![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানে গানে লেনাদেনা রাস্তোমে ঘুমকে গানা Full-time Professional বেকার । নিয়মিত অনিয়মে Careless খাবোমে International Dreamer...। STREET SINGER...
আমি মুসলিম, আমার ধর্মানুভুতিতে আঘাত লেগেছে, যখন-
- কাজী নজরুল "খোদার আসন আরস ছেদিয়া" বলেছে।
- কেও মহানবী (সঃ) নিয়ে বাজে মন্ত্যব করেছে।
- কেও সেই সব বাজে মন্তব্য গুলো নিজেদের পত্রিকায় বড় করে ছাপিয়াছে।
- কেও মহানবী(সঃ) কে সাঈদীর সাথে তুলনা করেছে
- কেও সাঈদী কে চাদে দেখা গেছে বলে "মসজিদের" মাইক থেকে ঘোষনা দেয়া হয়।
- কেও মসজিদের ভেতর বোমা নিয়ে ঢোকে, যখন মসজিদের কার্পেটে আগুন দেয়, যখন মসজিদের বই পুস্তকে আগুন ধরিয়ে দেয়।
- কেও কাবা শরীফের গেলাপ পরানোর ছবি নিয়ে মিথ্যাচার করে।
- কেও নিজেদের আল্লাহ পাকের সমকক্ষ (নাউজুবিল্লাহ মিন যালেক) দাবী করে বলেছে তারাই ইসলামের হেফাজত কারী।
- কেও নিজেকে আল্লাহ পাকের সমকক্ষ (নাউজুবিল্লাহ মিন যালেক) দাবী করে Identify করে করে বলেছে ও নাস্তিক ও নাস্তিক, যেখানে আল্লাহপাক কেবল মাত্র তিনিই একজন যিনি অন্তরের খবর রাখেন। সবাইকে ঢালাওভাবে নাস্তিক বলার অধিকার কিভাবে পেলেন যেখানে যাকে নাস্তিক বলা হচ্ছে সে নিজেকে মুসলমান দাবি করছে? এটা কি তার ধর্ম অনুভূতিতে আঘাত না?
- কেও ইসলামের নামে আন্দোলন করে আবার ছবির সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে।
- কেও ইসলাম কে ব্যাবহার করে নিজেদের সার্থ হাসিলের প্রচেষ্টায় হাজার হাজার কোমলমতি মাদ্রাসার ছাত্রকে রাস্তায় নামিয়েছে খুন হওয়ার জন্য।
- কেও ইসলামের নামে সন্ত্রাস বাহীনি তৈরি করছে, বোমা মারছে, মানুষের হাত পায়ের রগ কেটে দিচ্ছে, দেশের সম্পদের ক্ষতি করছে।
- কেও ইসলামের আন্দোলন বলে অন্য ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং উপাসনালয় পুড়িয়ে দিচ্ছে। ইসলামে অত্যাচার সম্পুর্নরুপে নিষিদ্ধ।
আমি সবার বিচার চাই। মুসলিম হয়ে থাকলে এই সবের বিচার চাওয়া উচিত নাকি শুধু ২ নম্বর ধরে বসে থাকা উচিত?
কোথায় আমাদের ঈমান, কোথায় তাকওয়া?
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
স্বপ্ন ছায়া বলেছেন: তাহলে শুরু করুন ৭১ থেকে। যখন দেশের জন্ম হয়েছিল। তখন যারা ধর্মের দোহাই দিয়ে এদেশে নির্যাতন চালিয়েছিল। যারা এদেশের সবাইকে হিন্দু পরিচয় দিয়ে পাকিস্থানীদের আমার দেশের মানুষের উপর লেলিয়ে দিয়েছিল।
তারপর নজরুল আর তারপর বর্তমান.। আসুন। প্রতিবাদ জানান। না জেনে যাকে খুশি নাস্তিক বলতে পারেন না। আর নাস্তিক এবং ধর্ম অবমাননাকারী কি এক?
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
আমিতো সত্যবাদী বলেছেন: এক্কারে হাচা কতা কইচেন.........
মুসলমানেরা কি করতাচে ...
হেফাজতে ইসলাম তথা জামাতে ইসলাম শালারা আমাগো দেশটারে কি করতাছে....
শালারা মুসলমান দাবি করচ আবার মাওসেতুং এর লংমার্চ করতাচ্চ...
তোরা যদি সত্যিকারের মুসলমান হচ,তরা যদি নবী প্রেমিক হচ তাহলে লংমাচ নামটাতো
ফালাইয়া সফরে সাহাদাত নামটা দিতে পারচ....
আসলৈ তোরা যে মুসলমান নামধারী শয়তান তা এখন প্রমান হইল....
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
স্বপ্ন ছায়া বলেছেন: খিকযযযযযযযযযযযযযযযযয
৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬
ফ্রিঞ্জ বলেছেন: ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে ।
পুজিছে গ্রন্থ ভন্ডের দল !--মুর্খরা সব শোনো
মানুষ এনেছে গ্রন্থ,--গ্রন্থ আনেনি মানুষ কোনো ।
এগুলা নজরুল এর কথা।
Click This Link
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
স্বপ্ন ছায়া বলেছেন: নাস্তিক নজরুলের বিচার চাই
ফাসি চাই
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
মুহসিন বলেছেন: ভালো বলেছেন। সবকিছুরই বিচার হওয়া উচিৎ।