই স্ট্রেইট ড্রাইভ, কাট আর লেগ গ্লান্স তার মতো করে আর কে খেলতে পারবে? স্যালুট শচীন। যতদিন ক্রিকেট দেখব তোমায় মিস করবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

লেখোয়াড় বলেছেন:
ভাল লেখা।
++++++++++++++

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

স্বপ্নিল রোদ্দুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.